![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সোহান নামের একটা ছেলের চোখ উপড়ে, হাত পা কেটে মেরে ফেলেছে কিছু manush রুপী জানোয়ার।
দু:খ আমাদের,আমরা কেউ সোহানের ভাই হয়ে বিচার চাইতে পারি না।
আমরা সবাই তনুর ভাই
তনু হত্যার বিচার চাই
এই বিচার চাইতে গিয়ে পুরা দেশ আমরা কাপিয়ে দিয়েছি।কিন্তু আজ সোহানের জন্য তোমার কলম চলেনা কেন বন্ধু? কী-বোর্ডে ঝড় উঠেনা কেন?!
কেন আজ ব্যানারের সামনে দাঁড়িয়ে সেল্ফি তোলারও শখ হয় না তোমার!
এভাবে মানবতাবাদী হওয়া যায়না বন্ধু।
খুঁজে খুঁজে বিচার চাইতে গিয়ে নিজেই আসামি হয়ে যেও না।
নিষ্পাপ হও আর পাপীই হও,বিচারের দিন সোহানদের তরজুনি যেন তোমার দিকে না থাকে ঐটা মাথায় রাইখ।
©somewhere in net ltd.
১|
২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:০৮
তট রেখা (১) বলেছেন: তনুর ভাই হলেতো অনেক সুবিধা। মিডিয়া কাভারেজ পাওয়া যায়। নারীবাদি প্রগতিশীল বলে নিজেকে দাবী করা যায়। সেনাবাহিনীর বিরূদ্ধে গিয়ে বিপ্লবী হওয়া যায়। সোহানের পক্ষে লিখলেতো এ সকল সুবিধা পাওয়া যাবেনা, বরং কোনো এক বিশেষ পক্ষ বা দেশের বিরাগভাজন হবেন। সত্য কথা বলার অপরাধে আপনার নিক ব্যানও হতে পারে।