নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অমি হাসান নামেই আমি পরিচিত

মুক্তিযুদ্ধ আমাদের অহংকার, ধর্মান্ধতা ও দলান্ধতা মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী।

বাংলার হাসান

অমি হাসান নামেই আমি পরিচিত এই নামে অন্য ব্লগার থাকায় হয়ে গেলাম বাংলার হাসান। ইতিহাস হলো একটি জাতির দর্পন। ইতিহাস অসচেতন জাতি কোন দিন প্রকৃত দেশপ্রেম ও জাতীয়তাবোধে উজ্জীবিত হতে পারে না।

বাংলার হাসান › বিস্তারিত পোস্টঃ

"জয় বাংলা" শ্লোগাণ কি আওয়ামী লীগের রেজিষ্ট্রিরি করা সম্পদ?????????

০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৪

"জয় বাংলা" শ্লোগাণ কি আওয়ামী লীগের? জয় বাংলা বললে কেন আওয়ামী হবে? এই যে আমাদের দেশে এখন "জয় বাংলা" শ্লোগাণকে আওয়ামী লীগের রেজিষ্ট্রিরি করা সম্পদ মনে করা হয় আসলে এইটা কি ঠিক? "জয় বাংলা শ্লোগাণের" প্রকৃত ইতিহাস কি? এর যাত্রা পথ কোথা থেকে শুরু তা কি আমরা কেউ জানি? এমন কি ৭০ ও ৭১ এর শুরুতে "জয় বাংলা" শ্লোগাণ কেউ দিলে আওয়ামী লীগের নেতারা ধরে ধরে মারত। এমন একটা সময়ও এই "জয় বাংলা" শ্লোগাণ কেউ দিলে তাকে হিন্দু বলা হত, এমন এক শ্লোগাণ "জয় বাংলা"।



আজ দেশের শতকরা ৯০% মানুষ মনে করে "জয় বাংলা" শ্লোগাণ আওয়ামী লীগের রেজিষ্ট্রিরি করা সম্পদ। "জয় বাংলা" কি এবং এর শুরু কি ভাবে প্রমান সহ ধারাবাহিক লিখব।

মন্তব্য ৩২ টি রেটিং +১/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৩

রবিন-৭৭ বলেছেন: কখনই না। এটা দলমত নির্বিশেষে সকলের শ্লোগান।

কেউ যদি কয় এটা আম্লীগের তাইলে থাবর

০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:০৫

বাংলার হাসান বলেছেন: ঠিক

২| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৯

রাফা বলেছেন: জয়বাংলা আপামর জনগণের শ্লোগান।শধু জামাত/শিবির আর বর্টমানে ছাগিয়তাবাদি বাদ দিয়ে।

এটা মেহনতি মানুষের শ্লোগান।

ধন্যবাদ

০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:০৫

বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ

৩| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:০১

লোনলিফাইটার বলেছেন: রাফা বলেছেন: জয়বাংলা আপামর জনগণের শ্লোগান।শধু জামাত/শিবির আর বর্টমানে ছাগিয়তাবাদি বাদ দিয়ে।

এটা মেহনতি মানুষের শ্লোগান।

ধন্যবাদ

০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:০৫

বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ

৪| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:০৬

বাংলার হাসান বলেছেন: তবে এর শুরুটা কিভাবে তা আমাদের জানা দরকার ।

৫| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:১৬

*কুনোব্যাঙ* বলেছেন: বলতে গেলে "জয় বাংলা" স্লোগানটা এখন অওমীলীগের সাথেই বেশ শক্ত ভাবে ট্যাগ হয়ে গেছে। তবে ভবিষ্যৎ আওমীলীগ থেকে এই ট্যাগ ছিড়ে নিবে বলেই মনেহয়।

০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৩২

বাংলার হাসান বলেছেন: "জয় বাংলা" স্লোগানটার ধারাবাহিক ইতিহাস লেখা শুরু করলে আপনি আমি আমরা সবাই তখন চাইব "জয় বাংলা" স্লোগান ফিরে আসুক তার আপন কক্ষে।

৬| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৩২

পরিবেশ বন্ধু বলেছেন: না অবে কি

দৃষ্টি

মধ্যযুগের বর্বরতা
সবাই আওয়াজ দিন
ভারতের হায়নাদের কবল থেকে মুক্ত চাই বাঙ্গালী
বিএস এফের বিচার চাই
অন্যায় ভাবে সিমান্তে হত্তা বন্ধ হোক করতে হবে

০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৩৪

বাংলার হাসান বলেছেন: সব চাওয়ার সাথে আর একটু যোগ করুন সত্য ইতিহাস জানতে চাই, তাহলেই দেখন একে একে সব চাওয়া পূরন হবে।

৭| ০৬ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:০৯

শয়ন কুমার বলেছেন: মুক্তিযুদ্ধের স্লোগানটি বাংলাদেশের ১টি দল কুখ্খিগত করে রাখে ক্যামনে ??? বাদবাকিগুলা কি ব*ল ফেলায় ??????????

০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১০

বাংলার হাসান বলেছেন: কথাতো এখানেই

৮| ০৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৯

জহির মোর্শেদ বলেছেন: লিখুন ভাইয়া, শুভ কামনা রইলো_______*

০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১২

বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ, জহির ভাই

৯| ০৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০০

কালা মনের ধলা মানুষ বলেছেন: দারুন উদ্যোগ। অপেক্ষায় থাকলাম।

০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৩

বাংলার হাসান বলেছেন: আশা করি আপনার অপেক্ষার দিন দ্রুত ফুরাবে।

১০| ০৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১০

চাঁপাডাঙার চান্দু বলেছেন: লেখেন ভালো কথা, কিন্তু তা যেন অবশ্যই আওয়ামী লীগের মনঃপুত হয়; নাইলে কিন্তু সমস্যা আছে ;)

০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৫

বাংলার হাসান বলেছেন: ভাই সত্যটাকে তুলে ধরার চেষ্টা করব, কার ভাল লাগবে কার মন্দ তা নিয়ে কি সত্য লেখা যায়?

১১| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৩

মিজানুর রহমান মিলন বলেছেন: //আজ দেশের শতকরা ৯০% মানুষ মনে করে "জয় বাংলা" শ্লোগাণ আওয়ামী লীগের রেজিষ্ট্রিরি করা সম্পদ। "জয় বাংলা" কি এবং এর শুরু কি ভাবে প্রমান সহ ধারাবাহিক লিখব। //

আপনি ধারাবাহিক লিখে ৯০% মানুষের ভূল ধারনাটা ভেঙ্গে দিন। আপনার সাথেই আছি হাসান ভাই ।

০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৬

বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ মিলন ভাই।

১২| ১০ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫১

শিপু ভাই বলেছেন:
রাফা বলেছেন: জয়বাংলা আপামর জনগণের শ্লোগান।শধু জামাত/শিবির আর বর্টমানে ছাগিয়তাবাদি বাদ দিয়ে।

এটা মেহনতি মানুষের শ্লোগান।

+++++++++++++

১০ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৭

বাংলার হাসান বলেছেন: ‌একমত।

১৩| ১০ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৬

কান্ডারি অথর্ব বলেছেন:
রাফা বলেছেন: জয়বাংলা আপামর জনগণের শ্লোগান।শধু জামাত/শিবির আর বর্টমানে ছাগিয়তাবাদি বাদ দিয়ে।

এটা মেহনতি মানুষের শ্লোগান।

+++++++++++++++

১০ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৮

বাংলার হাসান বলেছেন: ভিন্ন মত দেবার কোন কারন নাই। একমত

১৪| ১১ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৩৫

দ্বান্দিক ছন্দে বলেছেন: মুক্তিযুদ্ধের পরপরই আওয়ামী নেতৃত্ব দেশের সম্পদ-সম্পত্তি, পদ-পদবীসহ সকল কিছুই নিজস্ব দখলে নেয়ায় লিপ্ত ছিল। তারই ধারাবাহিকতায় জনগণের মুক্তিযুদ্ধকে, মুক্তিযুধের সকল অর্জনকে নিজেদের সম্পত্তি বলে মনে করে, এমনকি স্বাধীনতার স্থপতি, স্বাধীনতার রূপকার বঙ্গবন্ধু শেখ মুজিবকে জাতির নায়ক থেকে স্রেফ আওয়ামিলীগের নেতায় পরিণত করে। তাজউদ্দিনসহ মুক্তিযুদ্ধের সংগ্রামী নেতৃত্বকে ক্রমান্বয়ে বামন করার প্রচেষ্টা নেয়, আর তাতে সফলও হয়। এভাবে ক্রমাগত জয়বাংলা শ্লোগান এবং মুজিব জনগণের সম্পদ থেকে আওয়ামীলীগের সম্পত্তিতে পরিণত হয়েছে। আর ৭৫ পরবর্তীতে বিএনপি এবং স্বাধীনতা বিরোধীদের পাতা কৌশলী ফাঁদে পা দিয়ে আওয়ামীলীগ মুজিবকে জিয়াউর রহমানের পর্যায়ে নামিয়ে এনেছে। আর এখনকার আওয়ামী নেতৃত্ব বেশ ভাল করেই জানে তারা কী মাপের নেতা, ফলে নিজেদের বড়মানুষ হওয়ার ব্যর্থতাকে ঢেকে রাখতে চাইছে এই বড়মানুষটিকে ক্রমাগতঃ কেটেছেটে। সেরকমই যে জয়বাংলা শ্লোগান একসময় রাজাকার-পাকবাহিনীর বুকে ভয়ের সৃষ্টি করত, যে শ্লোগান ছিল সকল সামাজিক অন্যায়ের বিপক্ষে ন্যায়ের শ্লোগান, যে শ্লোগান মুখে নিয়ে মুক্তিযোদ্ধারা নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিতে কুন্ঠাবোধ করত না, সেই শ্লোগানকে ব্যাক্তিস্বার্থে-গোষ্ঠীস্বার্থে এমন জায়গায় নামিয়ে এনেছে যে, সকল অন্যায় অপকর্মের সাথে আজ এই শ্লোগান যুক্ত, মানুষের এক সময়ের আশা-আকাঙ্খা-স্বপ্নের শ্লোগান আজ ব্যবহৃত হয় সমাজের সকলধরনের অন্যায়-অপকর্ম-নীচুতার ঢাল হিসেবে।

ফলে আমার ধারণা আজকের যুগে মুজিব ও জয়বাংলাকে আওয়ামীলীগের ব্যাক্তিস্বার্থ-গোষ্ঠীস্বার্থ থেকে বের করে স্বমহিমায় প্রতিষ্ঠিত করা সম্ভব হবে না, আওয়ামীলীগও তা চায়না।

১১ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩২

বাংলার হাসান বলেছেন: জয় বাংলা শ্লোগানের ইতি কথা প্রথম পর্বঃ এই শিরোনামে লেখাটা পড়ুন।

১৫| ১১ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১৭

জিয়া চৌধুরী বলেছেন: পোষ্ট ডিলিট দেন কেন? সাহস থাকে তো আবার ফিরিয়ে আনুন।

১১ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৩

বাংলার হাসান বলেছেন: আপনার কোন পোষ্ট ডিলিট করা হয় নাই।

১৬| ১১ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২০

জিয়া চৌধুরী বলেছেন: ১৯৫৩ এর সাধারণ নির্বাচনে ৩০০ আসনের মধ্য ২৯১ আসন, ৭০ এর নির্বাচনে ২৮৮ আসনে জয়লাভ করা গণমানুষের দল আওয়ামীলীগ যে স্লোগান দিয়েছিল সেটাই গণমানুষের স্লোগান ।

১১ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৪

বাংলার হাসান বলেছেন: জয় বাংলা শ্লোগানের ইতি কথা প্রথম পর্বঃ এই শিরোনামে লেখাটা পড়ুন।

১৭| ১৪ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৪

বাংলার হাসান বলেছেন: "জয় বাংলা" শ্লোগাণ কি আওয়ামী লীগের রেজিষ্ট্রিরি করা সম্পদ????????

এই বিষয়ে বিস্তারিত জানতে পড়ুন

জয় বাংলা শ্লোগানের ইতি কথা প্রথম পর্ব

জয় বাংলা শ্লোগানের ইতি কথা দ্বিতীয় পর্ব

জয় বাংলা শ্লোগানের ইতি কথা প্রথম পর্ব

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.