![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অমি হাসান নামেই আমি পরিচিত এই নামে অন্য ব্লগার থাকায় হয়ে গেলাম বাংলার হাসান। ইতিহাস হলো একটি জাতির দর্পন। ইতিহাস অসচেতন জাতি কোন দিন প্রকৃত দেশপ্রেম ও জাতীয়তাবোধে উজ্জীবিত হতে পারে না।
কাদের মোল্লার যাবজ্জীবন ও আমার কিছু কথা।
কথা গুলো লিখছি প্রচন্ড ক্ষোভ আর ঘৃনা নিয়ে, মানবতা বিরোধী অপরাধের দায়ে যুদ্ধাপরাধী কাদের মোল্লাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দিল যাবজ্জীবন আর ৯০ টাকা বেতনের বাচ্চু রাজাকারকে দিল ফাঁসি। এমন বালের বিচার দেখার জন্য দেশে যে অরাজগতা আওয়ামী লীগ ও জামাত কুত্তার বাচ্চারা সৃষ্টি করল তার দায় কি এই দুই দলের খানকির পোলারা নিব?
এই মাদার চোদগোর জন্য সাধারন মানুষের যে আকাংখার বলি হলো তার দায় কে নিবে? আওয়ামী লীগের নিয়োগকৃত প্রসিকিউর ও বিচারকরা যুদ্ধাপরাধী কাদের মোল্লার রায়ের মধ্য দিয়ে আওয়ামী বানচোদ ও জারজ জামাতের এজেন্ডা বাস্তবায় করে জাতিকে একটি কলঙ্ক উপহার দিল। আওয়ামী সরকার জাতির মুখে এই কলঙ্কের কালি লেপন করার জন্য জামাত থেকে কত টাকা নিছে কেউ কি বলবেন? নাকি বানচোদ আওয়ামী প্রেমে আপনারা এখনো দিওনা? এই আওয়ামী মাদারচোদ সরকার মুক্তিযুদ্ধে শহীদের আত্মত্যাগকে কত টাকার বিনিময়ে সওদা করল যুদ্ধাপরাধী কুত্তারবাচ্চাদের সাথে? কুত্তার বাচ্চা আওয়ামী লীগ সরকার লক্ষ শহীদের রক্তের বিনিময়ে সৃষ্ট স্বাধীনতা নিয়ে খানকির পোলা যুদ্ধাপরাধী মাদারচোদ জামাতের সাথে কত হাজার কোটি টাকার খেলা খেলল?
এই দুই দলকে রাস্তায় টেনে এনে জুতা পেটা করে মুখে চুন-কালি মেখে দেয়া দরকার। আজ জাতিকে বিভক্ত করার দায় এই বালের সরকারকেই নিতে হবে,হরতালে যারা নিহত হচ্ছেন তাদের দায়ও সরকারকে নিতে হবে,আওয়ামী লীগ নির্বাচনী প্রতিশ্রতিতে যুদ্ধাপরাধ বিচার, ডিজিটাল বাংলাদেশ, ১০ টাকা সের চাল,
ঘরে ঘরে চাকরী পদ্মা সেতূ এইসব আশা দেখিয়ে মানুষের থেকে ভোটে নির্বাচিত হয়ে জনগণের সাথে
প্রতারণা করলো!!!!! যুদ্ধাপরাধ রায়ে জনগণের কাঙ্খিত প্রতিফলন হয়নি এজন্য দেশের মানুষ বিক্ষুদ্ধ!!
অন্যান্য ইস্যূগুলোতেও আওয়ামী সরকার ব্যর্থ!! বিরোধীদল বিএনপিও ব্যর্থ বিরোধীদল কারন চার বছর তারা রাজনীতিতে কর্মসূচী দিয়েছে নিজেদের জন্য, জনগণের জন্য নয়!!
আগামী নির্বাচনে আওয়ামীলীগ আবারো গাধার সামনে মূলা ঝুলিয়ে ভোট বাগাবার ফন্দি করছে!!..
রাজনীতি আজ অপরাজনীতিতে পর্যবসিত হয়েছে!!! জানিনা মুক্তি মিলবে কবে??...
তরুনদের হাত ধরে আমাদের ভাষা আন্দোলন, সেই তরুনদের হাতেই সৃষ্টি স্বাধীনতার প্রেক্ষাপট বা পটভূমি। আজ আর একবার সময় এসেছে আমাদের তরুনদের মাতৃভূমি কে এই সকল শিয়াল কুকুর রাজনৈতিকদের হাত থেকে রক্ষা করার। পরিশেষে বিদ্রোহী কবির একটি কথা দিয়ে শেষ করব। " এখন যৌবন যার যুদ্ধে যাবার সময় তার" জেগে উঠ হে ৭১ পরবর্তী প্রজন্ম।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১০
বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ ব্রো।
২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৬
যুবায়ের বলেছেন: আওয়ামী লীগ নির্বাচনী প্রতিশ্রতিতে যুদ্ধাপরাধ বিচার, ডিজিটাল বাংলাদেশ, ১০ টাকা সের চাল,
ঘরে ঘরে চাকরী পদ্মা সেতূ এইসব আশা দেখিয়ে মানুষের থেকে ভোটে নির্বাচিত হয়ে জনগণের সাথে
প্রতারণা করলো!!!!! যুদ্ধাপরাধ রায়ে জনগণের কাঙ্খিত প্রতিফলন হয়নি এজন্য দেশের মানুষ বিক্ষুদ্ধ!!
অন্যান্য ইস্যূগুলোতেও আওয়ামী সরকার ব্যর্থ!! বিরোধীদল বিএনপিও ব্যর্থ বিরোধীদল কারন চার বছর তারা রাজনীতিতে কর্মসূচী দিয়েছে নিজেদের জন্য, জনগণের জন্য নয়!!
আগামী নির্বাচনে আওয়ামীলীগ আবারো গাধার সামনে মূলা ঝুলিয়ে ভোট বাগাবার ফন্দি করছে!!..
রাজনীতি আজ অপরাজনীতিতে পর্যবসিত হয়েছে!!! জানিনা মুক্তি মিলবে কবে??...
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১২
বাংলার হাসান বলেছেন: //রাজনীতি আজ অপরাজনীতিতে পর্যবসিত হয়েছে!!! জানিনা মুক্তি মিলবে কবে??..//
যুবায়ের ভাই মুক্তির জন্য আমাদের ৭১ পরবর্তী প্রজন্মকে আর একবার লড়াইয়ে নামতে হবে। .
৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৯
মোহাম্মদ নাজমুল ইসলাম বলেছেন: এখন যৌবন যার যুদ্ধে যাবার সময় তার" জেগে উঠ হে ৭১ পরবর্তী প্রজন্ম।..........সহমত।
আপনার তীব্র প্রতিক্রিয়া আমার ভালো লেগেছে। সব ব্লগারের কাছ থেকে এভাবেই প্রতিবাদ আশা করছি।
ধন্যবাদ।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩২
বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ ব্রো।
শুধু প্রতিক্রিয়া দিয়েই হবে না। আমাদের তরুনদের মাতৃভূমির জন্য আরেকটি লড়াইয়ে নামতে হবে।
রাজনৈতিক মুখোশের আড়ালে লুকিয়ে থাকা এই জানোয়ার গুলির বিরুদ্ধে।
৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৪
অপর্না হালদার বলেছেন: বিরুপ মন্তব্য অনেক আছে কিন্তু বলে কোন লাভ নেই তাই চুপ থাকাই বাঞ্চনিয় ।
তবে হ্যা আমি যদি ভবিষ্যত পাকিস্তান, আবগানিস্তান, লিবিয়া, সিরিয় এর বাসিন্ধা হবার স্বপ্ন দেখা তাহলে তা কি আমার অপরাধ হবে ? আমি মোটামুটি নিশ্চিত আমি না চাইলেও আমি ঐ সকল দেশের বাসিন্ধা হবই হব খুব শীঘ্রই । এর থেকে পরিত্রান পাবার কোন উপায় আছে কিনা আমার যানা নেই ? তবে যারা আজ এই রায়ে হাসছে তারাও অনিশ্চত ভবিষ্যতের হাত থেকে রেহাই পাবে না । পথে ঘাটে হাজার মানুষের মৃত্যু হবে, মৃত্যু হবে মন্দিরে মসজিদে যে কোন ভাল অনুষ্ঠানে বা মেলায় ।
আজ বলার কিছু নেই । বর্তমান সরকারো রসিকতা করতে পারবে সাধারন মানুষের সাথে তা চিন্তার মধ্যে ছিল না ।
সকলের জন্য শুভ কামনা রইল ।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৪
বাংলার হাসান বলেছেন: আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ।
৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৮
আমড়া কাঠের ঢেকি বলেছেন: পিলাচ লন ভ্রাতা++
ধর্ম ব্যবসায়ী আর মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসায়ী আজ এক পাত্রে শরাব গিলবে!!!
হায়রে অভাগা জাতী!! মীরজাফর কেন বারবার জন্ম নেয় এই দ্যশে??
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৪
বাংলার হাসান বলেছেন: ধর্ম ব্যবসায়ী আর মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসায়ী আজ এক পাত্রে শরাব গিলবে!!!
হায়রে অভাগা জাতী!! মীরজাফর কেন বারবার জন্ম নেয় এই দ্যশে??
আপনার সাথে একমত।
৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৬
চলতি নিয়ম বলেছেন: আওয়ামীলীগ মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি কথাটা বলার অধিকার হারালো।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৮
বাংলার হাসান বলেছেন: আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ বিক্রি করে খাওয়া একটি দল।
৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩০
মিজানুর রহমান মিলন বলেছেন: সত্যি আমি বিষ্মিত,হতভম্ব ও নির্বাক ! এ রায়ে প্রমান হয়েছে সরকার যুদ্ধাপরাধীদের বিচারে আন্তরিক নয় বরং সরকার রাজনৈতিক ফায়দা হাসিলে ব্যস্ত । যেখানের বাচ্চু রাকাজারের ফাসির রায় হয় সেখানে কাদের মোল্লা তার চেয়ে বেশি খুন করে কিভাবে যাবজ্জীবন কারাদন্ড হয় ?
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৮
বাংলার হাসান বলেছেন: সেটাই আমার ক্ষোভের মূল কারন।
৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৩
মিজানুর রহমান মিলন বলেছেন: এই ব্লগটি স্টিকি করার জন্য মডারেটারদের দৃষ্টি আকর্ষন করতেছি ।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৯
বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ ব্রো।
৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯
মাক্স বলেছেন: +++
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৯
বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ ব্রো।
১০| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৯
হাতীর ডিম বলেছেন: আর্থ মন্ত্রির মত বলতে ইচ্ছা করতেসে সবগুলাকে থাপরিয়ে মারা উচিৎ ভাল লাগল + + + + + +
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৯
বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ ব্রো।
১১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৮
ছন্নছাড়া-এক্সপ্রেস বলেছেন: +++++++++++
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৬
বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ ব্রো।
১২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৯
ঘুড্ডির পাইলট বলেছেন:
সব রাজনৈতিক দলই প্রতারক ।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৭
বাংলার হাসান বলেছেন: একমত
১৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:১০
বাংলার হাসান বলেছেন: কোনটা ঠিক,সত্য বলছেন কে ?
‘আন্তর্জাতিক অপরাধ (ট্রাইবুনাল) আইন ১৯৭৩ এর বিধান অনুযায়ী মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় যে কোনো মেয়াদে সাজাপ্রাপ্ত কোন আসামির উচ্চতর সাজার জন্য সরকার পক্ষ আপীল করতে পারবেন না।
কেবলমাত্র কোন আসামি কোন অভিযোগ থেকে খালাস পেলেই কেবল সরকার পক্ষ আপীল করতে পারবেন ‘ সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক শ.ম রেজাউল করিম ( তৃতীয়মাত্রা, চ্যানেল আই 06.02.2013)
----------------
অথচ আমাদের আইনমন্ত্রীরা,এ্যাটর্ণী জেনারেল,বাদী পক্ষের আইনজীরা মিডিয়ার সামনে বলছেন,মামলার পূর্ণাঙ্গ রায় হাতে পাবার পর এ রায়ের বিরুদ্ধে আপীল করা হবে। সত্য বলছেন কে ? সব কিছুতে এত গোলক ধাঁধাঁ কেন ?
১৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১০
বাংলার হাসান বলেছেন: আমরা ব্লগার নামে একটি ব্যানার তৈরী হচ্ছে, ঢাকার বন্ধুদের উপস্থিতি আশা করছি।
০১৯১২৪৭১৪৩৩
ব্লগ আইডি banglar_hasan
১৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩০
একজন আরমান বলেছেন:
সেইরকম লিখছেন।
একটাই দাবী যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৮
বাংলার হাসান বলেছেন: কোন প্রকার ছাড় নাই
১৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৬
বাংলার হাসান বলেছেন: শোনাযাচ্ছে আমাদের মাননীয় স্বরাস্ট্রমন্ত্রী, পররাস্ট্রমন্ত্রী ও যুদ্বাপরাধীদের প্রধান কৌশলী ব্যরিস্টার আব্দুর রাজ্জাক এখন মধ্যপ্রচ্যের কোন একটি দেশে অবস্থান করে সমোঝতা চুড়ান্তের কাজে ব্যস্ত আছেন।
১৭| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ৩:০০
তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:
আসলেই, সব রাজনৈতিক দলই প্রতারক ।
+++++++++
২৫ শে মার্চ, ২০১৩ রাত ৩:২১
বাংলার হাসান বলেছেন: সব রাজনৈতিক দলই প্রতারক । সহমত
©somewhere in net ltd.
১|
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৬
যুবায়ের বলেছেন: প্রথম ভালোলাগা+