| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর
	আসুক শুভ্র সকাল, আসুক আবার শুদ্ধ সময়..
 
টলমল টলমল সারাদিন রোদ তামাটে সভ্যতা
এ পাশ ওপাশ দুপাশ তারপর হালকা চাপ
উল্টিয়ে দেখুননা ওপারে কি আছে আশ পাশ 
পরটা নিশ্চয়ই পাকস্থলীতে? শৌচ ক্রিয়া কবে হবে?
প্রতিদিনকার সকাল  বালিশ আর ঘুম জল কামান
কাক স্নানের ঝাপটা মেরে তারা বেশ ভালোই আছে
সুকতলায় কার যেন রক্ত লেগে থাকে রাত বিঁড়েতে
আহা ছাত্র কামলা হবার  যুদ্ধ দেখুননা কে হাসে আড়ি পাতে।
কবর স্থানের গলি। ধব ধবে রোদ আর পোড়া মাংসের গন্ধ।
১ শ্রাবণ ১৪২৫
 
১৭ ই জুলাই, ২০১৮  বিকাল ৩:৩৯
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: ধন্যবাদ ...... অনেক অনেক শুভকামনা
২| 
১৬ ই জুলাই, ২০১৮  বিকাল ৩:৪৯
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
 
১৭ ই জুলাই, ২০১৮  বিকাল ৩:৪০
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: অনেক অনেক ধন্যবাদ রাজীব সাহেব.
৩| 
১৬ ই জুলাই, ২০১৮  বিকাল ৩:৫৭
চঞ্চল হরিণী বলেছেন: "আহা ছাত্র কামলা হবার যুদ্ধ দেখুননা কে হাসে আড়ি পাতে"।  ![]()
  ভালো লিখেছেন কবরস্থানের গলিতে বসে।
 
১৭ ই জুলাই, ২০১৮  বিকাল ৩:৪৩
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: ধন্যবাদ হরিণী। আহ একটা চাকরী.................................হয়তো একদিন ইতিহাস!!!
৪| 
১৬ ই জুলাই, ২০১৮  রাত ১০:৪৩
সুমন কর বলেছেন: অনেক দিন পর, কবিতা ভালো লাগল। 
+।
 
১৭ ই জুলাই, ২০১৮  বিকাল ৩:৪৩
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: সুমন দা। চেষ্টা তো করছি কিন্তু ব্লগে দিইনা। শুভ কামনা দা........
৫| 
১৭ ই জুলাই, ২০১৮  রাত ১২:৪৪
ভ্রমরের ডানা বলেছেন: 
বাস্তবিক কবিতা! জীবন আর জীবিকার সংগ্রামী কবিতা! বেশ ভাল হয়েছে! শুভকামনা কবি!
 
১৭ ই জুলাই, ২০১৮  বিকাল ৩:৪৪
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: বাস্তবতা চলছে ...............................................ধন্যবাদ পড়ার জন্য ডানা..........
৬| 
১৭ ই জুলাই, ২০১৮  বিকাল ৪:০৩
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
চাকরী হলে মনে হবে আহা! এটার জন্য কিই না করছি ?
সুসময় আসুক।
 
২১ শে জুলাই, ২০১৮  সকাল ৯:৪০
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: সুসময় আসবে। ফাগুন আসবে হয়তো বসন্তও...
©somewhere in net ltd.
১|
১৬ ই জুলাই, ২০১৮  দুপুর ২:৩০
স্রাঞ্জি সে বলেছেন: সুন্দর কাব্য।