নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রোজ কবিতা রচি, কবিতার মাঝে বাঁচি, কিন্তু আমি বসত করি, মৃত্যুর কাছাকাছি!

নূর ইমাম শেখ বাবু

রোজ কবিতা রচি কবিতার মাঝে বাঁচি, কিন্তু আমি বসত করি মৃত্যুর কাছাকাছি!

নূর ইমাম শেখ বাবু › বিস্তারিত পোস্টঃ

পরম আনন্দ

১৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১১


ঘামে ভিজে ক্লান্ত দেহে, ঢলে পড়ি স্বপ্ন সুখে,
আঁকড়ে রাখে কেউ আমাকে, আলিঙ্গনে নিজের বুকে!
দেহ প্রাণের সঞ্জীবনী, দীর্ঘশ্বাসের শব্দ শুনি,
ফিসফিসিয়ে কানের কাছে, আবেদনের প্রতিধ্বনি।

অন্ধ আবেগ ব্যপক মোহ, অন্তরাত্মার কি বিদ্রোহ,
চোখের নেশায় মনের জোরে, পরশ পাবার সে আগ্রহ!
সুপ্ত প্রাণের হিংস্র থাবা, শরীরতত্ত্বে নীরব বোবা,
একত্রিত কিসের নেশায়, এই অবেলায় বোঝে কে বা?

রাতের গভীরতার সাথে, মাতাল নেশার সে ক্লান্তিতে,
মূল্যহীন হয় কাছে আসা, খুব সামান্য ভুল ভ্রান্তিতে!
স্বর্গসুখের মোহে ছুটে, ইচ্ছেমতন নিতে লুটে,
আবার বুকে ঢলে পড়ি, তখন হাঁসি দেখি ঠোঁটে!

যে হাঁসিটা দেখবো বলে, এই পৃথিবী যাই গো ভুলে,
শিহরণে কাঁপে দেহ, কল্পনাতে দোলা দিলে!
দাও দোলা দাও অনন্তকাল, খানিক পরেই আসবে সকাল,
তার আগে যাক তৃষ্ণা মিটে, ঘোর নেশাতে রাত্রি মাতাল!

এমনি আসুক রাত্রি আবার, পরম সুখে ঘাম ঝরাবার,
দিনের পরিশ্রমের শেষে, ক্লান্তি ভরা স্বপ্ন বহর!
সমন্বিত পরম সুখে, সার্থকতার সে আলোকে,
আলোকিত হই দু জনে, আঁধার রাতের এই পুলকে!

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪৩

মাহমুদুর রহমান বলেছেন: কবিতায় মুগ্ধতা।

১৬ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩১

নূর ইমাম শেখ বাবু বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকুন।

২| ১৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩৯

সাত সাগরের মাঝি ২ বলেছেন: বিশ্রি ছবি.........

১৬ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩২

নূর ইমাম শেখ বাবু বলেছেন: ক্ষমাপ্রার্থনা করছি!

৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ ভোর ৬:৫০

জগতারন বলেছেন:
সাত সাগরের মাঝি ২ বলেছেন: বিশ্রি ছবি.........
আমার মনে হয় ব্লগার সাত সাগরের মাঝি ২ সাহিত্য ও তার ভাষাই বুঝতে অক্ষম।

আমার মন্তব্যঃ খুব সুন্দর কবিতা।
অসাধারন সাহিত্য সৃষ্টি করেছেন কবি নূর ইমাম শেখ বাবু এবং
যথাপোযুক্ত ছবি ও বটে।
কবির প্রতি অভিন্দন জ্ঞাপন করি।

১৬ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩২

নূর ইমাম শেখ বাবু বলেছেন: ভালো থাকবেন। বিজয়ী শুভেচ্ছা জানবেন।

৪| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০৮

রাজীব নুর বলেছেন: মনোমুগ্ধকর।

১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩৫

নূর ইমাম শেখ বাবু বলেছেন: ধন্যবাদ নুর ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.