![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রোজ কবিতা রচি কবিতার মাঝে বাঁচি, কিন্তু আমি বসত করি মৃত্যুর কাছাকাছি!
আজ তোমাকে একটি কথা না জানালেই নয়,
তোমার জন্য বুকের ভেতর ভীষণ ব্যথা হয়!
গভীর রাতে যখন দেখি তুমি পাশে নেই,
দু চোখ ভেজে লোনা জলে আতকে উঠি সেই!
শেষ হয়ে যায় জীবন তবু রাত্রি হয়না শেষ,
অন্য কারো বুকে তুমি নিদ্রা যাচ্ছো বেশ!
অসাড় হয় এই সারা দেহ ব্যথাতে হই পাথর,
ভাবলে অন্য কেউ তোমাকে করছে ভীষণ আদর!
হয়তো কোন উষ্ণ ছোঁয়ায় নিরাপত্তার চাদরে,
মিষ্টি মধুর পরশ মেলে দেহে প্রতি প্রহরে।
আজ এতদিন পরে যখন সামনে এসে দাঁড়ালে,
কেমন আছো? জানতে চেয়ে মনে কি ঝড় ওঠালে!
তোমার মতন পারিনি গো থাকতে ভুলে সব কথা,
আমি ছাড়া কেউ জানেনা এ বুক জুড়ে কি ব্যথা!
জীবন বিসর্জন দেওয়া যায় স্মৃতি ভোলা যায় না,
মনি মুক্ত সোনা হীরায় মনের খোরাক হয় না!
খুব সামান্য ভুলের মাশুল সারা জীবন দিতে হয়,
অজস্র বার চাইলে ক্ষমা তাতে কি ভুল শুধরে যায়?
আজ তোমাকে একটি সত্য বলি শোন তাহলে,
ইহকালেও আমি তোমার থাকবো তোমার পরকালে!
১৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৩৭
নূর ইমাম শেখ বাবু বলেছেন: আন্তরিক ধন্যবাদ জানবেন প্রিয়।
ভালো থাকবেন।
২| ১৭ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২১
কিরমানী লিটন বলেছেন: মাত্রায় কিছুটা কম বেশী রয়েছে বিশেষ করে শেষ দিকে, তাছাড়া চমৎকার..। শুভেচ্ছা নিরন্তর...
১৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৩৭
নূর ইমাম শেখ বাবু বলেছেন: আন্তরিক ধন্যবাদ জানবেন প্রিয়।
ভালো থাকবেন।
৩| ১৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৫৪
এম ডি মুসা বলেছেন: ভালো লিখেছেন
১৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৩৭
নূর ইমাম শেখ বাবু বলেছেন: আন্তরিক ধন্যবাদ জানবেন প্রিয়।
ভালো থাকবেন।
৪| ১৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ১:৩৫
রাজীব নুর বলেছেন: বুকে ব্যথা হলে গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে দেখতে পারেন।
১৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৩৮
নূর ইমাম শেখ বাবু বলেছেন: আন্তরিক ধন্যবাদ জানবেন প্রিয়।
ভালো থাকবেন
আপনি খুব মজার মানুষ!!!!!!!!!!!
©somewhere in net ltd.
১|
১৭ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:০৬
মাহমুদুর রহমান বলেছেন: পুরো কবিতাই ভালো লেগেছে তবে শেষ লাইনটা কেমন ভালো লাগলো না।