নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রোজ কবিতা রচি, কবিতার মাঝে বাঁচি, কিন্তু আমি বসত করি, মৃত্যুর কাছাকাছি!

নূর ইমাম শেখ বাবু

রোজ কবিতা রচি কবিতার মাঝে বাঁচি, কিন্তু আমি বসত করি মৃত্যুর কাছাকাছি!

নূর ইমাম শেখ বাবু › বিস্তারিত পোস্টঃ

আপনের পর

২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৩


আপনকে পর করে পরকে আপন,
ঘর ছেড়ে চলে যায় যখন তখন।
অভিমানে চোখ দুটো করে ছলছল,
মন ভোলানোর আছে নানা কৌশল।

যার দিকে পড়ে তাঁর মায়া দৃষ্টি,
তাঁর মনে শুরু হয় ঝড় সৃষ্টি।
প্রেমের ফাঁদে ফেঁসে পড়ে তাঁর পায়,
নিঃস্ব হয়ে শেষে করে হায় হায়।

মিথ্যাকে পলকেই সত্য বানায়,
নিখুঁত এই অভিনয় বোঝা বেশ দায়।
ভুল করে যদি কেউ পড়ে তাঁর ফাঁদে,
সব কিছু হারিয়ে আজীবন কাঁদে।

কি যে জাদু জানে সে কি মধুর মায়া,
রাজ রানী বিমোহিত দেখে তাঁর ছায়া।
তাঁর কাছে কোন কিছু না পারার নয়,
মায়া জাদু দিয়ে সব করে ফেলে জয়।

পরকে আপন করা নয় অন্যায়,
তাঁর আগে আপনের আপন হতে হয়।
আপনকে অবহেলে করে পর পর,
পরে পরে করে করে খালী নিজ ঘর।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৮

চাঁদগাজী বলেছেন:



আপনার কবিতা লোকজনের চোখে পড়ে না?

২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪৪

নূর ইমাম শেখ বাবু বলেছেন: প্রিয় চাঁদ গাজী ভাই, আপনি ঠিক কি বলেতে চেয়েছেন বুঝতে পারিনি!
ভালো থাকুন! অনেক ধন্যবাদ।

২| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪

মাহমুদুর রহমান বলেছেন: চমৎকার কবিতা।

২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪৪

নূর ইমাম শেখ বাবু বলেছেন: ধন্যবাদ জানবেন।
ভাল থাকবেন।

৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫০

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হইছে

২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪৫

নূর ইমাম শেখ বাবু বলেছেন: অনেক ধন্যবাদ।
ভালো থাকুন।

৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ২:৪৭

জগতারন বলেছেন:
সুন্দর !
ভালো লাগল।

লাইক দিলাম।
কবির প্রতি সভেচ্ছা।

২৬ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৫৬

নূর ইমাম শেখ বাবু বলেছেন: অনেক ধন্যবাদ।
ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.