| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর
	আসুক শুভ্র সকাল, আসুক আবার শুদ্ধ সময়..
 
তুই চুষছিস চাল তেল, ঘরের খাবার, পরের খাবার;
তুই লুটছিস অক্সিজেন, আমার টাকা আমার জীবন, 
তুই রাজাকার তুই জানোয়ার ,তুই খাচ্ছিস আমার দেশ;
আমি জনগণ আমি সাধারণ এটাই আমার বাংলাদেশ।
রক্তচোষা আর শকুনের  হাতে যখন জিম্মি মানবিক আর্তনাদ তখন থক থকে বোটকা গন্ধ শরীর মন কাঁপে,
 খুবলে খুবলে খাওয়া আত্মার  চিৎকার মগজের মধ্যে লাগে, 
দম বন্ধ হয়ে মৃত্যু যন্ত্রণার নিদারুণ কষ্ট এলোমেলো হাওয়ার নাচনে নাচতে থাকে চোখের সামনে;
 এত এত মৃতদের মাঝে আমি জীবিত ভাবতে অবাক লাগে!
 স্ট্রেচারে শুয়ে একটু খানি অক্সিজেন মাখা বাতাসের অপেক্ষায় প্রহর কাটে কত জীবিত প্রাণ,
 হিসেবের খাতাটা উল্টে দেখলে ঈশ্বর নিশ্চয়ই বুঝতে পারবেন; 
 বুঝতে পারবেন সেই  মানুষটির বাঁচার আকুতি  আসলে এক একজন শূয়রের বাচ্চার কাছে। 
ধিক তোদের থু তোদের।
২৯ জ্যৈষ্ঠ, দুপুর.হাতির ঝিল..
 
১১ ই জুন, ২০২০  সন্ধ্যা  ৬:১১
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: সোজা কথা আর পারা যাচ্ছেনা । অনেক ধন্যবাদ .. অনেকদিন পর.....কেমন আছেন?
২| 
১১ ই জুন, ২০২০  বিকাল ৫:৪৭
আখেনাটেন বলেছেন: অব্যবস্থাপনা ও ইতরপনার ফল জাতি ভোগ করছে। ট্রাম্পের কারনে যুক্তরাষ্ট্র আর এখানে... ![]()
 
১১ ই জুন, ২০২০  সন্ধ্যা  ৬:১২
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: দম বন্ধ করা পরিস্থিতিতে কোন মানুষ বাঁচতে পারেনা.........
৩| 
১১ ই জুন, ২০২০  রাত ৯:২৬
নেওয়াজ আলি বলেছেন: থুথু দিলে ওরা চেটে খেয়ে ফেলবে।
 
১২ ই জুন, ২০২০  রাত ১২:১৭
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: হাহাহা.........আসলেই ঠিক..........
৪| 
১২ ই জুন, ২০২০  রাত ৩:২৮
রাজীব নুর বলেছেন: জটিল কবিতা।
 
০৯ ই সেপ্টেম্বর, ২০২০  রাত ৯:৫৩
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: সহজ করে লিখতে গিয়েও আজকাল জটিল হয়ে যায়.। কি করিব ভেবে না পাই.।
©somewhere in net ltd.
১|
১১ ই জুন, ২০২০  বিকাল ৫:৩১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: লাস্ট লাইনে এসে ভাষা হারিয়ে ফেললাম। বাকরুদ্ধ।