নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসুক শুভ্র সকাল, আসুক আবার শুদ্ধ সময়..
কাগজের কবিতায় এখন বাইনারী ডেসিম্যালের আস্তরণ
ডিজিটাল প্রসবে দুয়ার কোথায় মুক্তি খোজে সন্তরণ।
রবার্ট দয়াল রিপ্পি হেন্গার লেনে আছে কিনা জানিনা
এ অবস্থায় থাকলে হয়তো পথ্যের কোন অভাব হতনা
ভ্রান্ত প্রসব বেদনায় কম্পমান প্রকৃতি আবারো
অন্যরকম আবহে চলে পিচ-ঢালা পথে যেখানে
হাপিত্তাশের দল পুনরায় বসে থুথু ছিটায় চুমুর গন্ধে
আংশিক কুলি না করা চোয়ালে আর কীইবা আছে
আজ বড় পা চাটার দিন কুকুরের লালায় আগুন ফোটার দিন
হোকনা ডাস্টবিন লাস্যময়ীর স্পাম আটা মধ্য গোপন সিন!
লিখতে লিখতে পথের কাঙ্গাল প্রসব আস্ফালন আর দগ্ধ নস্ট মরফিন
খিচুনি উঠছে আতুর ঘরে ফেনা উঠছে ফেনিল সাগরে বেসামাল সুদিন!!!!
কবর স্থানের গলি...... ঢাকা...মধ্য রাত.... ১০/০৫/১৭
২৭ শে মে, ২০১৭ রাত ১২:০২
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: হুম--রাজা বাজার।
২| ০৩ রা জুন, ২০১৭ রাত ১১:২৭
সুমন কর বলেছেন: কঠিন কিন্তু !!
০৭ ই জুন, ২০১৭ বিকাল ৩:১৫
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: ধন্যবাদ অনেক। কেমন আছেন সুমন দা। অনেক দিন পর...
৩| ২১ শে জুন, ২০১৭ বিকাল ৩:৪৭
বিজন রয় বলেছেন: লিখতে লিখতে পথের কাঙাল হওয়া ভাল।
কবিতার মতো বেসামাল হওয়া ভাল।
একটি ভাল কবিতার পড়ে গেলাম।
বরাবরের মতো।
আপনি খুব কম পোস্ট করছেন আজকাল।
শুভকামনা রইল।
১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৪০
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: অনেক অনেক ধন্যবাদ বিজন দা। ভালো আছেন নিশ্চই। কেন জানি পোস্ট দেয়া হয়না সামুতে আজকাল।
৪| ১১ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:০০
সেলিম আনোয়ার বলেছেন: ভ্রান্ত প্রসব বেদনায় কম্পমান প্রকৃতি আবারো
ভূমিধ্বসের কথা মনে পরে গেল ।
১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৪১
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: হুম। আসলেই তাই। অনেক দিন পর। অনেক অনেক দিন পর উত্তরটা দিলাম। দু:খিত। বসা হয়না....................
৫| ১৬ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:০৮
দেশ প্রেমিক বাঙালী বলেছেন:
ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।
১৯ শে অক্টোবর, ২০১৭ সকাল ৭:২৪
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: ধন্যবাদ অনেক। শুভকামনা সবসময় পাওয়া হয়না ...............দীপাবলির শুভেচ্ছা।
৬| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১:২৬
মেহেদী হাসান তামিম বলেছেন: আলোকিত হলাম আপনার অক্ষরবৃত্তের নিপুণ ছন্দের এ কবিতা পড়ে
২৭ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:১৩
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: শুভ কামনা নিরন্তর। আসছি আপনার ব্লগে।
৭| ১৫ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩১
মোঃ মাইদুল সরকার বলেছেন: ভাল হইয়াছে যে-লিখাটা।
১৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:৪৭
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: হুম...................ধন্যবাদ।
৮| ০২ রা আগস্ট, ২০১৯ দুপুর ১:৩৩
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।
©somewhere in net ltd.
১| ২১ শে মে, ২০১৭ বিকাল ৪:৫৪
হীরক মুশফিক বলেছেন: কবরস্থানের গলি!!!