নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসুক শুভ্র সকাল, আসুক আবার শুদ্ধ সময়..
মৃত আগ্নেয়গিরিতে সৈনিক ধাবমান,
অপহৃত ভাস্কর দাবানল লাভা নগরী
অগ্নি-উৎপাতের দঙ্গলে লাথ মেরে
নক্ষত্রের প্রতীক্ষা, স্পন্দন ,আমার জন্ম ভিক্ষা।
আজকাল কালে-ভদ্রে জেগে ওঠে সংকুল দেহের নিঃশ্বাস,
যে কিনা ঘুট ঘুটে আমবশ্যায় হিমাংকের ফ্রিজারে
হাত উঁচু করাতে যুদ্ধের পরীক্ষা; দামামা বাজছে-
আমি শপথ করিতেছি যে আমৃত্যু জন্মভূমির সেবা করিয়া যাইব।
আস্ফালনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট সৈনিক
স্পন্দিত শহরের উরুতে বসে ছিল,
প্রাণ ধকধকে সামান্য পরিহাস
অপরিহার্য প্রাককথন অনিবার্য আঙিনা।
আমার কিছুই করার নেই জননী,
তাপসী ভাস্বর জনম জন্মতিথি,
আবির্ভূত সময় শঙ্খনীল গুহে
রক্ত দাহ ক্যাম্পাস তখনও চলছিল।
কাল বৈশাখী যদি মাঘের আসরে বসে,
অহেতুক অকৃপণ অহেতুক শিক্ষক
পাদ পদ্মে বলে ওঠে - জন্মভূমির শিখা
আমাকে বিশ্রাম দাও ওহে জন্মান্তর জন্মতিথি।
প্রশ্নবোধক উচ্চারিত পরিশ্রান্ত শপথ চলতে থাকে,
কখনো বা গির্জাতে মন্দিরে তৃতীয় শ্রেণীর ধর্ম পুস্তকে;
খুঁজতে খুঁজতে তাল পরে দিদিমণির উঠোনে,
শবদাহ , টপ টপে বড়ই, অর্ধ রুদ্র শিক্ষানবিস।
আমি বড় হই আরো বড় যেখানে শরীরের নার্ভ গুলো
চুষে নেই নির্লিপ্ত অন্ত রস, আমি ঘ্রাণ নেই জন্মান্তরের
বিশ্বাসের ভেতরে প্রেমের যে অনেক গুলো মানে আছে,
ভেতরে নেই আস্তে, অতি ধীরে, টাইম কার্ডের চট চটে থলে।
আমিটা বড় হতেই থাকে ধীরে ধীরে,
অতি ধীরে স্নায়ু চলতে থাকে বুজতে থাকে,
আমিটা অবুঝ হয় সময় ঘনিয়ে আসে,
আমিটা বুঝতে থাকে, আমিটা শেষ হয় মিশে যায়........
অতঃপর: আমিটা চোখ মেলে দেখে রক্তমাখা ক্যাম্পাস,দাহের সূর্যে নুইয়ে পতাকা..
আলমারোড
এনফিল্ড..
১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৫
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: পাঠ করার জন্য ধন্যবাদ............শুভ কামনা ......শুভ রাত্রি...
২| ০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৬
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
অনেক দিন পর। ভাল লেগেছে।
শুভ ভোর
১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২১
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: হুম স্বর্ণা .......... বৈদেশ একটা জটিল জায়গা........... সময় করে বসলে সময হয় না.......এক হাসান ভাইয়ের একটা লেখা পড়তে গেলেই রাত কাবার...........কি লিখব....আর কি পড়ব........বাই দা ওয়ে .........শুভ কামনা /......
৩| ০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন: পুরা ছারখার কবিতা দেখি!! একটা ফিলিং নিয়া গেলাম, বলা যাবেনা অবশ্য.....
১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩১
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: পথিক ভাই পথিক ভাই কি ফিলিং নিয়া গেছেন কইন্চেন.......ধন্যবাদ.........
৪| ০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৫
ৎঁৎঁৎঁ বলেছেন: ভালো লাগল। সুন্দর!
১১ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৯
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: অনেক অনেক ধন্যবাদ...........অদ্ভুৎ আপনার নিক.......আসছি আপনার ব্লগে...........
৫| ০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৯
রাইসুল নয়ন বলেছেন: অসাধারণ !!
তিন বার পড়লাম, এখনও অনেকটা বুঝিনি ।
আবার আসতে হবে ।।
ভালো থাকুন ।।
১১ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৪১
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: হুম.......একটু গোলমেলে সহজ........ক্যাম্পাস, রক্ত,রাজনীতি, দিদিমাদের খেলা, দাদুদের বিষাদ আচরন........এই আরকি..................অনেক অনেক ধন্যবাদ পড়ার জন্য,.........শুভ কামনা........সবসময়ের জন্য.........
৬| ০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৭
মুনসী১৬১২ বলেছেন: ধোঁয়াশা ধোঁয়াশা
কুয়াশা কুয়াশা
শীতল সব ভালোবাসা
ঘোর লাগা কবিতা.............
১১ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৪২
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: মুনসী ভাই যে...............সবাই তো আমরা ঘোরের মধ্যে............ঘোর লাগা......ভালো থাকবেন.....অনেক অনেক ভালো.........
৭| ০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৩
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
প্রশ্নবোধক উচ্চারিত পরিশ্রান্ত শপথ চলতে থাকে,
কখনো বা গির্জাতে মন্দিরে তৃতীয় শ্রেনীর ধর্ম পুস্তকে;
খুঁজতে খুঁজতে তাল পরে দিদিমনির উঠোনে,
সবদাহ , টপ টপে বড়ই, অর্ধ রুদ্র শিক্ষানবিস।
মুগ্ধপাঠ কবি।
১১ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৩
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: অনেক ধন্যবাদ সরকার ভাই........নিকটা কিন্তু জটিল হইছে.........শুভকামনা..........
৮| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৭
হাসান মাহবুব বলেছেন: চমৎকার...
১১ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৩
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: হাসান ভাই বকা সকা না করলে যে, ভয় লাগে যে...................
৯| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৫
শহিদুল ইসলাম বলেছেন: হুম , আমিটা
চমৎকার !
১১ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৪
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: আমিটা বেসামাল..........আসছি......আপনার লেখা মিস করছি....
১০| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:২৫
অপূর্ণ রায়হান বলেছেন: অসাধারণ কবিতা ++++++++++
ভালো থাকবেন
১১ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৪
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: ধন্যবাদ....শুভ কামনা.......... পূর্নতা পান সবকিছুতা.............
১১| ১১ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৯
রেজোওয়ানা বলেছেন: এটা খুব চমৎকার লাগলো
আর
বানানে কিছুটা কি উন্নতি হইসে নাকি?
১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০৭
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: আমার তো মনে হয় চেষ্টা করছি বানান ঠিক করার জন্য কি বলেন আপু..............ফেলুদার পোষ্টটা দারুন হইছে.......
১২| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৯
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: চমৎকার !
১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০৭
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: ধন্য হলাম....
১৩| ১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৬
সায়েম মুন বলেছেন: চমৎকার। সুন্দর বুননের একটা কবিতা।
১৩ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:২৩
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: সায়েম ভাই যে শুভ নব বর্ষ ............
১৪| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৪
নীলঞ্জন বলেছেন: ভালোলাগা রইল।++
শুভ কামনা।
১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:৫৭
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: অনেক ধন্যবাদ............
১৫| ২৩ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৪৩
ভিয়েনাস বলেছেন: চমৎকার সুন্দর ভরাট একটা কবিতা পড়লাম
লাকি সেভেন ভালো লাগা ব্রো
২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১২
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: অনেক ধন্যবাদ ব্রো..............
১৬| ২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১০
নস্টালজিক বলেছেন: স্পন্দিত শহরের উরুতে বসে ছিল,
প্রান ধকধকে সামান্য পরিহাস
অপরিহার্য প্রাগকথন অনিবার্য আঙিনা।
সুন্দর!
তুহিন, খবর কি? কেমন চলছে বিষাদ শহরে জীবনযাপন?
২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:০২
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: অসুস্থ রানা ভাই....তুষারের ঠান্ডা এখন বুকে........বিষাদ শহর রক্ত চোষা ,রানা ভাই/////
১৭| ২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫১
সোনালী ডানার চিল বলেছেন:
খুব ভালোলাগলো কবিতা।
চমৎকার এবং সুন্দর!!
শুভকামনা আপনার জন্যে.....................
২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:০৪
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: ধন্যবাদ........মনে হচ্ছে অনেকদিন পর আসলেন.........ধন্য হলাম......
১৮| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৮
মাসুম আহমদ ১৪ বলেছেন: সুন্দর কবিতা
২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:০৪
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: ধন্যবাদ.......আসা আর পড়ার জন্য ধন্যবাদ........
১৯| ২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৪
মুসাফির৭৫৮৪ বলেছেন: মাম্মা কবিতা সেইরাম। তুমি কিন্তু আমার দলে আছ আর আমগও পার্টির নাম মাম্মা পার্টি। আর পার্ট৮র স্লোগান-আন্রা কঠিন চিজ।
২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪০
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: হা হা হা আন্রা কঠিন চিজ/..
২০| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০২
শায়মা বলেছেন: অনেক অনেক ভালো লাগা!
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৯
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: অনেক অনেক ধন্যবাদ.....আপু........ভালো থাকুন.....
২১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪১
যাযাবর৮১ বলেছেন:
গণদাবি একটাই
আবার জেগেছে তারুণ্যের প্রজন্ম
দ্বিধা ভেদ ভুলে জাগরণের জন্ম,
কবে কে দেখেছে এই বাংলার বাঘ
শাবাশ জনতা ঐ জেগেছে শাহবাগ।
আলোকিত প্রাণ প্রজন্ম চত্বরে
বিকশিত গান খুঁজছে সত্তারে,
আর নয় ভুল, মুক্তির স্লোগান
ধূম্র ধূসরে ফাগুনের জয়গান।
ঘৃণায় আক্রোশে জানায় যে ধিক্কারে
গণদাবি আজ প্রদৃপ্ত হুঙ্কারে,
জেগেছে জনতা, বিচার এবার চাই
ফাঁসি, ফাঁসি, ফাঁসি, গণদাবি একটাই।
২২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৬
যাযাবর৮১ বলেছেন:
কলঙ্ক মুক্তি চাই (গীতি কবিতা)
বসন্ত আজ যে আবার এসেছে
আগুন ঝরা উত্তাল বানে
ধূসর জীবনের পাতায় পাতায়
রক্ত রাগে দ্রোহের গানে।
জাগরণ জেগেছে নব প্রজন্ম
প্রদৃপ্ত প্রজন্ম চত্বর
আবার জনতা খুঁজে পেয়েছে পথ
চাইছি আবার একাত্তর।
হৃদয়ে বসন্ত জ্বলছে আগুন
গণদাবি আজকে একটাই
জাগে বাংলাদেশ দৃপ্ত স্লোগানে
কলঙ্ক মুক্তি চাই।
০৩ রা এপ্রিল, ২০১৩ ভোর ৬:৪৯
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: কবিতা গুলো সুন্দর..লিখতে থাকুন ........... শুভকামনা..........
২৩| ২০ শে মার্চ, ২০১৩ রাত ৩:৩৯
আরজু পনি বলেছেন:
বাহবা! পড়ছিলাম আর অবাক হচ্ছিলাম।
দারুণ!
০৩ রা এপ্রিল, ২০১৩ ভোর ৬:৪৯
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: ধন্যবাদ.. অনেক দেরি হয়ে গেল......
২৪| ২১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩
রাহি বলেছেন: এক কথায় চমৎকার! আছেন কেমন?
০৩ রা এপ্রিল, ২০১৩ ভোর ৬:৫০
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: চলিতেছে পথ, ..... ধন্যবাদ অনেক..........রাহি ভাই আসছি.......
©somewhere in net ltd.
১| ০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১৭
এহসান সাবির বলেছেন: বেশ সময় নিয়ে পড়লাম, ভালো লেগেছে।