![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রোজ কবিতা রচি কবিতার মাঝে বাঁচি, কিন্তু আমি বসত করি মৃত্যুর কাছাকাছি!
তুমি কোথায় আর আমি কোথায়?
দেহে কি চায় আর প্রাণে কি চায়?
কি রহস্যের সৃষ্টি করে,
দেহ প্রাণের সমন্বয়?
প্রাণ কি ভাবে? দেহ কি চাবে,
কাঙ্ক্ষিত সুখ, কখন পাবে?
উজাড় করে সব বিলিয়ে,
দিনের শেষে নিঃস্ব হবে?
নিক লুটে নিক এই অবেলায়,
যাই ভেসে যাই সুখের ভেলায়।
প্রাণ পেয়েছে দুঃখ কষ্ট,
দেহ পায়নি ভোগের সময়।
যার মাঝেতে প্রাণকে সাজাই,
সুখের মোহে কষ্টে ভাসাই!
ছুটে চলা বেপরোয়া
অজানাতে বাঁধন ছাড়াই।
আদর স্নেহে ক্লান্ত দেহে,
আনন্দ দেয় অন্ধ মোহে!
দেহের মাঝে সুখ খুঁজে নেই,
কষ্ট দেবার তুমি কে হে?
১২ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৯
নূর ইমাম শেখ বাবু বলেছেন: অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন।
২| ১২ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৫
নজসু বলেছেন:
১২ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৯
নূর ইমাম শেখ বাবু বলেছেন: অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন।
৩| ১২ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০৮
রাজীব নুর বলেছেন: সুন্দর।
১৪ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩২
নূর ইমাম শেখ বাবু বলেছেন: ধন্যবাদ নুর ভাই। ভালো থাকুন।
©somewhere in net ltd.
১|
১২ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৫
নজসু বলেছেন:
শিরোনামটায় হাজারো লাইক।
কবিতায় হাজারো অনুভূতি।