![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অমি হাসান নামেই আমি পরিচিত এই নামে অন্য ব্লগার থাকায় হয়ে গেলাম বাংলার হাসান। ইতিহাস হলো একটি জাতির দর্পন। ইতিহাস অসচেতন জাতি কোন দিন প্রকৃত দেশপ্রেম ও জাতীয়তাবোধে উজ্জীবিত হতে পারে না।
জানি অনেকেই এই লেখা দেখে বলবেন, আমার বাংলা পরীক্ষার দিন বাংলা পরীক্ষাই দেই। আবার কেউ কেউ এক কাঠি এগিয়ে বলবেন “ আমি ঘর পোড়ার মাঝে আলু পোড়া দিতে এসেছি” এই ধরনের মানসিকতা যাদের তাদের জন্য রইল করুনা। আমরা অতি দ্রুত আমাদের অতীত ভুলে যাই, অতীত থেকে নেই না কোন শিক্ষা। তাইতো স্বাধীনতার সুদীর্ঘ ৪২ বছর পার হয়ে যাবার পরেও লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে পাওয়া স্বাধীন দেশে আজও যুদ্ধাপরাধী রাজাকাররা সমাজে অবস্থান করছে বুক ফুলিয়ে। কারা এই সকল রাজাকার যুদ্ধাপরাধীদের সমাজে প্রতিষ্ঠিত করেছে? রাজাকার যুদ্ধাপরাধীদের ব্যবসায়ীক প্রতিষ্ঠান গুলোর ব্যবসায়ীক পার্টনার কারা? দিগন্ত টিভির ব্যবসায়ীক পার্টনার কারা?
আজ ২৫ শে ফেব্রুয়ারি পিলখানায় ঘটে যাওয়া নারকীয় নৃশংস হত্যা দিবস। ৭১ এর মুক্তিযুদ্ধে শহীদের যেমন কোন প্রকৃত তালিকা তৈরী হয় নাই। কেননা ৭১ এ তৎকালীন নেতাদের কোন আত্মীয় স্বজন শহীদ হবার রেকড খুব একটা আছে বলে জানি না। তাই হয়তো প্রয়োজন পড়েনি শহীদের তালিকা প্রনয়নের। তদরুপ পিলখানায় ঘটে যাওয়া নারকীয় নৃশংস হত্যার স্বীকার হয়নি আমাদের কোন এমপি, মন্ত্রীর সন্তান তাই এর বিচার হলেও কি আর না হলেও কি। কে ছিল এই নারকীয় নৃশংস হত্যার মুল কারীগর তা কি আজও আমরা জানতে পেরেছি? না কখনো জানতে পারবো?
সত্যি আমরা বড়ই সেকুলার্স।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩১
বাংলার হাসান বলেছেন: এই ক্ষোভ কে কারা কাজে লাগিয়ে এমন নৃশংস হত্যা পরিচালনা করেছে পর্দার আড়ালে বসে সে বিষয়ে কি কিছু জানতে পেরিছি আমরা?
২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫১
একজন আরমান বলেছেন:
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৪
বাংলার হাসান বলেছেন: ক্লোজাপের মডেল হবার শক আছে মনে হচ্ছে।
৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৪
েমাঃ নুরুজ্জামান মুন্না বলেছেন: সত্যি আমরা বড়ই সেকুলার্স। সহমত ভাই।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৯
বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ।
৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৩
আমাবর্ষার চাঁদ বলেছেন: আমরা এমন-ই............ আদি থেকে অন্ত
আমাদের প্রকৃত হুস হবে না সময় থাকতে........
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০২
বাংলার হাসান বলেছেন: দ্বিমত করার সাহস হলো না। শতভাগ সহমত
৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫১
একজন আরমান বলেছেন:
উহু।
আমি মডেল হইলে ওদের ভাত মারা যাবে যে !
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৩
বাংলার হাসান বলেছেন: পোলাও চাইনিজ আছে না। টেনশন কেন?
৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৫
বোকামন বলেছেন:
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২০
বাংলার হাসান বলেছেন:
৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১২
স্বপনবাজ বলেছেন: আমাবর্ষার চাঁদ বলেছেন: আমরা এমন-ই............ আদি থেকে অন্ত
আমাদের প্রকৃত হুস হবে না সময় থাকতে........ B
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৪
বাংলার হাসান বলেছেন: আপনার নিজের কথাও কি তাই?
৮| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৪
কান্ডারি অথর্ব বলেছেন:
কি কইতে কি কইয়া ফেলাই ঠিক নাই তাই
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৩
বাংলার হাসান বলেছেন: ডর খাইছেন নি?
৯| ০১ লা মার্চ, ২০১৩ দুপুর ১:৫৫
htusar বলেছেন: ৪২ বছর আগের হত্যারই বিচার হলো না; আর এইটা তো ৪ বছর আগের।
০১ লা মার্চ, ২০১৩ দুপুর ২:০১
বাংলার হাসান বলেছেন: তাহলে কি এই বিচারের জন্য ৪২ বছর অপেক্ষায় থাকতে হবে?
১০| ০২ রা মার্চ, ২০১৩ রাত ৮:১৭
বাংলার হাসান বলেছেন: জ্ঞান পাপীরা এই পোষ্ট থেকে দূরে থাকায় তাদেরকে জানাই ধন্যবাদ।
১১| ০২ রা মার্চ, ২০১৩ রাত ৮:২০
ফারজানা শিরিন বলেছেন: বর্তমান বর্ডার গার্ড জেনারেল মশাই বলে দিয়েছেন > এই হত্যাকাণ্ড নাকি কারণ ছাড়া হইছে !!!
কারণ জানলেন এইবার আআম্র মত হাসেন !!!
০২ রা মার্চ, ২০১৩ রাত ৮:৩৬
বাংলার হাসান বলেছেন: উনি মনে হয় হাইব্রিড .........................
©somewhere in net ltd.
১|
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৭
নন্দনপুরী বলেছেন: বিডিআর বিদ্রহ হয়েছে দীর্ঘদিনের ক্ষোপ থেকে..........