![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেবল এই সত্যটুকু জেনো, মানুষ হয়ে জন্ম আমাদের ধর্ম করেছে বন্য
পরিচালকের দৃষ্টি আকর্ষণ করছি.....
একখানে এটি আমার দ্বিতীয় একাউন্ট। একই নামে আমার প্রথম একাউন্ট টি সম্ভবত ২০১০/২০১১ এর দিকে করা হয়েছিলো। অন্য অনেক ব্লগ সাইডে অনিয়মিত হয়ে আমি এই সাইডে নিয়মিত ভাবে লিখে যাই। কিন্তু বড়ই দুঃখজনক ভাবে পাসওয়ার্ড পরিবর্তনের চেষ্টা করতে যেয়ে আমার নামের একাউন্ট থেকে আমি কিভাবে যেন লগ আউট হয়ে যাই। শত চেষ্টা করেও আর লগ ইন হতে পারিনি। আমার দীর্ঘদিনের অনেক লেখা ওখানে পড়ে আছে । আমি লগইন করতে গেলেই আমার ইমেইল ভুল দেখায়। যদিও আমার আর কোন দ্বিতীয় ইমেইল ছিলোনা। আমার ঐ একাউন্ট [email protected] এই ইমেইল দিয়ে খুলা হয়েছিলো এবং আমার ইউজার ন্যাম ছিলো koyesbakul। ঐ একাউন্টে আমার মোবাইল নম্বর দেয়াছিলো ০১৭২০৫৯৫৮৯৪ যা বর্তমানে আমি প্যারিস অবস্থান করার কারণে বন্ধ আছে। দয়া করে আমার পুরাতন একাউন্ৎা ফিরে পাবার ব্যবস্থা করার আকুল মিনতি করছি।
২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৫৮
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: [email protected] এই ঠিকানায় আপনি মেইল করে বিস্তারিত জানান। এই ধরনের পোষ্ট প্রথম পাতায় প্রকাশিত হয় না। মেইলে আপনার ব্লগ লিংক, আপনার বর্তমান ইমেইল ঠিকানা যুক্ত করে দিলে ব্লগ টিম এই ব্যাপারে দ্রুত ব্যবস্থা গ্রহন করবে।
৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৪:৫০
কয়েছ আহমদ বকুল বলেছেন: ধন্যবাদ, যদিও আমি ইতিমধ্যে এই মেইলেই আমার সমসয়াটি জানিয়েছি তবুও আমার লিখছি।
©somewhere in net ltd.
১|
১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৪৩
চাঁদগাজী বলেছেন:
ফ্রেন্চ ভাষায় এডমিনকে একটা চিঠি লিখলে ভালো হবে।