![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অমি হাসান নামেই আমি পরিচিত এই নামে অন্য ব্লগার থাকায় হয়ে গেলাম বাংলার হাসান। ইতিহাস হলো একটি জাতির দর্পন। ইতিহাস অসচেতন জাতি কোন দিন প্রকৃত দেশপ্রেম ও জাতীয়তাবোধে উজ্জীবিত হতে পারে না।
বিপদ ঘনিয়ে আসছে সকল রাজনৈতিক দলের পক্ষ থেকে, রাজনৈতিক দল নিরপেক্ষ ব্লগাররা সাবধান!!!
রাজনৈতিক দল নিরপেক্ষ ব্লগারদের ডাকে প্রজন্ম চত্তরে (শাহবাগ মোড়) শুরু হওয়া যুদ্বাপরাধবিরোধী গনজাগরনের, তারই উৎস ধরে সৃষ্ট গনজাগরন মঞ্চ নামের এই কমিটিতে নিরপেক্ষ ব্লগারদের নেতৃত্ব দূরে থাক, কোন অবস্থানই নেই। রাজনৈতিক দল নিরপেক্ষ ব্লগারদের সাথে কোন আলোচনা ছাড়াই চাপিয়ে দেয়া হয় বর্তমান গনজাগরন মঞ্চ কমিটি/নেতৃত্ব, যা সুস্পষ্ট দলীয়করন/ দলবাজি।
৪২ বছর পর গর্জন দিয়ে জেগে উঠা তরুন-যুবক প্রজন্মের এই আন্দোলন সারা দেশের জনগণের ইচ্ছার সুস্পষ্ট প্রতিফলন, এই আন্দোলন জনগণের আন্দোলন। গণমানুষের স্বেচ্ছাপ্রনোদিত এই আন্দোলন যাতে কোন অবস্থায় দল নিরপেক্ষ ব্লগারদের তথা গণমানুষের হাতে চলে না যায় সে জন্যই এই দলীয়করন! দল নিরপেক্ষ ব্লগারদের সাইড লাইনে ফেলে দিয়ে চাপিয়ে দেয়া হয় কমিটি ও নেতৃত্ব।
আন্দোলনের সিদ্বান্ত গ্রহনে ও পরিচালনায় নিরপেক্ষ ব্লগারদের কোন ভূমিকা থাকা দুরের কথা, তাদের ন্যুনতম আলোচনাও করা হয়না।
সকল যুদ্ধাপরাধী ও রাজাকারের ফাঁসির দাবীতে দৃঢ় ও অনড় অবস্থানের কারনে নিরপেক্ষ ব্লগারদের উপর যে কোন মুহুত্তে নেমে আসতে পারে গুম, হত্যা, বা আইনের প্যাঁচে ফেলে জেল, জুলুম সহ নানাবিধ নির্যাতনের খড়গ। নিরপেক্ষ ব্লগারদের লিষ্ট অনেক আগেই তৈরী করেছে সকল রাজনৈতিক দল সহ বিভিন্ন সংস্থা, যা মোটেও কোন সুখকর নয় বলেই মনে হয়।
বিভিন্ন কারনে প্রজন্ম চত্বরের আন্দোলন নিয়ে বিতর্ক সৃষ্টি হলেও নিরপেক্ষ বা দল কানা নয় এমন সব ব্লগারের ডাকে জনগনের ব্যপক সাড়া দেয়ার ঘটনা নিয়ে চিন্তিত দেশের সকল রাজনৈতিক মহল, এই বুঝি তাদের সময় শেষ হয়ে এল। তাই রাজনৈতিক দল নিরপেক্ষ ব্লগারদের চিহৃত করে নজর রাখছে সকলেই এক সাথে। অতএব এখনি দল নিরপেক্ষ ব্লগারদের সাবধান না হলে, ঐক্যবদ্ব না হলে যে কোন সময় যে কেউ হতে পারে এদের টার্গেট।
মনে রাখবেন আমরা লড়াই করছি ৭১ এর পরাজিত শক্তি ও তাদের যারা রাজনৈতিক এবং ব্যবসায়িক ভাবে সমাজে প্রতিষ্ঠিত করেছে তাদের বিরুদ্ধে, কায়েমী স্বার্থবাদী মহল, নেতিবাচক রাজনীতির বিরুদ্বে, যারা এই যুদ্বাপরাধী নামক বিষধর সাপকে গত ৪২ বছর ধরে লালন পালন করে বৃহৎ আনাকোন্ডায় পরিনত করেছে তাদের বিরুদ্বে।
সাঈদীর রায়ের মাধ্যমে যদি আমরা মনে করি আমাদের বিজয় অর্জিত হয়েছে তবে ভুল হবে।
এটা আমাদের লড়াইয়ের সূচনা মাত্র।
পোষ্টটি কে কেউ হালকা ভাবে নিলে, রাজনৈতিক দল নিরপেক্ষ ব্লগাররা ঐক্যবদ্ব না হলে বিশাল বড় ভুল করবেন !
এ মুহুর্তে এর চাইতে বেশি কিছু বলতে পারছি না। আশা করি যাদের বুঝার তারা ঠিকই বুঝে নিবেন।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪০
বাংলার হাসান বলেছেন:
২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৩
পথহারা সৈকত বলেছেন: মহাপাগল বলেছেন:
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪১
বাংলার হাসান বলেছেন:
৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৮
*কুনোব্যাঙ* বলেছেন: এই দেশে দল নিরপেক্ষ থাকাই দেখি সবচাইতে বড় সমস্যা! সব দলেরই চক্ষুশূল হতে হয়
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪২
বাংলার হাসান বলেছেন: এই দেশে দল নিরপেক্ষ থাকাই দেখি সবচাইতে বড় সমস্যা! একমত
৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪
শিপু ভাই বলেছেন: (
(
(
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৮
বাংলার হাসান বলেছেন: আগামী ৪৮ ঘন্টা খুবই বিপদজনক
৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭
অরন্য জীবন বলেছেন: ডেথ বিফোর ডিসঅনার।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৪
বাংলার হাসান বলেছেন:
৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪২
উদাসী স্বপ্ন বলেছেন: আমি হালকা ভাবে নিয়া একটা বেলুন ফুলাইলাম তারপর নীচে একখান ফিতা বাইন্ধা দিলাম আকাশে উড়াইয়া।
অখন কুশ্চেন হইলো ফিতায় আমি কি বানছি?
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৫
বাংলার হাসান বলেছেন: কি?
৭| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১১
বাংলার হাসান বলেছেন: বিপদ ঘনিয়ে আসছে সকল রাজনৈতিক দলের পক্ষ থেকে, রাজনৈতিক দল নিরপেক্ষ ব্লগাররা সাবধান!!!
৮| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৪
কান্ডারি অথর্ব বলেছেন:
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪২
বাংলার হাসান বলেছেন: মন খারাপ কি এখন কি লাভ? আমার কথাতো আপনারা গুরুত্ব দিলেন না। তবে অচিরেই অনেক কিছু দেখতে বা শুনতে পারবেন।
৯| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩০
মিজানুর রহমান মিলন বলেছেন: সহমত । এই কথাগুলো আরো আগে বলা লাগতো । দলবাজী নয় শাহবাগকে দলের উর্দ্ধে রাখুন ।
০১ লা মার্চ, ২০১৩ রাত ১২:০৫
বাংলার হাসান বলেছেন: এই কথা গুলো আন্দোলনের শুরু থেকেই বলে আসছি।
১০| ০১ লা মার্চ, ২০১৩ রাত ১:১২
রি হোসাইন বলেছেন: নিরপেক্ষ(সত্যের পক্ষে) ব্লগারদের একটা তালিকা তৈরি করে একটা দক্ষ কমিটি করার অনুরোধ করবো। ও হ্য আরেকটা কথা.।.।। আজীবন নিরপেক্ষ (সত্যের পক্ষে) থাকার লিখিত প্রতিজ্ঞা করতে হবে। এবং কোনো ভাবে সেটা লঙ্ঘন করলে কমিটি থেকে বের করে দেওয়া হবে।
০১ লা মার্চ, ২০১৩ রাত ১:৪৯
বাংলার হাসান বলেছেন: এগিয়ে আসুন
১১| ০১ লা মার্চ, ২০১৩ রাত ১:১৪
জাতিস্বর বলেছেন: সহমত। রি হোসাইন।
বর্তমানে আমিও টেন্সিত হয়ে পড়িলাম!!
এটাকে হাল্কাভাবে নেবার মানে হয় না।এখন সতর্কতা সবারই দরকার বলে মনে করি।
০১ লা মার্চ, ২০১৩ রাত ২:৩৫
বাংলার হাসান বলেছেন: একমত
১২| ০১ লা মার্চ, ২০১৩ সকাল ৮:৪৯
রি হোসাইন বলেছেন: কি ভাবে তালিকা তৈরি করা যায় সেটা নিয়ে ভাবুন এবং পারলে কিছু লিখুন। শুরুটা এখন-ই করতে পারেন ।
০১ লা মার্চ, ২০১৩ দুপুর ১২:৫১
বাংলার হাসান বলেছেন: সেই বিষয়ে অনেক ব্লগারের সাথে আলোচনা হয়েছে কিন্তু সাড়া পাওয়া যায় নাই।
১৩| ০১ লা মার্চ, ২০১৩ দুপুর ১:০৭
রি হোসাইন বলেছেন: সাড়া না পাওয়ার অন্যতম কারন হলো প্রকৃত পক্ষে তারা নিরপক্ষ নন। অনেকে-ই নিরপেক্ষতার মুখোশ পরে আছে।
০১ লা মার্চ, ২০১৩ দুপুর ১:৪৮
বাংলার হাসান বলেছেন: রাইট
১৪| ০১ লা মার্চ, ২০১৩ দুপুর ১:৫৬
htusar বলেছেন: *কুনোব্যাঙ* বলেছেন: এই দেশে দল নিরপেক্ষ থাকাই দেখি সবচাইতে বড় সমস্যা! সব দলেরই চক্ষুশূল হতে হয় :
সহমত ।।
০১ লা মার্চ, ২০১৩ দুপুর ২:০২
বাংলার হাসান বলেছেন: তাইতো দেখছি।
১৫| ০১ লা মার্চ, ২০১৩ রাত ১১:২৯
ছন্নছাড়া-এক্সপ্রেস বলেছেন: রাইট
০২ রা মার্চ, ২০১৩ দুপুর ১:১২
বাংলার হাসান বলেছেন: জ্বি মিয়া ভাই।
১৬| ০২ রা মার্চ, ২০১৩ দুপুর ১:২১
রাজুবিডি বলেছেন: কোন দলের কেনা চাটুকার নই, নিজের বিবেকের কাছেই দায়বদ্ধ তাই কারো ভন্ডামীকে অন্ধভাবে সাপোর্ট করতে পারিনা। আসলেই আমরা সব দলেরই চক্ষুসূল।
০২ রা মার্চ, ২০১৩ দুপুর ১:২৭
বাংলার হাসান বলেছেন: একমত।
১৭| ০২ রা মার্চ, ২০১৩ দুপুর ১:২৫
দায়িত্ববান নাগরিক বলেছেন: এ খবর কোথায় পেলেন? সত্যতা জানতে চাই।
০২ রা মার্চ, ২০১৩ দুপুর ১:২৭
বাংলার হাসান বলেছেন: আমি নিজেই ভুক্তভোগী।
১৮| ০২ রা মার্চ, ২০১৩ দুপুর ১:৩৪
ভুল উচ্ছাস বলেছেন: ভাগ্যিস আমি নিরপেক্ষ না, লীগের খোয়াড়ে যোগ দেয়ার ডিশিসান লইছি।
০২ রা মার্চ, ২০১৩ দুপুর ১:৪৭
বাংলার হাসান বলেছেন: ভাগ্যিস আমি নিরপেক্ষ না, লীগের খোয়াড়ে যোগ দেয়ার ডিশিসান লইছি।
উচ্ছাস ভাই না হেসে পারলাম না।
©somewhere in net ltd.
১|
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৭
মহাপাগল বলেছেন: