নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশের এক মফস্বল শহরের ছেলে আমি। ব্লগে সোনা মানিক নামে লেখলে ও আমার নাম গাউছুর রাহমান। নিন্মবিত্ত হবার কারনে সমাজের অনেক নির্যাতন নিপীড়ন এর মধ্যে বড় হয়েছি তাই সাধারন মানুষের কষ্ট কিছুটা হলে ও বুঝি তাই শোষিত মানুষের হয়ে লেখার পথ বেছে নিয়েছি।

সোনা মানিক

কথা কম বলেন বাচবেন বেশিদিন...পারলে লিখা যান...

সোনা মানিক › বিস্তারিত পোস্টঃ

৮১ জন অপরাধীর মৃত্যুদন্ড

১৫ ই মার্চ, ২০২২ রাত ৯:১৬

গত শুক্রবার সৌদি আরবে একসঙ্গে ৮১ জন অপরাধীর মৃত্যুদন্ড কার্যকর করা হয়েছে। এই ৮১ জন মানুষকে কি ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে, নাকি জুম্মার নামাজের পর ৪ হাত লম্বা তলোয়ার দিয়ে এক কোপে কল্লা ফেলে দেয়া হয়েছে, আমি নিশ্চিত নই। এরকম একটা ভয়াবহ খবরে ক্লিক করে বিস্তারিত পড়ার আগ্রহ আমার হয়নি। তবে ধারণা করতে পারি- একসঙ্গে এতো মানুষের মৃত্যুদন্ড কার্যকর করা সভ্য পৃথিবীর ইতিহাসে এক বিরল ঘটনা।

বাংলাদেশের কোটি কোটি তৌহিদী জনতা নিশ্চয়ই সৌদি আরবের এরকম বিচার ব্যবস্থায় মহা খুশী হয়েছেন। কারণ বাংলার তৌহিদী জনতাকে প্রতি শুক্রবার ইসলাম অবমাননা বা ধর্মানুভুতিতে আঘাতের অভিযোগে নাস্তিকদের এরকম প্রকাশ্যে মৃত্যুদন্ড দাবী করতে দেখা যায়।

কথায় কথায় সৌদি আরবের আদর্শ অনুসরণ করা বাংলার এই কোটি কোটি সচেতন তৌহিদী জনতার কাছে আমার প্রশ্ন,- দেশের ভোট ডাকাত, ব্যাংক আর শেয়ারবাজার লুটেরা, এবং হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচারকারীদের বেলায়, অথবা মাদ্রাসায় শিশু ধর্ষণের শাস্তি হিসেবে আপনারা এই আরব্য আইনের শাসন প্রয়োগ চান না কেনো?

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই মার্চ, ২০২২ রাত ১০:১০

নাহিদ ২০১৯ বলেছেন: মৃত্যু মৃত্যুই। সেটা যে পদ্ধতিতেই দেয়া হোক না কেন। ফাঁসি,ফায়ারিং স্কোয়াড,বিষ প্রয়োগ কিংবা শিরচ্ছেদ। সভ্য বিশ্বের শুরু কোথায় আর এখন এই ২০২২ সালেই আমরা কতটুকু সভ্য হতে পেরছি ? এইতো অষ্টাদশ শতাব্দীর কথা। মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য ফরাসি বিপ্লবীরা পর্যন্ত গিলেটিনের ব্যাবহার করেছিল। অপরাধীর মৃত্যুদণ্ডকে অপেক্ষাকৃত কম বেদনাদায়ক, দ্রুত ও মানবিক করার জন্যই গিলোটিনের প্রচলন ঘটেছিল। সৌদি কে অসভ্য বর্বর বলা সহজ কিন্তু এই মহান বিপ্লবীদের কি বলবেন ?

২| ১৫ ই মার্চ, ২০২২ রাত ১০:১৪

নীল-দর্পণ বলেছেন: সে দেশের সংবিধান এবং আইন অনুযায়ি বিচার হলে তা নিয়ে অন্য দেশের কারো মাথা ঘামানোয় তাদের কিছু যায় আসে না নিশ্চই।

৩| ১৫ ই মার্চ, ২০২২ রাত ১১:০০

সোবুজ বলেছেন: প্রকাশে গলাকেটে হত্যা করলে,এই অমানবিক দৃশ্য দেখে অন্যেরা শিক্ষা গ্রহন করবে।সমাজে ভয়ের বার্তা দেয়া হবে।যত বেশি ভয় পাবে ততবেশী মানবে।

৪| ১৫ ই মার্চ, ২০২২ রাত ১১:০৯

সোবুজ বলেছেন: সৌদির দিন শেষ।হাদিস থেকে সকল জংঙ্গী হাদিস বাদ দেয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরব।পতাকায় আনবে পরিবর্তন।সৌদির রাজারা নাকে দড়ি বেঁধে অন্য মাথা আমেরিকার হাতে দিয়ে রেখেছে।আরো অনেক পরিবর্তন দেখতে পাবেন।

৫| ১৫ ই মার্চ, ২০২২ রাত ১১:১৫

প্রামানিক বলেছেন: এদের প্রকাশ্যে গলা কাটতে দেখলে গা শউরে উঠে।

৬| ১৬ ই মার্চ, ২০২২ রাত ১২:৫৪

রাজীব নুর বলেছেন: সৌদিরা আজও বর্বর।

৭| ১৬ ই মার্চ, ২০২২ রাত ১:২২

ঋণাত্মক শূণ্য বলেছেন: "সোবুজ বলেছেন: সৌদির দিন শেষ।হাদিস থেকে সকল জংঙ্গী হাদিস বাদ দেয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরব।পতাকায় আনবে পরিবর্তন।সৌদির রাজারা নাকে দড়ি বেঁধে অন্য মাথা আমেরিকার হাতে দিয়ে রেখেছে।আরো অনেক পরিবর্তন দেখতে পাবেন।"

আর কতদিন অন্ধকারে থাকবেন? সৌদীতে হাদিস বাদ দেওয়ার কথাই বা কোথায় পেলেন, আর পতাকায় পরিবর্তনের কথাই বা কোথায় পেলেন?

কয়েকদিন আগে ভারত-বাংলাদেশের কিছু পত্রিকা মিথ্যা নিউজ করেছিলো যে সৌদী আরব নাকি পতাকা পরিবর্তন করছে। কিন্তু ঘটনা দেখা গেলো যে সৌদী আইন পতাকার যাচ্ছেতাই ব্যবহারের বিষয়ে কঠোর হচ্ছে। কোথায় বর্তমান পতাকাকে সম্মান দেওয়ার চেষ্টা হলো, আর আমরা মিথ্যাবাদীরা বললাম যে পতাকাই পরিবর্তন করে ফেলছে।

এমন ভাবে সেই হাদিসের কথাও খুঁজেন, দেখবেন মিথ্যার ঝুলি বেরিয়ে পড়বে।

এতদিনের পুরাতন নিউজ নিয়েও এখনও মিথ্যাচার করে বেড়াচ্ছেন?

৮| ১৬ ই মার্চ, ২০২২ রাত ১:২৪

ঋণাত্মক শূণ্য বলেছেন: জ্বী, আম্রিকার বোমা মেরে হাজার হাজার নিরাপরাধ নিরিহ মানুষ হত্যা করলে সমস্যা না। আম্রিকার হত্যাযজ্ঞে হাজার হাজার মানুষ হত্যায় সহায়তা করা ইউরোপের দেশ গুলিও খারাপ না। শুধু সৌদী সন্ত্রাসীদের ধরে হত্যা করলে সমস্যা।

বিভিন্ন ধরণের চুলকানী-খাউজানি দুনিয়ায় আছে; তাদের ঔষধও আছে। সৌদী বিষয়ক চুলকানি-খাউজানির ঔষধ কবে আবিস্কার হবে কে জানে?

৯| ১৬ ই মার্চ, ২০২২ রাত ১:২৬

ঋণাত্মক শূণ্য বলেছেন: "সোবুজ বলেছেন: প্রকাশে গলাকেটে হত্যা করলে,এই অমানবিক দৃশ্য দেখে অন্যেরা শিক্ষা গ্রহন করবে।সমাজে ভয়ের বার্তা দেয়া হবে।যত বেশি ভয় পাবে ততবেশী মানবে।"

সৌদীতে বর্তমানে মনে হয় গলা কাটা হয় না। কিন্তু আগে বহু হতো। প্রকাশ্যেই হতো। তাও জুম্মার নামাজের পর, যখন সব থেকে বেশী লোকের উপস্থিতি থাকে।

তো, মানুষ যদি দেখেই শিখে, তাহলে সৌদীতে বছরে কয়টা গলাকাটা লাশ পাওয়া যায়?

অপর পক্ষে বাংলাদেশেতো প্রকাশ্যে কাউকে ১২টুকরা করা হয় না। কিন্তু বাংলাদেশে কেন এত গলাকাটা / ১২টুকরা লাশ পাওয়া যায়? এরা কি সৌদী গিয়ে শিখে আসে? সৌদীরা শিখতে পারে না, বাঙ্গালীরা শিখে আসে ক্যামনে?

১০| ১৬ ই মার্চ, ২০২২ ভোর ৬:৫৭

সোবুজ বলেছেন: @শূণ্য,বাংলা দেশে ৯০% মুসলমানের দেশ। এতো খুন খারাপি গলা কাটা বার টুকরা করা নিশ্চয় বাইরে থেকে বিধর্মীরা এশে করে না।এদেশের মুসলমানরাই ভাইরাই করে।ব্লগারদের গলা বিধর্মীরা কাটে নাই।এই যে দুর্নীতি অপশাসন নিয়ে এতো লেখা লেখি করেন এগুলোও নিশ্চয় বিধর্মীরা করে না।বাংলা দেশের মুসলমানরাই করে।আমি বলছি না সকল মুসলমান খারাপ কিন্তু যারা করে তারা নিশ্চয় মুসলমান।

১১| ১৬ ই মার্চ, ২০২২ সকাল ৭:০৯

ঋণাত্মক শূণ্য বলেছেন: @সোবুজ, সৌদীরা যেভাবে শ্বাস্তি দেয়, সেটা দেখলে মানুষের অন্তরাত্মা কেঁপে উঠে। ঐ কাজ আর করতে যায় না। প্রকাশ্যে গলা কাটলে সেটা শিখে মানুষ গলাকাটাকাটি করে না।

বরং গুরু পাপে লঘু দন্ড বা দন্ড না হওয়াতে মানুষ খারাপ কাজের দিকে বেশী ঝুকে।

১২| ১৬ ই মার্চ, ২০২২ সকাল ৮:৫১

নেওয়াজ আলি বলেছেন: ওরা জালিম ওরা বর্বর

১৩| ১৬ ই মার্চ, ২০২২ দুপুর ১২:১৬

রাজীব নুর বলেছেন: দুবাই আজ এত উন্নত কারন তাঁরা ধর্মকে দূরে সরিয়ে রাখতে পেরেছে।
খুব শ্রীঘই মধ্যপ্রাচ্যের সব দেশ গুলো দুবাইকে ফলো করবে। এবং সাফল্য পাবে।

১৪| ১৬ ই মার্চ, ২০২২ দুপুর ১২:৩৩

রানার ব্লগ বলেছেন: আরবরা জাতিগত ভাবে বর্বর !!!! এদের যারা অনুসরন করে খেয়াল করে দেখবেন এরাও বর্বর !!! আমি কিছু এই রকম মোল্লাদের দেখেছি যারা আরবদের অনুসরণ করে এদের আচরন খুবি ভয়াবহ এদের চোখ , মুখ, শরীরের ভাষা সবই উগ্র , মনে হয় এখনি আপনার গলাটিপে দেবে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.