নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসুক শুভ্র সকাল, আসুক আবার শুদ্ধ সময়..
কতটা মত্ত? লোহা না মদ ? সংযম বই পুস্তক?
শ্মশান তন্দ্রা রাজ গৃহস্থ, মস্ত চন্দন চিতার আগুন;
ঝিঝি পোকা, চার ফুট বাই চার ফুট মৃত্তিকা দেয়াল;
অলস বই, ক্ষিপ্র টিআরপি, নিউরন আলোড়ন।
মজ্জার ঝাউ বনে আবার না হয় স্পাম এল নতুন দাগে;
নগ্ন লাফানো শকুন অট্ট হাসি শব জামা মাংস যন্ত্রণা,
প্রলাপের মত বেঁচে থাকা বোঁধ শূলাক্রান্ত
গলিত শিশা ক্ষুধার নিচে বলি - ফিনকি পিন্ড।
নব শ্রাবণে নব্য শিশু শ্রান্ত জীবন বদ্ধ রোদন
মিডিয়াতো বলছেই শরীর তো চলছেই রতিসুখসারে
পিন্ডতো জ্বলছেই, টিআরপি তো চলছেই,ব্যারাকুডা জলে
কি দরকার বেঁচে থাকা ঝক ঝকে দাঁত কারেন্ট জালে ।
ইন্দ্র প্রলাপ, মুদ্রা গন্ধ, জিঘাংসা রক্ত স্নান,
অতপর নব্য শিশুর প্রত্যাবর্তন,অভিসার রাজন;
আর কত লুপ্ত বাসনা রুদ্ধ ভেতরে তেতে আসে মৃত পাখি
উদগ্রীব উর্ণজালে রাত্রি ধাক্কা খায় লোমশ চেতনায়
এ বলছে ও বলছে কে বলছে কে চলছে ওই অলিতে এই গলিতে,
অর্বাচীন ভেতর ,অর্বাচীন চেতনা, প্রলাপ তোলে আরো ভেতরে কুন্ডে,
একটি চিলতে শ্রোত নামছে পিঠে শির:দাঁড়া অখন্ড জীর্ণতা
মানুষ হা মানুষ কি মানুষ সেই বালক জানেনা মগ্ন টিআরপি জীর্ন বোধ।
পূর্ব রাজাবাজার, ঢাকা
১:৩০ অন্ধ রাত। সাত-চৌদ্দ-দুই হাজার পনের।
২| ১৬ ই জুলাই, ২০১৫ দুপুর ১:০৩
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: অনেক ধন্যবাদ<< অনেক দিন ব্লগে বসা হয় না। অনেক দিন অনেক দিন। হুম ভালো আছি। শুভ ঈদ......
৩| ৩০ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:২১
শায়মা বলেছেন: ছবিটা দেখলেই মন খারাপ হয় ভাইয়া।
১২ ই আগস্ট, ২০১৫ রাত ১২:০৯
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: দৃশ্যটা ভয়ংকর হলেও বাস্তবতায় প্রবাহমান। কিছুই করার নেই আপু...... অতপর শুভকামনা ......... ভালো কাটুক সবসময়।
৪| ০৫ ই আগস্ট, ২০১৫ রাত ১০:০২
রাইসুল নয়ন বলেছেন: আমাদের আর কুকুরের ব্যবধান শুধু ঐ অবয়ব আর ঘ্রাণ।।
আপনার ই মেইল অ্যাড্রেস টা পেতে পারি?
১২ ই আগস্ট, ২০১৫ রাত ১২:১০
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: [email protected] .... দিলাম.... আশা করি ভালো আছেন।
৫| ১০ ই আগস্ট, ২০১৫ রাত ১২:০৯
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +
১২ ই আগস্ট, ২০১৫ রাত ১২:১১
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: অনেক দিন পর সেলিম ভাই। শুভকামনা সবসময়।
৬| ২০ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:১৯
এহসান সাবির বলেছেন: আপনি কেন নিয়মিত লেখেন না?
২৮ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:১৮
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: লিখছি তো। কিন্তু প্রকাশ করা হয়না। ব্লগে নিয়মিত হতে পারছিনা। সামুটা আসলে আগের মত নেই... ধন্যবাদ সাবিল.
©somewhere in net ltd.
১| ১৪ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৫১
সুমন কর বলেছেন: কেমন আছেন? একদম ভিন্ন এবং চমৎকার কবিতা।
১ম+।