![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রোজ কবিতা রচি কবিতার মাঝে বাঁচি, কিন্তু আমি বসত করি মৃত্যুর কাছাকাছি!
ঘসে মেজে দেহ টাকে
মনি মুক্তোয় মুড়ে রেখে
কি লাভ হবে হায়,
সেইতো মাটির দেহ
মাটির সাথেই মিশে যায়।
শ্বেত পাথরের গড়লে বাড়ি
কোটি টাকার চড়লে গাড়ি
কি লাভ হল হায়,
খাটিয়াতেই চড়ে যদি
শেষ যাত্রা হয়।
কত সালাম প্রণাম মেলে
সম্মুখে কি সুনাম বলে
কি লাভ তাতে হায়,
চোখের আড়াল হলে যদি
অভিশাপই দেয়।
কত নিরাপত্তায় ঘেরা
হাজার আপন জনে ভরা
কি লাভ পেলে হায়,
আসার বেলায় একলা সবাই
একলাই যেতে হয়।
১৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:২৩
নূর ইমাম শেখ বাবু বলেছেন: ভয়কে জয় করে সাহস সঞ্চয় করতে হবে প্রিয় নুর ভাই।
মৃত্যু সবার দুয়ারে এসে হাজির হবে আজ অথবা কাল।
অনেক ধন্যাবাদ। শান্তিতে থাকুন।
২| ১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:১৪
আরোগ্য বলেছেন: খুব ভাল লিখেছেন।
১৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:২৩
নূর ইমাম শেখ বাবু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মিঃ আরোগ্য।
ভাল থাকুন।
৩| ১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:২৩
ফারিহা হোসেন প্রভা বলেছেন: একদিন সবাইকেই বিদায় নিতে হবে এই সুন্দর পৃথিবী ছেড়ে। তাই এখনই বাউন্ডারির মাঝে থেকে ইঞ্জোয় করে নেওয়া উচিৎ ।
১৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:২৫
নূর ইমাম শেখ বাবু বলেছেন: ইহকালের এনজয় সাময়িক,
পরকালের এনজয় অফুরান।
শুভেচ্ছা জানবেন প্রভা আপু।
ভাল থাকবেন। ধন্যবাদ।
৪| ১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:৩৭
চাঁদগাজী বলেছেন:
আপনার বুদ্ধি টুদ্ধি কম মনে হচ্ছে
১৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:২৭
নূর ইমাম শেখ বাবু বলেছেন: বুঝলাম না ভাই। একটু খুলে বলেন না ভাই। প্লীজ!
©somewhere in net ltd.
১|
১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:১৩
রাজীব নুর বলেছেন: খন ঘুমাতে যাবো।
এরকম কবিতা আর ছবি দিয়ে ভয় ঢুকিয়ে দিলেন।