![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রোজ কবিতা রচি কবিতার মাঝে বাঁচি, কিন্তু আমি বসত করি মৃত্যুর কাছাকাছি!
লোকাল বাসের রডে ঝুলে,
মেলায় গেলো ঠেলে ঠুলে।
মাল এক খান তুল তুলে,
পাছাটা বেশ আছে ফুলে।
সাংঘাতিক ভীড় মেলায় এবার,
ব্যপক চেষ্টা সামনে যাবার।
মালের দিকেই নজর তাহাঁর,
ইচ্ছে সামনা সামনি দেখার।
বাতাসে তার উড়ছে চুল,
মালটা সদ্য ফোঁটা ফুল।
আজ বুঝি সে করবে ভূল,
দুই কানেতে ঝুলছে দুল।
মেলা লোকে লোকারণ্য,
মালের নেশায় সে তো বন্য।
শুধু একবার ছোবার জন্য,
চেষ্টা অশেষ হবে ধন্য।
হেলেদুলে হাঁটছে কেমন,
পাছাটায় হাত বুলায় যখন।
ঘুরে সামনে দাঁড়ায় তখন,
চেয়ে দ্যাখে নিজেরই বোন।
০৫ ই মে, ২০১৯ বিকাল ৩:৪০
নূর ইমাম শেখ বাবু বলেছেন: অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন।
২| ০৫ ই মে, ২০১৯ বিকাল ৫:২৫
আকতার আর হোসাইন বলেছেন: সুন্দর লিখেছেন...
যারা মাল টাইপ অশ্রাব্য ভাষা ও ইভটিজিং করে আমার ইচ্ছা হয় তাঁদের সামনে তাঁদেরই বোনকে মাল বলে তাঁদেরকে শিক্ষা দিই। কিন্তু সেই সাহস আমার নেই।
০৭ ই মে, ২০১৯ রাত ১০:১৬
নূর ইমাম শেখ বাবু বলেছেন: আমার ও এরকমই মনে হয়। কিন্তু নিরুপায় বলে কিছুই করতে পারি না। ভালো থাকুন মিঃ হোসাইন। ধন্যবাদ আপনাকে।
৩| ০৫ ই মে, ২০১৯ রাত ১০:১১
আমি গোলাম সারওয়ার বলেছেন: মাল = পণ্য
MAL = Most attractive lady.
be positive.
০৭ ই মে, ২০১৯ রাত ১০:১৮
নূর ইমাম শেখ বাবু বলেছেন: বেশ বলেছেন।
পজিটিভ হলেই হল।
৪| ০৫ ই মে, ২০১৯ রাত ১০:২৫
মেঘ প্রিয় বালক বলেছেন: ভালো লিখেছেন নূর ইমাম ভাই। আমি আপনার পোস্ট শব্দনীড়ে পড়েছিলাম,শব্দনীড় মোডারেটর আমার নিবন্ধন বাতিল করেছেন নিম্ন মানের কারনে। শব্দনীড়ে আমার আইডির নাম ছিলো শাহাদাত হোসাইন। এখানে আপনাকে পেয়ে ভালোই লাগলো।
০৭ ই মে, ২০১৯ রাত ১০:২০
নূর ইমাম শেখ বাবু বলেছেন: আপনাকেও এখানে পেয়ে আমার ও ভালো লাগছে। তবে পাশাপাশি শব্দনিড়ে ফিরে আসুন। নিম্নমান তো আর আজীবন থাকবে না তাই না? ভালো থাকুন।
৫| ০৫ ই মে, ২০১৯ রাত ১১:৫৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
একেই বলে বুমেরাং
উচিৎ শিক্ষা একেই বলে।
নিজের বোন মানিক রতন
পরের বোন মাল!!
০৭ ই মে, ২০১৯ রাত ১০:২২
নূর ইমাম শেখ বাবু বলেছেন: এই আমাদের দৃষ্টিভঙ্গি এই আমাদের সমাজ।
ভালো থাকবেন সব সময়। মূল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ।
৬| ০৬ ই মে, ২০১৯ রাত ১২:৫৫
মাহমুদুর রহমান বলেছেন: মানুষের বিবেক কবে জাগ্রত হবে?
০৭ ই মে, ২০১৯ রাত ১০:২৩
নূর ইমাম শেখ বাবু বলেছেন: আল্লাহ্ তায়ালাই ভালো জানেন। তবে আমাদের সচেষ্ট হতে হবে।
৭| ০৬ ই মে, ২০১৯ রাত ৯:৪২
রাজীব নুর বলেছেন: বহুদিন পর আপনার ছড়া পড়লাম।
সামুর সমস্যার কারনে সামুতে ঢুকতে পারি না। ভিপিএন দিয়ে ঢুকলেও ঠিক করে কাজ করতে পারি না।
০৭ ই মে, ২০১৯ রাত ১০:২৪
নূর ইমাম শেখ বাবু বলেছেন: আমি তো ভেবেছিলাম সামু বুঝি আর আমাদের মাঝে আসবে না। পরে যখন পেলাম তখন খুব ভালো অনুভুতি হল। সামুর সাথে সাথে প্রিয় নুর ভাইকেও মিস করেছি বেশ কয়েকটা দিন।
©somewhere in net ltd.
১|
০৫ ই মে, ২০১৯ বিকাল ৩:২৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে