![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রোজ কবিতা রচি কবিতার মাঝে বাঁচি, কিন্তু আমি বসত করি মৃত্যুর কাছাকাছি!
মনে ছিল কষ্ট জমা
ভালোবাসা দেহে,
বুঝেও আমি বুঝিনি গো
আবেগী সেই মোহে।
বাহির জুড়ে দারুণ প্রীতি
ভেতর ভরা ক্ষত,
উজাড় করে দিয়েছিলে
ধৈর্য ছিল যত।
নিঃস্ব হয়ে সপেছিলে
পৃথিবীর সব সুখ,
ঘুনাক্ষরেও বুঝতে দাওনি
কষ্টে ভরা বুক।
আজকে যখন নিঃসঙ্গতায়
সময় করছি পার,
তোমার মহত্ত্বতার কাছে
মানতে হচ্ছে হার।
তোমার মত মহৎ উদার
নয় জগতে কেহ,
ভেতর জুড়ে কষ্ট ছিল
প্রেমে ভরা দেহ।
১২ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৪
নূর ইমাম শেখ বাবু বলেছেন: অসংখ্য ধন্যবাদ নূর ভাই।
ভাল থাকবেন সর্বক্ষণ।
©somewhere in net ltd.
১|
১২ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৩৪
রাজীব নুর বলেছেন: মনোমুগ্ধকর।