![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অমি হাসান নামেই আমি পরিচিত এই নামে অন্য ব্লগার থাকায় হয়ে গেলাম বাংলার হাসান। ইতিহাস হলো একটি জাতির দর্পন। ইতিহাস অসচেতন জাতি কোন দিন প্রকৃত দেশপ্রেম ও জাতীয়তাবোধে উজ্জীবিত হতে পারে না।
গত সোমবার,তারিখঃ ১১/০২/২০১৩ - ১৫:০৫ সময়ে অমি পিয়ালের ব্লগে লেখাটি পোষ্ট করা।
পোষ্টের শিরোনাম (সতর্ক বার্তা অমি পিয়াল সহ যারা আমাদের প্রজন্ম চত্বরের আন্দোলনকে দলীয় করনের চেষ্টায় লিপ্ত।)
প্রথম থেকেই চুপ থেকেছি এই মনে করে যে, ৫২ র ভাষা আন্দোলন ৬২ র শিক্ষা আন্দোলন ৬৮ ও ৬৯ এর গন অভূথ্থান সর্বপরী ৭১ এর মুক্তিযুদ্ধ সহ যে সকল গন জোয়ার সৃষ্টি হয়েছিল তা থেকে সবাই শিক্ষা গ্রহন করবে। কিন্তু অত্যান্ত দুঃখের বিষয় প্রজন্ম চত্বরে প্রথম দিকে যাদের দেখি নাই আজ তারা টিভি সহ মিডিয়ায় নিজের নাম প্রচারে ও নিজ নিজ দলের দালালীতে ব্যস্ত হয়ে গেছেন। যা মোটেও কাম্য নয়।
প্রথম দিন রাতে একটা সময় দেখা গেল আমরা মাত্র ১৫/২০ জন, যেখানে দেখা যায়নি এ সকল দলীয় দাললদের। তাই তাদেরকে হুশিয়ার করে দিয়ে বলছি আমাদের দাবী নিয়ে যদি আপনারা কোন খেলায় লিপ্ত হন তার পরিনতির জন্য প্রস্তুত থাকতে।
এই গন জোয়ারের সুযোগ নিয়ে যারা নিজেদের আগের গোছানোর কাজে ব্যস্ত তাদেরকে বলছি আমরা যারা এই আন্দোলন শুরু করেছি আমাদের কাছে প্রথম দিনের ছবি সহ ভিডিও ক্লিপও আছে যেখান থেকে মুল আন্দোলনের স্রষ্টাদের গুনে গুনে বের করা যাবে। আমরা মিডিয়া কাভারেজ বা নাম ফুটানোর জন্য এই আন্দোলন শুরু করি নাই। আমরা এখনো সামনে প্রকাশ হইনি প্রয়োজন পড়লে হাজির হব সব ছবি ও ভিডিও ক্লিপ সহ মিডিয়ার সামনে। অতএস সুবিধা ভোগীরা সাবধান।
এই পোষ্টটি করার পর চটি পিয়লের মুরিদগন তাদের গুরুর কাছ থেকে শিক্ষা প্রাপ্ত চটির ভাষার পরিক্ষা দেয়ার মহড়া শুরু করলো। যা দেখে হাসতে হাসতে পেট ব্যাথা হয়ে গেল।
যে সকল ব্লগাররা মনে প্রানে দেশকে ভালোবাসেন তারা নিচের শিরোনামে আমার লেখাটিতে নিজ নিজ মতামত জানান।
"স্বাধীনতা প্রজন্ম চত্বরের আন্দোলনকে সফল রুপদানের জন্য কিছু প্রস্তাব ও দাবী দাওয়া।"
View this link
২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৫
বাংলার হাসান বলেছেন: ঘুড্ডি ভাই দিমু। তয় দেইখেন ঘোত্তা খাইয়েন না।
৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১০
স্বপনবাজ বলেছেন:
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪১
বাংলার হাসান বলেছেন:
৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১৩
টুনির জামাই বলেছেন: লীগ এরইমধ্যে আন্দোলন ছিনতাইয়ে নেমে পড়েছে।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৪
বাংলার হাসান বলেছেন:
৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২৫
নিয়েল ( হিমু ) বলেছেন: link কাজ করে না
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১৭
বাংলার হাসান বলেছেন: নিয়েল ( হিমু ) ভাই আমার '"স্বাধীনতা প্রজন্ম চত্বরের আন্দোলনকে সফল রুপদানের জন্য কিছু প্রস্তাব ও দাবী দাওয়া।'" শিরোনামের লেখাটা দেখুন
৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪১
আজ আমি কোথাও যাবো না বলেছেন: আমি পোস্টটা দেখেছিলাম।
আপনার দেয়া লিঙ্ক কাজ করছে না ঠিক করে দেন্
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১৬
বাংলার হাসান বলেছেন: চেষ্টা করলাম মাগার লিংক ঠিক হয় না।
আমার '"স্বাধীনতা প্রজন্ম চত্বরের আন্দোলনকে সফল রুপদানের জন্য কিছু প্রস্তাব ও দাবী দাওয়া।'" শিরোনামের লেখাটা
৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৭
খুব সাধারন একজন বলেছেন: ধন্যবাদ ব্রো।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১৭
বাংলার হাসান বলেছেন:
৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৯
আহলান বলেছেন: চটি পিয়াল তো ওরকমই বলবে ....
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৫
বাংলার হাসান বলেছেন: এভাবে বলবেন না। উনার ভক্তরা দিলে চোট পাবে
৯| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৬
রুপ।ই বলেছেন: পিয়ালকে নানা চেনেলে দেখা যায় , ভালোই।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৯
বাংলার হাসান বলেছেন: স্বঘোষিত মুক্তিযুদ্ধের গবেষক বলে কথা
১০| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৪
মদন বলেছেন: সঠিক লিংক Click This Link
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৯
বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ ব্রো।
লিংকটি শেয়ার করার জন্য।
১১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৫
মো: সালাউদ্দিন ফয়সাল বলেছেন: জামাতের রিয়েল এস্টেট কোম্পানির স্পন্সরে তার জ্ঞানী কথা বার্তা দেখা যায় ৭১টিভিতে
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩২
বাংলার হাসান বলেছেন: তমছম বেগম কহিল বেটা সোনার ডিম পাড়া হাঁস কি কেউ জবাই করে?
জামাত হইল বিএনপির রাজনৈতিক পার্টনার। আর আওয়ামী লীগ হইল জামাতের ব্যবসায়ীক পার্টনার।
১২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০২
দিকভ্রান্ত*পথিক বলেছেন: পোস্টটি আমি আগেই পড়েছিলাম, একই প্রপিক হওয়াতে আপনার কথাই মনে হয়েছে।
ভাল থাকুন হাসান ভাই।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৮
বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ ব্রো।
১৩| ২৩ শে মে, ২০১৩ রাত ১:২৬
াগলা শান্তু বলেছেন: শিয়ালের কাছে মুরগি বোরগা দিলে যা হয় আরকি
২৩ শে মে, ২০১৩ রাত ১:৩৬
বাংলার হাসান বলেছেন: অক্করে ঠিক কইছেন।
©somewhere in net ltd.
১|
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৯
ঘুড্ডির-পাইলট বলেছেন:
সেই সব কমেন্ট এর ইসকিন শট দিবেন কবে ?