নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অমি হাসান নামেই আমি পরিচিত

মুক্তিযুদ্ধ আমাদের অহংকার, ধর্মান্ধতা ও দলান্ধতা মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী।

বাংলার হাসান

অমি হাসান নামেই আমি পরিচিত এই নামে অন্য ব্লগার থাকায় হয়ে গেলাম বাংলার হাসান। ইতিহাস হলো একটি জাতির দর্পন। ইতিহাস অসচেতন জাতি কোন দিন প্রকৃত দেশপ্রেম ও জাতীয়তাবোধে উজ্জীবিত হতে পারে না।

বাংলার হাসান › বিস্তারিত পোস্টঃ

দুই নেত্রীরকে খোলা চিঠি। দুই নেত্রীরকে খোলা চিঠি। দুই নেত্রীরকে খোলা চিঠি।

০২ রা মার্চ, ২০১৩ দুপুর ১:৩২

দুই নেত্রীরকে খোলা চিঠি।





মাননীয় বিরোধী দলীয় নেত্রী শুরুতেই সালাম নিবেন, আশা করি করুনাময় আল্লাহর মেহেরবানীতে ভাল আছেন। বাংলার জনগনের কাছে আপনার কোন চাওয়া-পাওয়া নেই, কিন্তু আপনার কাছে জনগনের পাওয়ার অনেক কিছুই আছে। আপনার বড় পরিচয় মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার কালুর ঘাট বেতার কেন্দ্র থেকে দিশেহারা জাতির আলোর দিশারী হয়ে ভেসে আসা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পত্নী। দেশের আপামর জনগন যখন হতাশা, অনিশ্চিত জীবন-যাপন করছে তখন যুদ্বাপরাধী একটি মামলার রায়কে কেন্দ্র করে তরুন প্রজন্ম নেমে আসে রাজপথে। ধীরে ধীর সেই জনজোয়ারকে নিয়ে চলতে থাকে সড়যন্ত্র, তারই ফলশ্রুতি হলো ১৯জন দলীয় সমর্থককে গানম্যান প্রধান। অথচ এই ১৯ জনের মাঝে মাত্র ৪জন ব্লগার তাও একটি দলের প্রতি তাদের ভালোবাসা তাদের লেখায় প্রকাশ পেয়েছে বহুবার। মাননীয় নেত্রী আপনার কাছে অভিযোগ বা নালিশ নিয়ে এই চিঠ নয়, আমরা তরুন প্রজন্ম রাজনীতি করি না বা করতে আগ্রহীও না। আমাদের চাওয়া আপনি প্রজন্ম চত্বরে এসে আমাদের সাথে সংহতি প্রকাশ করে এই ঘোষনা দিন যে, আপনি ও আপনার দল তরুন প্রজন্মের দাবী গুলোর সাথে একমত।



মাননীয় প্রধানমন্ত্রী শুরুতেই সালাম নিবেন, আশা করি করুনাময় আল্লাহর মেহেরবানীতে ভাল আছেন। বাংলার জনগনের কাছে আপনার কোন চাওয়া-পাওয়া নেই, কিন্তু আপনার কাছে জনগনের পাওয়ার অনেক কিছুই আছে। আপনার বড় পরিচয় আপনি বঙ্গবন্ধুর কন্যা। মাননীয় প্রধানমন্ত্রী আজ আমরা যারা তরুন প্রজন্ম রাজপথে নেমে এসেছি তার জন্য কে দায়ী? আমরাতো চাইনি রোদ,বৃষ্টির মাঝে রাজপথে দিন কাটাতে। যে আইনি দুর্বলতার জন্য আজ তরুন প্রজন্ম রাজপথে সে দায়ভার কার? আপনার সরকার যাদের নিরাপত্তা দিলো তারাই কি মুল আন্দোলন কারী? আপনার দল যখন সরকার গঠন করে তখন অনেক তরুনের মত আমারও আশা ছিল একটি চাকুরী। সামান্য কিছু পুঁজি নিয়ে নিঃস্ব হয়ে পিছনে ফেলে আসলাম শেয়ার বাজার। মাননীয় প্রধানমন্ত্রী না পাওয়ার হিসেবটা এতটাই লম্বা যে বলে শেষ করার উপায় নেই। মাননীয় প্রধানমন্ত্রী আমরা তরুন প্রজন্ম সব না পাওয়াকে ভুলে দেখতে চাই আপনারা দেশের দুই নেত্রী একসাথে প্রজন্ম চত্বরে এসে আমাদের ওয়াদা দিয়ে যাবেন আপনারা দুই নেত্রী মিলে আমাদের না পাওয়া গুলোকে পাওয়ায় রুপান্তর করবেন।



পরিশেষে দুই নেত্রীর প্রতি আহবান আপনারা দুইজনেই দেশ ও জনগনের মঙ্গলের জন্য প্রজন্ম চত্বরে এসে জাতির সামনে ওয়াদা করবেন আপনারা মারামারি-হানাহানির রাজনীতি বন্ধ করে গন জাগরন মঞ্চ থেকে একসাথে দেশ ও জাতির জন্য কাজ করবেন।

মন্তব্য ৩১ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ০২ রা মার্চ, ২০১৩ দুপুর ১:৩৫

পরিবেশ বন্ধু বলেছেন: এসব ক্ষমতা কে আঁকড়ে থাকার ফন্দি
স্বাধীনতা ও গণতন্ত্র এদের শেখলে বন্ধি ।
মানুষ নামের শিষ্টাচার নেই এদের প্রহসনে
আচরনে শয়তান , স্বার্থের আবরনে ।
মুহূর্তে কার্যসিদ্ধি করে
টেলে দেয় সমাজ অন্ধকারে
তাজা খুনে নষ্ট বিবেক হানে শকুন দৃষ্টি
কে বলে ওদের সমাজ পতি , করে কুহকের অনিষ্টি ।

আর কত দেখব রক্ত লোলুপ হিংশ্রতা ধুকাদাবা
যারা সমাজ গড়ে তাদের বুকে অদের থাবা
হে মানুষ আন হুশ নইলে পড়বে বিধাতার রুষে
মিছে কেন ?নিষ্কণ্টক জান হবে বলি সর্বনেশে ।

০২ রা মার্চ, ২০১৩ দুপুর ১:৪৯

বাংলার হাসান বলেছেন: এসব ক্ষমতা কে আঁকড়ে থাকার ফন্দি
স্বাধীনতা ও গণতন্ত্র এদের শেখলে বন্ধি ।


পুরোপুরি সহমত ব্রো।

২| ০২ রা মার্চ, ২০১৩ দুপুর ১:৪০

মোহাম্মদ নাজমুল ইসলাম বলেছেন: পরিশেষে দুই নেত্রীর প্রতি আহবান আপনারা দুইজনেই দেশ ও জনগনের মঙ্গলের জন্য প্রজন্ম চত্বরে এসে জাতির সামনে ওয়াদা করবেন আপনারা মারামারি-হানাহানির রাজনীতি বন্ধ করে গন জাগরন মঞ্চ থেকে একসাথে দেশ ও জাতির জন্য কাজ করবেন।



সম্পুর্ণ সহমত।



লেখাটি সুন্দর হয়েছে। তবে, আরো জ্বালাময়ী লেখা প্রত্যাশা করি। ভালো লাগেনা আর এই অপরাজনীতি। ধন্যবাদ...........@লেখক

০২ রা মার্চ, ২০১৩ দুপুর ১:৫২

বাংলার হাসান বলেছেন: নাজমুল ধন্যবাদ ব্রো।

আমাদের রাজনৈতিক দল গুলোর নোংরামী দেখলে মাঝে মাঝে অক্ষেপ হয়। তখন মনে হয় সেনা শাসন এর চাইতে লক্ষ গুন ভাল।

৩| ০২ রা মার্চ, ২০১৩ বিকাল ৩:২২

বাংলার হাসান বলেছেন: মাননীয় নেত্রী আপনার কাছে অভিযোগ বা নালিশ নিয়ে এই চিঠ নয়, আমরা তরুন প্রজন্ম রাজনীতি করি না বা করতে আগ্রহীও না। আমাদের চাওয়া আপনি প্রজন্ম চত্বরে এসে আমাদের সাথে সংহতি প্রকাশ করে এই ঘোষনা দিন যে, আপনি ও আপনার দল তরুন প্রজন্মের দাবী গুলোর সাথে একমত।

মাননীয় প্রধানমন্ত্রী আজ আমরা যারা তরুন প্রজন্ম রাজপথে নেমে এসেছি তার জন্য কে দায়ী? আমরাতো চাইনি রোদ,বৃষ্টির মাঝে রাজপথে দিন কাটাতে। যে আইনি দুর্বলতার জন্য আজ তরুন প্রজন্ম রাজপথে সে দায়ভার কার?

৪| ০২ রা মার্চ, ২০১৩ বিকাল ৩:২৬

বাগসবানি বলেছেন: পরিশেষে দুই নেত্রীর প্রতি আহবান আপনারা দুইজনেই দেশ ও জনগনের মঙ্গলের জন্য প্রজন্ম চত্বরে এসে জাতির সামনে ওয়াদা করবেন আপনারা মারামারি-হানাহানির রাজনীতি বন্ধ করে গন জাগরন মঞ্চ থেকে একসাথে দেশ ও জাতির জন্য কাজ করবেন।

হেঃ হেঃ ভূতের মুখে রামনাম :D

০২ রা মার্চ, ২০১৩ বিকাল ৩:৪১

বাংলার হাসান বলেছেন: আশা নিয়ে আজও আছি বসে, দুই নেত্রী দল নয় দেশের মানুষের ডাকে সাড়া দিবে।

৫| ০২ রা মার্চ, ২০১৩ বিকাল ৩:২৭

বাগসবানি বলেছেন: ৪০ বছর এর মাঝে কেউ জাতির জন্য কাজ করল না । আর বুড়া বয়সে !!!

০২ রা মার্চ, ২০১৩ বিকাল ৪:১৮

বাংলার হাসান বলেছেন: এই কথাটা বুঝানোর জন্যই খোলা চিঠ।

এত কিছুর পরেও আমরা এই সকল নষ্ট নেতা-নেত্রীর পক্ষ নেই কি করে?

৬| ০২ রা মার্চ, ২০১৩ বিকাল ৩:৩০

সুমন জেবা বলেছেন: পরিশেষে দুই নেত্রীর প্রতি আহবান আপনারা দুইজনেই দেশ ও জনগনের মঙ্গলের জন্য প্রজন্ম চত্বরে এসে জাতির সামনে ওয়াদা করবেন আপনারা মারামারি-হানাহানির রাজনীতি বন্ধ করে গন জাগরন মঞ্চ থেকে একসাথে দেশ ও জাতির জন্য কাজ করবেন

এ আকুতি কোটি মানুষের..

০২ রা মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৪

বাংলার হাসান বলেছেন: কিন্তু তারা কি তা শুনতে পায়?

৭| ০২ রা মার্চ, ২০১৩ বিকাল ৩:৫২

আদরসারািদন বলেছেন: ভাল লাগেনা আর এই অপরাজনীতি X(( X((

০২ রা মার্চ, ২০১৩ রাত ১০:৪৯

বাংলার হাসান বলেছেন: অপরাজনীতি থেকে মুক্তির জন্য আমাদেরকেই এগিয়ে আসতে হবে।

৮| ০২ রা মার্চ, ২০১৩ রাত ৮:৫৩

স্বপনবাজ বলেছেন:
পরিশেষে দুই নেত্রীর প্রতি আহবান আপনারা দুইজনেই দেশ ও জনগনের মঙ্গলের জন্য প্রজন্ম চত্বরে এসে জাতির সামনে ওয়াদা করবেন আপনারা মারামারি-হানাহানির রাজনীতি বন্ধ করে গন জাগরন মঞ্চ থেকে একসাথে দেশ ও জাতির জন্য কাজ করবেন।

০২ রা মার্চ, ২০১৩ রাত ৯:৪২

বাংলার হাসান বলেছেন: সহমত

৯| ০২ রা মার্চ, ২০১৩ রাত ৯:০৯

নিয়েল ( হিমু ) বলেছেন: চিঠিটা যথাস্থানে গিয়ে পৌছাক ।

০২ রা মার্চ, ২০১৩ রাত ৯:৪২

বাংলার হাসান বলেছেন: চেষ্টা করে ব্যর্থ হয়ে ব্লগে দিলাম। পত্রিকায় ও দিছি কেউ ছাপায় নাই।

১০| ০২ রা মার্চ, ২০১৩ রাত ৯:২৩

ইন্ড্রাস্ট্রিয়াল জয় বলেছেন: নিয়েল ( হিমু ) বলেছেন: চিঠিটা যথাস্থানে গিয়ে পৌছাক ।

০২ রা মার্চ, ২০১৩ রাত ১০:৪৯

বাংলার হাসান বলেছেন: চেষ্টা করে ব্যর্থ হয়ে ব্লগে দিলাম। পত্রিকায় ও দিছি কেউ ছাপায় নাই।

১১| ০২ রা মার্চ, ২০১৩ রাত ৯:২৬

বোকামন বলেছেন: ওনাদের আশেপাশে থাকা দেয়াল ভেদ করে এই চিঠি পেীছবে কি :(

০২ রা মার্চ, ২০১৩ রাত ১১:২৯

বাংলার হাসান বলেছেন: মনে হয় না :( :( :(

১২| ০২ রা মার্চ, ২০১৩ রাত ৯:৩২

শের শায়রী বলেছেন: এই ব্যাপারটা নিয়ে আরো লেখা উচিত। এদের কোন ধারনা নেই এরা কি নিয়ে খেলছে। এই যে যুদ্ধ যুদ্ধ খেলা। এ বড় ভয়ংকর খেলা। অনেক ধন্যবাদ।

০২ রা মার্চ, ২০১৩ রাত ১১:৪৪

বাংলার হাসান বলেছেন: এই যে যুদ্ধ যুদ্ধ খেলা। এ বড় ভয়ংকর খেলা। সহমত

১৩| ০২ রা মার্চ, ২০১৩ রাত ১১:০৫

শিপু ভাই বলেছেন:
আপ্নের কথা হুনবনি হেরা???!!!???

০৩ রা মার্চ, ২০১৩ রাত ১২:১৭

বাংলার হাসান বলেছেন: তারপরেও চেষ্টা করতে দোষ কি?

১৪| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ২:২৩

মাক্স বলেছেন: ভালো বলেছেন!!!

০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৭

বাংলার হাসান বলেছেন: ভাল বলে কি লাভ? ভাল কথার ভাত নাই। :( :( :(

১৫| ০৩ রা মার্চ, ২০১৩ সকাল ১১:০৯

সাউন্ডবক্স বলেছেন: আসুন আমরা সত্তিকারের একটি আন্দোলন করি যাতে মানুষ বিশ্বাসের সাথে জোগ দিবে।

*নোংরা রাজনীতি থেকে আমরা মুক্তি চাই** এই বিষয়ে।

০৩ রা মার্চ, ২০১৩ রাত ৮:৪১

বাংলার হাসান বলেছেন: একটু ঝেড়ে কাশেন ব্রো

১৬| ০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ১:২৮

হীরা ৪৪ বলেছেন: ৪২ বছর , ৪২ বছর এ কি দাম দিয়েছি ৯ মাষের রক্ত বন্যার ? সব শালা টক শো তে বহুত লাফাইতাছে? দেশে একটা একটা দিন যাইতেছে অবস্থা আরও খারাপ হচ্ছে।
দেশে ৩ বছরে দুর্নীতি হয় নাই ? এইটা আপনি বিশ্বাস করতে বলেন আমাকে? এর এই দুর্নীতি প্রশ্রয় দেয়া হয় নি ? ১৯৭১ শুধু কিছু জুদ্ধ অপরাধীর ইস্যু বানানোর জন্য ছিলো না , ৭১ এর লক্ষ ছিল স্বাধীনতা, আইনের শাসন , সচ্ছলতা , অধিকার আদায়ে নো টাল বাহানা, দুর্নীতির বেপারে নো হাঙ্কি পাঙ্কি।

জুদ্ধঅপরাধী দের বিচার আরও অনেক আগেই করা উচিত ছিল যেটা করা হয় নি, বাশি পান্তা এখন বাঙলা মাল হয়ে গেছে , তাই যেই খায় টাল হয়ে পরে থাকে। ৪২ বছর পর আমরা দায় টানতেছি, জীবন বিপন্ন করতেছি সেটাও আপনাদের ভুলে। বিচার এর মুলা টা এইবার শেষ করেন দয়া করে।

৪২ বছরে শহিদের অভিশাপে পুরে জাচ্ছে জাতিও স্বপ্ন ভুমি। আমারা শুধু দর্শক ই থেকে গেলাম।
বিম্পি/ আওয়ামীলীগ/ বাসদ/ জামাত/গামছা/আরো যতো মার্কা আছে বর্জন করুন।

উত্তর দেন কে দুর্নীতি করে নাই ?
উত্তর দেন কে দুর্নীতি করে স্বীকার করেছে ?

আন্দলনের দরকার নাই, আন্দলন করেতে বলি না কাউকে, কথা গুলো সব মানুষ কেই বুঝতে হবে, মিথ্যাচার কত দিন আমাদের গ্রাস করবে? পারবে না। আমরা সহ্য করতেছি , আমাদের পরের তার পরের বা তারও পরের প্রজন্ম মিথ্যার দেয়াল ভাংবে, ভাংবেই, সেদিন আমাদের স্থান কাপুরুষের বা তেলাপোকার দলে।

এক এক টা কুত্তার বাচ্চা, এরা তেল বাজি করতে করতে দেশ তেল শুন্য করল , গলা বাজি করতে করতে গলা ফাটাইয়া ফেললো, দেশের টাকা বিদেশে কোন দল নেয় নাই ? হাহ ? মিয়া রা পক পক করেন খালি ? সামনে ভোট আইতাছে ঠিক ই তো লাইনে দারায়া নিজের পু*** আগায়া দিবেন।
শালা বাঙালি চরম মানের দর্শক, ইভেন নিজের পু*** মারাও নিজে দেখে। আর সাইবার ক্রাইম অ্যাক্ট মানি না, আমার গলা দিয়া যা বের হয় আমি কমু।

জুদ্ধ যখন এক দেশ থেকে আরেক দেশ লাগে তখন শত্রু পক্ষ মিত্র পক্ষ লাগে এখন কিন্তু ভাই এর গলা ভাই কাটছে আর আব্বারা বসে বসে হুক্কা টানতাছে

০৩ রা মার্চ, ২০১৩ রাত ৮:৪৩

বাংলার হাসান বলেছেন: ৪২ বছরে শহিদের অভিশাপে পুরে জাচ্ছে জাতিও স্বপ্ন ভুমি। আমারা শুধু দর্শক ই থেকে গেলাম।
বিম্পি/ আওয়ামীলীগ/ বাসদ/ জামাত/গামছা/আরো যতো মার্কা আছে বর্জন করুন।

উত্তর দেন কে দুর্নীতি করে নাই ?
উত্তর দেন কে দুর্নীতি করে স্বীকার করেছে ?


সম্পূর্ন একমত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.