![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেবল এই সত্যটুকু জেনো, মানুষ হয়ে জন্ম আমাদের ধর্ম করেছে বন্য
ঘুম ভাঙ্গলেই কাঁচা রোদের দিকে
তোমার প্রথম যে তৃষিত নিনাদ যায় উড়ে
আমি তার সমস্ত আলপনা,
কল্পনাতীত মুগ্ধ দৃষ্টির আলিঙ্গনে
আমি তাই ঝরে ঝরে ঝুলে থাকি তোমাদের ধ্রুব বারান্দায়।
মানুষ ব্যর্থ হয় শুনেছি
আমি তো মানুষ ছাড়িয়ে কিছু অশান্ত কল্পনা তোমার,
সকল ধ্বংসের অস্ত্র আমি
ক্ষুধা অথবা আকাঙ্কার চুড়ান্ত অঙ্গার
অরণ্য অন্ধকার হয়ে হয়ে আমি তোমার নিত্যবন, চেতনা সন্তান।
তোমার গাঁথা ছেঁড়া মালিকা সকল
চপল চাঁদের দিকে মৃণাল মৃত্যু হয়ে দৌড়ে যায় প্রতিদিন,
অনন্ত সঙ্গম স্পৃহায় তোমার স্পর্শলোভী হাত
রাতদিন - দিনরাত অপসৃত
স্বভাব ঔদাস্যে আমি চমকালো বিদ্যুৎ যেন তোমার খোঁপায়।
ওগো অনধিকার, ভস্ম কিংবা রোদ
দুর্দান্ত দ্বৈধ পথে হেঁটে আমাকেই রেখেছ তোমার ঐশ্বর্যের বিশ্ব মনবোধ।
২| ২৮ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:০১
রাজীব নুর বলেছেন: কবিতায় কঠিন শব্দ ব্যবহার করলেই কবিতার গভীরতা বেড়ে যায় না।
৩| ২৮ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:৩৫
বিজন রয় বলেছেন: মনে হলো আগুনে পুড়ে পুড়ে শেষে বোধোদয় হলো।
কিছু বানান ঠিক করে দিন।
৪| ২৮ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:৩৪
বাকপ্রবাস বলেছেন: চাঙ্কু বলেছেন: কডিন কোবতে! আফসুস
©somewhere in net ltd.
১|
২৮ শে আগস্ট, ২০১৮ ভোর ৫:৪৫
চাঙ্কু বলেছেন: কডিন কোবতে! আফসুস