![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অমি হাসান নামেই আমি পরিচিত এই নামে অন্য ব্লগার থাকায় হয়ে গেলাম বাংলার হাসান। ইতিহাস হলো একটি জাতির দর্পন। ইতিহাস অসচেতন জাতি কোন দিন প্রকৃত দেশপ্রেম ও জাতীয়তাবোধে উজ্জীবিত হতে পারে না।
আজ আপনাদের সকলকে এমন কিছু বিষয়ে খোজ নিতে অনুরোধ করব যা হয়তো অনেকেই হজম করতে পারবে না। আমাদের দেশে বর্তমানে এমন কিছু খেলা চলছে যেটা কোন দেশ প্রেমিক নাগরিকই মেনে নিতে পারে না। যেমনটা পারিনি আমি, কথা গুলো অনেকের মনে পীড়া দিতে পারে কিন্তু কি আর করার প্রবাদ আছে "সত্য বড়ই তিক্ত"।
কিছু দিন আগে মিডিয়ায় ঝড় উঠে যারা "দিগন্ত টিভি" নামক চ্যানেলটিতে কাজ করে সেই সকল তরুনদের নৈতিকতা নিয়ে। প্রশ্ন উঠে তাদের দেশ প্রেম নিয়ে। তখন মনের কৌতুহল মিটাবার জন্য খোঁজ নিতে গিয়ে জানতে পারলাম "দিগন্ত টিভি" নামক চ্যানেলটির মালিক জামাত ও আওয়ামী লীগের নেতারা। কি আমার কথা বিশ্বাস হচ্ছে না? একটু খোজ নিয়ে দেখুন। আপনারা যদি খোজ করে বের করতে না পারেন তাহলে আমিই সেই দেশ দরদী রাজাকার বান্ধব নেতাদের নাম প্রকাশ করব।
আপনারা হয়তো অনেকেই দেখেছেন আবার কেউ কেউ শুনে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টি এস সিতে যুদ্ধাপরাধীদের বিচার মঞ্চ নামে একটি মঞ্চ হয়েছে। দেশের মানুষ স্বাধীনতার ৪১ বছর পরে হলেও যুদ্ধাপরাধীদের ফাঁসি চায়, মুক্ত হতে চায় এক অভিশপ্ত অধ্যায় থেকে। কিন্তু দুঃখ হয় তখন যখন দেখি যুদ্ধাপরাধীদের বিচার মঞ্চ নামে তৈরী মঞ্চসহ এই সংক্রান্ত যাবতীয় খরচের যোগানদাতা জামাতীরা, তখন মনে প্রশ্ন আসে যুদ্ধাপরাধীদের বিচারকে বিশ্বের সামনে হেয় করার জন্য এটি নতুন চাল নয়তো?
আমি সকল বিবেক বানদের বলব আপনারা সজাগ হন। যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে কেউ যাতে কোন নাটক সৃষ্টি করে জাতিকে কলঙ্ক মুক্ত হতে বাধা তৈরী করতে না পারে।
০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৫
বাংলার হাসান বলেছেন: এখানে যা লিখলাম পুরাটাই সত্য, একটু খোজ নেন আরো ভযঙ্কর কিছু জানতে পারবেন।
২| ০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০২
জহির মোর্শেদ বলেছেন: কি কইলেন ভাই ! অবাক হইলাম!
০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৭
বাংলার হাসান বলেছেন: জহির মোর্শেদ ভাই সময় করে ফোন দিয়েন আরো কিছু বলব তখন মাথা পুরাই নষ্ট হয়ে যাবে।
৩| ০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২০
কাক পাখি বলেছেন: ভাই, আরেকটু খোলাসা কোরেন। আরো জানতে চাই।
০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৭
বাংলার হাসান বলেছেন: আমি সুত্র দিলাম খোজ খবর করেন, না পাইলে বিস্তারিত দিমু।
৪| ০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৮
দাস্তান বলেছেন: কছ কি মমিন ?
০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩০
বাংলার হাসান বলেছেন: হ উম্তাদ পুরাই হাছা।
৫| ০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৪
রবিন.হুড বলেছেন: আপনার তথ্য সত্য হতে পারে তবে আপনি যদি আপনার লেখার সাথে কিছু নির্ভরযোগ্য তথ্য দিতেন তাহলে সবার নিকট আরো গ্রহন যোগ্য হত। যুদ্ধাপরাধ বিচার মঞ্চ এর আয়োজকদের অন্যতম আসলাম সানী কে আমি ব্যক্তিগত ভাবে চিনি। কিন্তু তার এই আয়োজনের ব্যয়ের উৎস সম্পর্কে কিছু জানিনা। একটু বিস্তারিত জানান।
০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৬
বাংলার হাসান বলেছেন: আসলাম সানীর এই আয়োজনের ব্যয়ের উৎস জামাত মেট্রো শপিং মলের মালিকের এক আত্মীয় একটি খাবারের দোকান আছে মেট্রো শপিং মলের উত্তর সাইডে সেখান থেকে টাকা কালেশন হয়।
৬| ০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৫
মুহাম্মদ আসাদুল্লাহ্ বলেছেন: দিগন্ত টিভির মালিক তো মীর কাশেম আলী।
০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১০
বাংলার হাসান বলেছেন: দিগন্ত টিভির মালিক মীর কাশেম আলী একা না। সাথে কয়েকজন আওয়ামী নেতাও আছে একটু খোজ নিন জানতে পারবেন।
৭| ০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৩
বিধুভূষণ ভট্টাচার্য বলেছেন: সব সম্ভবের দেশ বাংলাদেশ!
০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৮
বাংলার হাসান বলেছেন: ঠিক বলেছেন।
৮| ০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: শুরুতেইতো হাম্বালীগেরা তার প্রমাণ দিয়েছে...
ইসলামী ব্যাংক বন্ধে নামে চাপ প্রয়োগ করে কোটি কোটি টাকা নিয়ে..চুপ!!
আবার ক্রিকেটের স্পন্সরশীপে কি সুন্দর.. তাদের টাকায় ললিপপ চুষল!!
(আবুল যার কাছে হলমার্কের হাজার কোটি টাকা কিসু না হেই গ্রুপ কোন বাটপারির নেশায় তাদের স্পন্সর করেছিল!!!)
এভাবে লিষ্ট করলে চুরঞ্জিতের কালা বিলাই ধরতে গিয়ে নিজেই বিলাই হয়ে যাবার মতো!
আওয়ামীলিগের ন্যংটো হওয়া ছাড়া গতি থাকব না!!
কিন্তু আবুল বিএনপি সেই খেলাও খেলতে পারছে না!!!
আপনি অবাক হলেও আমি হব না- যদি শুনি জামাতকে জোটে ভিড়াতে কৌশল হিসাবে সকল নাটক খেলেছে....
........অবশেষে খেলারাম খেলেই যায়
আমরা বোকা হই কালে কালে
০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০০
বাংলার হাসান বলেছেন: অবশেষে খেলারাম খেলেই যায়
আমরা বোকা হই কালে কালে। ১০০% একমত
৯| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৪
জানতে চায় বলেছেন: এটা তো কোন স্পন্সর ছাড়াই হচ্ছে , নিউজ ঠিক আছে তো ...
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৭
বাংলার হাসান বলেছেন: নিউজ ১০০% ঠিক আছে বস।
১০| ১৪ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০১
বাংলার হাসান বলেছেন: আমাদের দেশের রাজনৈতিক দল গুলো চমৎকার ব্যবসায়ী। একথা বলার অপেক্ষআ রাখে না যে, দেশে চলমান রাজনৈতিক নেতাদের কার্যক্রমের কারনে বর্তমান তরুন প্রজন্ম রাজনীতিকে ঘৃনা করে। কিন্তু আমরা তরুন সমাজ কি একটি বারের জন্যও ভেবে দেখেছি আমরা তরুন প্রজন্ম যদি এই রাজনৈতিক নোংরা খেলা বন্ধ করার জন্য এগিয়ে না আসি তবে তা দখন করে নিবে আরেক দল নোংরা রাজনৈতিক মন-মানসিকায় পরিপূর্ণ মানুষ।
এভাবেই ধিরে ধীরে তৈরী হবে আরেকটি নোংরা রাজনৈতিক প্লাটর্ফম।
১১| ১৪ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৯
নিয়েল ( হিমু ) বলেছেন: দিনে না পারলে রাতে গিয়ে ঐ মঞ্চে সাঈদি, নিজামির পোষ্টার দিয়ে আসুন ফাঁশি চাই লেখা পোষ্টার দিনে খবর নেন পোষ্টার আছে কিনা । যদি না থাকে ছাত্রলীগরে খবর দেন মঞ্চের বাঁশ ভাংগার জন্য ।
©somewhere in net ltd.
১|
০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৩
আজ আমি কোথাও যাবো না বলেছেন:
বলেন কি ভাই!!