নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশের এক মফস্বল শহরের ছেলে আমি। ব্লগে সোনা মানিক নামে লেখলে ও আমার নাম গাউছুর রাহমান। নিন্মবিত্ত হবার কারনে সমাজের অনেক নির্যাতন নিপীড়ন এর মধ্যে বড় হয়েছি তাই সাধারন মানুষের কষ্ট কিছুটা হলে ও বুঝি তাই শোষিত মানুষের হয়ে লেখার পথ বেছে নিয়েছি।

সোনা মানিক

কথা কম বলেন বাচবেন বেশিদিন...পারলে লিখা যান...

সোনা মানিক › বিস্তারিত পোস্টঃ

\'স্বর্গ\' আর \'ফাইজলাম

১৫ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:৪৭

ঢাকা শহরে আমার একটা ছোটো ফ্ল্যাট কেনা দরকার, তাই কিছুদিন যাবৎ অনলাইনে ঢাকার ফ্ল্যাট বিক্রির বিজ্ঞাপনগুলো দেখছি।

"১০০% রেডি ফ্ল্যাট। কিনেই স্বর্গীয় সুখে বসবাস করুন।"
-ঠিক এই রকম ভাষায় ঢাকা শহরের মিরপুর ডি.ও.এইচ.এস এলাকায় একটা আকর্ষণীয় ফ্ল্যাট বিক্রির বিজ্ঞাপন দেখে আজ একটা কোম্পানিকে ফোন করলাম।

ফ্ল্যাট বিক্রেতা প্রতিষ্ঠানের কর্মকর্তা আমার ফোন ধরেই বললেন,- ফ্ল্যাটটা ১০০% রেডি, শুধু এখনো গ্যাস, কারেন্ট আর পানির সংযোগ বাকি।

আমি বললাম,- গ্যাস, কারেন্ট আর পানির সংযোগ ছাড়াই স্বর্গীয় সুখ? তাহলে নিশ্চয়ই ফ্ল্যাটে সার্বক্ষনিক মদের সরবরাহ আছে?

ভদ্রলোক রেগে গিয়ে বললেন,- ফাইজলামি করেন?

'স্বর্গ' আর 'ফাইজলামি' সম্পর্কে বাঙালির জ্ঞান আমাকে আবারও হতাশ করেছে।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুলাই, ২০২১ রাত ১০:০৫

আল-ইকরাম বলেছেন: ধন্যবাদ। রম্য স্বাদে সাম্প্রতিক বিষয়ের উপর অল্প কথায় সুন্দর উপস্থাপনা। সুস্থ থাকুন। নিরাপদে থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.