![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অমি হাসান নামেই আমি পরিচিত এই নামে অন্য ব্লগার থাকায় হয়ে গেলাম বাংলার হাসান। ইতিহাস হলো একটি জাতির দর্পন। ইতিহাস অসচেতন জাতি কোন দিন প্রকৃত দেশপ্রেম ও জাতীয়তাবোধে উজ্জীবিত হতে পারে না।
ছবি কথা বলে এ কথাটা আবার প্রমান হলো
আজ ফটোশপে কাজ করা ছবি দিয়ে জামাত শিবির যখন বিভ্রান্তির বেড়াজালে ফেলছে জাতিকে, ঠিক সেই মুহুত্তে বিবেকের তাড়নায় ৭১এর কিছু ছবি দিলাম। যেখানে নেই ফটোশপের ক্যারিশমা, ছবি গুলো দেখে চোখের জল আটকে রাখতে পারি নাই। ছবি গুলো দেখে যদি ৭১এর পরে জন্ম জামাত শিবির সমর্থকদের বিবেক বন্ধক না থাকে তবে তার বিবেক নাড়া দিতে বাধ্য।
উপরের ছবি গুলো কি বলে?
এই বাচ্চার কাছ থেকে শিখুন কিরে মায়ের জন্য লড়তে হয়।
জামাত শিবিরের কাছে কি কোন উত্তর আছে?
হে জামাত শিবির তোমাদের বিবেক কি বন্ধক রেখেছ?
আজ ৪২ বছর পরে এসে আমরা পারিনি একটি বারের জন্যও পারিনি তোমাদের প্রাপ্য সন্মানটুকু দিতে হে আমার শহীদ মা,বাবা,ভাই ,বোন। নত মস্তকে ক্ষমা চাই বোনদের কাছে আমরা পারিনি তোমাদের আব্রু লুন্ঠন কারী জানোয়ারদের শাস্তি দিতে। বরঞ্চ তাদের সাথে বিয়ে-শাদী আর ব্যবসা করেছি তৈরী করেছি তাদেরকে জন্য ফুলের ফাপড়ি বিছানো লাল গালিচা।
আমায় ক্ষমা কর হে আমার ধর্ষিতা মা,বোন আমায় ক্ষমা কর।
০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১২:২১
বাংলার হাসান বলেছেন: অবশ্যই নিতে পারেন। ব্রো
২| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১২:১০
আমার মন বলেছেন: অনেক ধন্যবাদ। তবে ওদের নাড়া দিতে পারবে না। কারণ বিবেক এর সাথে সাথে এরা নিজেদের ঘিলু হারিয়ে ফেলেছে।
০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১২:২৯
বাংলার হাসান বলেছেন: এই ছবি গুলো দেখার পরে কোন মানুষ ঠিক থাকতে পারে?
৩| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১২:১১
ঘুড্ডির-পাইলট বলেছেন:
জামাতের সাপোর্ট যারা করে তাদের জুতাপিটা করলাম ।
০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১২:৩৯
বাংলার হাসান বলেছেন: ঘুড্ডি ভাই শুধু জুতাপিটাতে চলবে না।
এমন কিছু করতে হবে যা দেখে ইবলিসও ভয় পায়, বিশ্বের বুকে হয়ে থাকবে উদাহরন হয়ে এমন কিছু করতে হবে।
৪| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১২:১৪
আলিমুজ্জামান বলেছেন: আমি পারিনি রাখতে ধরে হৃদয়ের হাহাকার,
পারিনি রাখতে ধরে চোখের অশ্রু
পারিনি মেলাতে ছন্দ
আমাদের বিবেক বন্ধ................
জামাত-শিবির কেড়ে নিয়েছে আমাদের ভায়েদের বিবেক, কেড়েছে তাদের সব, বাধ্য করেছে তাদের নিজের ভায়েদের হত্যা করতে।
ধন্যবাদ পোষ্টের জন্য।
০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১২:৫৭
বাংলার হাসান বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ ব্রো।
৫| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১২:১৫
রি হোসাইন বলেছেন: ছবি গুলো পোস্ট করে দেখার সুযোগ করে দেবার জন্যে ধন্যবাদ।
০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১:৩৫
বাংলার হাসান বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ ব্রো।
৬| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১২:১৭
জাওয়াদ তাহমিদ বলেছেন: আমার মন বলেছেন: অনেক ধন্যবাদ। তবে ওদের নাড়া দিতে পারবে না। কারণ বিবেক এর সাথে সাথে এরা নিজেদের ঘিলু হারিয়ে ফেলেছে।
০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১:৪৫
বাংলার হাসান বলেছেন: সত্যি বলছি জামাত শিবিরের যে সকল সমর্থক ৭১ এর পরে জন্ম তাদের জন্য প্রচন্ড করুনা হচ্ছে। মানুষ কত বড় জানোয়ার হলে যারা এই হত্যা, ধর্ষনের সাথে জড়িত তাদের মুক্তির দাবীতে রাস্তায় নামে।
৭| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১২:২১
অয়ন সরকার বলেছেন: মনটা খারাপ হয়ে গেল... কেন দেখলাম পোস্টটা?
০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ২:২৭
বাংলার হাসান বলেছেন: ব্রো মন খারাপ না করে বরং এই শোককে শক্তিতে রুপান্তর করুন।
৮| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১২:২৩
তারছেড়া লিমন বলেছেন: আমায় ক্ষমা কর হে আমার ধর্ষিতা মা,বোন আমায় ক্ষমা কর।
০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ২:২৮
বাংলার হাসান বলেছেন: আমায় ক্ষমা কর মা আমি তোমার অযোগ্য সন্তান। আমায় ক্ষমা করো বোন আমি তোমার ভাই হবার যোগ্যতা রাখি না। আমায় ক্ষমা করো।
৯| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১২:২৪
পিপল বলেছেন: পোষ্টটার জন্য স্যালুট আপনাকে।
০৪ ঠা মার্চ, ২০১৩ সকাল ১১:৫৬
বাংলার হাসান বলেছেন: আপনাকেও ব্রো ।
১০| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১২:৪৬
শহীদ ভূইয়া বলেছেন: ছবিগুলো দেখে আরাও বুকের ভেতরটা হু হু করে কেঁদে উঠল।
আপনাকে ধন্যবাদ ভাই, বিবেককে নাড়া দেবার জন্য।
০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ১২:০০
বাংলার হাসান বলেছেন: বিবেকের কড়া নেড়ে যায়
গন্তব্য নয় অজানা
১১| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১২:৫০
শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: জামাত-শিবির তো ঘিলুবিহীন দুই পায়ের পশু। ওরা এসবের কি বোঝে??
০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ১২:০১
বাংলার হাসান বলেছেন: ঘিলুবিহীন দুই পায়ের পশু। একমত
১২| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১:০২
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ম্যাডামেরও বুঝা উচিত কোনটাকে গনহত্যা বলে !!!
গেলমান গুলার কথা নাই বা বললাম ।
০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ১২:০২
বাংলার হাসান বলেছেন: আমি নির্বাক
১৩| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১:১০
সাদা-কালো বলেছেন: "মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ম্যাডামেরও বুঝা উচিত কোনটাকে গনহত্যা বলে !!! / /
/
/
"
মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে সহমত। পোস্টের জন্য ধন্যবাদ। পোস্ট শেয়ার দিলাম।
০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ১২:০৪
বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ ব্রো। শেয়ার করে জানিয়ে দিন ওরা কি ছিল।
১৪| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১:৩৫
একরামুল হায়দার বলেছেন: ভাষা হরিয়া ফেলেছি
০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ১:৫৩
বাংলার হাসান বলেছেন: শোককে শক্তিতে রুপান্তর করতে হবে।
১৫| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১:৩৬
স্নিগ্ধ শোভন বলেছেন: পোস্টে ভালোলাগা।
আর জমাতের ছায়াতলে থাকা ছত্র শিবির এর ছেলেদের জন্য সমবেদনা।কারণ তারা উৎকৃষ্ট জাতের আবাল । তা না হলে তারা কি আর স্বাদে পাকিস্তনি রাজাকারদের ব্রেন ওয়াশ এ ইতিহাস ভুলে।পুরাই ছাগুর দল।
লক্ষ শহীদের প্রাণের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা আমরা বৃথা যেতে দেবনা।
=========
জয় বাংলা
=========
০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ২:০১
বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ ব্রো।
১৬| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১:৩৮
আমি সাজিদ বলেছেন: পোস্টের জন্য স্যালুট।
০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ২:০১
বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ ব্রো।
১৭| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১:৪৭
শিপন মোল্লা বলেছেন: আমায় ক্ষমা কর হে আমার ধর্ষিতা মা,বোন আমায় ক্ষমা কর। আমরা সবাই তোমাদের পুজি বানিয়ে রাজনীতি করছি। পারিনি তোমাকে তোমার যথার্থ সম্মান দিতে।
আমায় ক্ষমা কর হে আমার ধর্ষিতা মা,বোন আমায় ক্ষমা কর।
০৪ ঠা মার্চ, ২০১৩ বিকাল ৩:২৭
বাংলার হাসান বলেছেন: আমায় ক্ষমা কর হে আমার ধর্ষিতা মা,বোন আমায় ক্ষমা কর। আমরা সবাই তোমাদের পুজি বানিয়ে রাজনীতি করছি। পারিনি তোমাকে তোমার যথার্থ সম্মান দিতে।
১৮| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ২:০৬
এম হুসাইন বলেছেন: আবুশিথি বলেছেন: আমায় ক্ষমা কর হে আমার ধর্ষিতা মা,বোন আমায় ক্ষমা কর। আমরা সবাই তোমাদের পুজি বানিয়ে রাজনীতি করছি। পারিনি তোমাকে তোমার যথার্থ সম্মান দিতে।
আমায় ক্ষমা কর হে আমার ধর্ষিতা মা,বোন আমায় ক্ষমা কর।
আর কিছু বলার ভাষা নেই।
পোস্টে +++++++
০৪ ঠা মার্চ, ২০১৩ বিকাল ৩:২৭
বাংলার হাসান বলেছেন: আমায় ক্ষমা কর ।
+++++++ এর জন্য ধন্যবাদ।
১৯| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ২:০৭
রুপালী রাত বলেছেন: ওহ আল্লাহ তুমি এই পথভ্রষ্ট মানুষদের সুমতি দাও। আমার মায়ের উপর, আমার মাটির উপর এই নরপশুরা যে অত্যাচার করেছে চল্লিশ কেন চারহাজার বছর পর হলেও সেই কলঙ্ক দূর করবো আমীন!
০৪ ঠা মার্চ, ২০১৩ বিকাল ৩:২৮
বাংলার হাসান বলেছেন: আমার মায়ের উপর, আমার মাটির উপর এই নরপশুরা যে অত্যাচার করেছে চল্লিশ কেন চারহাজার বছর পর হলেও সেই কলঙ্ক দূর করবো আমীন!
আমীন!আমীন!আমীন!
২০| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ৩:০১
তামিম ইবনে আমান বলেছেন:
মাইন্ড ব্লোয়িং
০৪ ঠা মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৪
বাংলার হাসান বলেছেন: হুমম
২১| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ৩:০৪
আমি তুমি আমরা বলেছেন: ছবি গুলো পোস্ট করে দেখার সুযোগ করে দেবার জন্যে ধন্যবাদ।
০৪ ঠা মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৫
বাংলার হাসান বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ। ব্রো
২২| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ৩:৪৮
হাঁড় = ঘাঁড় বলেছেন: এম হুসাইন বলেছেন: আবুশিথি বলেছেন: আমায় ক্ষমা কর হে আমার ধর্ষিতা মা,বোন আমায় ক্ষমা কর। আমরা সবাই তোমাদের পুজি বানিয়ে রাজনীতি করছি। পারিনি তোমাকে তোমার যথার্থ সম্মান দিতে।
আমায় ক্ষমা কর হে আমার ধর্ষিতা মা,বোন আমায় ক্ষমা কর।
আর কিছু বলার ভাষা নেই।
পোস্টে +++++++
০৪ ঠা মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৫
বাংলার হাসান বলেছেন: আমায় ক্ষমা কর হে আমার ধর্ষিতা মা,বোন আমায় ক্ষমা কর।
২৩| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ৩:৫১
নিয়েল ( হিমু ) বলেছেন: আমায় ক্ষমা করো
০৪ ঠা মার্চ, ২০১৩ বিকাল ৫:২৫
বাংলার হাসান বলেছেন: আমায় ক্ষমা কর হে আমার ধর্ষিতা মা,বোন আমায় ক্ষমা কর।
২৪| ০৪ ঠা মার্চ, ২০১৩ ভোর ৪:০৯
কামরুল ইসলাম রুবেল বলেছেন: ক্ষমা করো
০৪ ঠা মার্চ, ২০১৩ বিকাল ৫:২৬
বাংলার হাসান বলেছেন: আমায় ক্ষমা কর হে আমার ধর্ষিতা মা,বোন আমায় ক্ষমা কর।
২৫| ০৪ ঠা মার্চ, ২০১৩ সকাল ৯:২৬
সেয়ানা বলেছেন: কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছি।
০৪ ঠা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩
বাংলার হাসান বলেছেন: সেটাকে শক্তিতে রুপান্তর করুন।
২৬| ০৪ ঠা মার্চ, ২০১৩ সকাল ৯:৩১
লেখোয়াড় বলেছেন:
++++++++++++
০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ৮:১৪
বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ।
২৭| ০৪ ঠা মার্চ, ২০১৩ সকাল ৯:৪৭
রাফা বলেছেন: বর্তমান সময়ে এই পোস্টগুলো বার বার দেওয়া যেতে পারে।
ধন্যবাদ,বাংলার হাসান।
জয় বাংলা।
০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ৮:১৫
বাংলার হাসান বলেছেন: আমায় ক্ষমা কর হে আমার ধর্ষিতা মা,বোন আমায় ক্ষমা কর।
আপনাকেও ধন্যবাদ,
২৮| ০৪ ঠা মার্চ, ২০১৩ সকাল ১০:১২
প্যাপিলন বলেছেন: বার বার ধৌত করার মাধ্যমে যাদের ব্রেইনের কার্যকারিতা পুরোই নষ্ট করে দেয়া হয়েছে তাদের কাছে ৭১ এর পাপের জন্য উত্তর চাওয়া অর্থহীণ- ওদের মস্তিষ্কে শুধু পাকিস্তান, শুধুই পাঞ্জাবীদের জন্য কান্না, ইউনাইটেড পাকিস্তানের স্বপ্ন - আমরা ব্যার্থ ব্রেইন ওয়াশের মাধ্যমে নষ্ট হওয়া প্রজন্মের একটা অংশকে রক্ষা করতে পারিনি বলে, ভবিষ্যত প্রজন্ম যাতে জামাত শিবিরের ওয়াশিং মেশিনের শিকার না হয় তার জন্য এখনই প্রস্তুতি নিতে হবে
০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ৯:৪৮
বাংলার হাসান বলেছেন: ৭১ এর পাপের জন্য উত্তর চাওয়া অর্থহীণ- ওদের মস্তিষ্কে শুধু পাকিস্তান, শুধুই পাঞ্জাবীদের জন্য কান্না, ইউনাইটেড পাকিস্তানের স্বপ্ন
আমায় ক্ষমা কর হে আমার ধর্ষিতা মা,বোন আমায় ক্ষমা কর।
২৯| ০৪ ঠা মার্চ, ২০১৩ সকাল ১০:১৪
কান্ডারি অথর্ব বলেছেন:
আপনি কাদের কাছে উত্তর চান যারা চান্দে নিজের চেহারা খুঁজে বেহায়াপনা করে বেড়ায়।
০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১১:৫২
বাংলার হাসান বলেছেন: গোপন সুত্রে পাওয়া সংবাদ
যারা চাঁদে যাচ্ছেন সাবধান
চাঁদের বুড়ি পেগনেট
৩০| ০৪ ঠা মার্চ, ২০১৩ সকাল ১০:২৫
সেচ্ছাসেবক বলেছেন: মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ম্যাডামেরও বুঝা উচিত কোনটাকে গনহত্যা বলে !!! / /
/
/
গেলমান গুলার কথা নাই বা বললাম ।
X
গুলাবী তখন ক্যান্টননমেন্টে ... আর গুলাবী এখন ড্রেনে ... মাঝখানের সময়টাতে গুলাবী ছিল মধ্যপ্রাচ্যে ...
০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১১:৫৩
বাংলার হাসান বলেছেন: আমায় ক্ষমা কর হে আমার ধর্ষিতা মা,বোন আমায় ক্ষমা কর।
৩১| ০৪ ঠা মার্চ, ২০১৩ সকাল ১১:২৩
রুদ্র মানব বলেছেন: মন খারাপ হয়ে গেল। প্রিয়তে নিয়ে রাখলাম সংগ্রহের জন্যে।
০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১১:৫৩
বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ
৩২| ০৪ ঠা মার্চ, ২০১৩ সকাল ১১:৩৬
নীলপথিক বলেছেন: ম্যাডাম, আপা সাবই বোঝেন রাজনীতি, তাদের কেউই বোঝেন না আমাদের দুঃখ। বুঝি শুধু আমরা। সুতরাং, জামাত-শিবির কে আরেকবার কষে ঘৃণা।
০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১১:৫৪
বাংলার হাসান বলেছেন: আমায় ক্ষমা কর হে আমার ধর্ষিতা মা,বোন আমায় ক্ষমা কর।
৩৩| ০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ১:০৪
আমিনুর রহমান বলেছেন: আমায় ক্ষমা কর হে আমার ধর্ষিতা মা,বোন আমায় ক্ষমা কর।
০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১১:৫৪
বাংলার হাসান বলেছেন: আমায় ক্ষমা কর হে আমার ধর্ষিতা মা,বোন আমায় ক্ষমা কর।
৩৪| ০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ২:০৪
এসক্লেপিয়াস বলেছেন: আমিনুর রহমান বলেছেন: আমায় ক্ষমা কর হে আমার ধর্ষিতা মা,বোন আমায় ক্ষমা কর।
০৫ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩১
বাংলার হাসান বলেছেন: আমায় ক্ষমা কর হে আমার ধর্ষিতা মা,বোন আমায় ক্ষমা কর।
৩৫| ০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ২:০৭
নায়করাজ বলেছেন: এগুলো কী ছবি দিলেন। আসল ছবি তো এখানে : Click This Link
০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ২:২৩
বাংলার হাসান বলেছেন: নায়ক ভাই আপনার আসল ছবিতে আমার একটা কমেন্ট আছে, সাথে চায়ের দাওয়াতও ছিল কমেন্টে।
৩৬| ০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ২:০৯
এসএমফারুক৮৮ বলেছেন: +++
প্রিয়তে নিলাম ভাই।
০৫ ই মার্চ, ২০১৩ রাত ১২:১৭
বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ ব্রো।
৩৭| ০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ২:২৭
সবখানে সবাই আছে বলেছেন: এদেরকে যারা সাপোর্ট করবে তাদেরকে এই দেশ থেকে ঘাড় ধরে বের করে পেয়ারা পাকিস্তানে নিয়ে যাওয়া দরকার।
০৫ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪৯
বাংলার হাসান বলেছেন: একমত
৩৮| ০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ২:২৮
স্পাইসিস্পাই001 বলেছেন: আমায় ক্ষমা কর হে আমার ধর্ষিতা মা,বোন আমায় ক্ষমা কর।
০৫ ই মার্চ, ২০১৩ রাত ১:১৪
বাংলার হাসান বলেছেন: আমায় ক্ষমা কর
৩৯| ০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ২:২৯
মেংগো পিপোল বলেছেন:
কষ্টের ছবি গুলো দেখে কষ্টে বুক ফেটে যাচ্ছে।
আপনাকে ধন্যবাদ ভাই কষ্টের স্মৃতী গুলো মনে করিয়ে দেবার জন্য।
বীরঅংগনাদের ছবি গুলো কিছুটা সেন্সর করার জোড় আকুতি জানাচ্ছি।
আর ১২ নম্বর ছবিটা বিতর্কিত, আমি একটা লিংকদেই ইচ্ছা হলে দেখে নিতে পারেনঃ View this link
০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ২:৫৯
বাংলার হাসান বলেছেন: বীরাঙ্গনাদের ছবি গুলো সেন্সর না করার কারন হলো সেই সকল জারজ গুলাকে দেখানোর জন্য যারা তাদের হারামী বাপদের জন্য নতুন হত্যায় মেতে উঠেছে। তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে বলার জন্য দেখ তোদের বাবারা কি করেছিল।
১২নং ছবিটা আমি একজন তৎকালীন "সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ" এর লিডার ও মুক্তিযোদ্ধা এবং শহীদের সন্তানও তিনি তার কাছ থেকে জেনে নেয়ার চেষ্টা করব। যদি কোন ভুল থাকে ছবিটা বাদ দিয়ে দিব।
আর আপনার দেয়া লিংটা দেখলাম। ধন্যবাদ আপনাকে
৪০| ০৪ ঠা মার্চ, ২০১৩ বিকাল ৩:০৬
কোবিদ বলেছেন:
একাত্তরের হাতিয়ার
গর্জে উঠুক আরেক বার
০৫ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫৯
বাংলার হাসান বলেছেন: মা তোর ভয় নাই
বাংলার মাটিত রাজাকারের ঠাই নাই।
৪১| ০৪ ঠা মার্চ, ২০১৩ বিকাল ৩:১৮
েমা খােদমুল ইসলাম বলেছেন: আমায় ক্ষমা কর হে আমার ধর্ষিতা মা,বোন আমায় ক্ষমা কর।
০৫ ই মার্চ, ২০১৩ রাত ১:০০
বাংলার হাসান বলেছেন: আমায় ক্ষমা কর
৪২| ০৪ ঠা মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৬
ওই চোরা বলেছেন: +++++++++++++
০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৩৯
বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ ব্রো।
৪৩| ০৪ ঠা মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৯
আহলান বলেছেন: ধন্যবাদ শেয়ার করার জন্য।
*****বরঞ্চ তাদের সাথে বিয়ে-শাদী আর ব্যবসা করেছি তৈরী করেছি তাদেরকে জন্য ফুলের ফাপড়ি বিছানো লাল গালিচা।*******
০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৪০
বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ ব্রো।
তাইতো হচ্ছে।
৪৪| ০৪ ঠা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯
এম ই জাভেদ বলেছেন: আমি তো জানতাম বিবেক মানুষের থাকে। ওদের সেটি থাকলেই তো বন্ধক দেবে !!
০৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৮
বাংলার হাসান বলেছেন: মন্দ বলেন নাই।
৪৫| ০৪ ঠা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০১
sumon3d বলেছেন:
কমেন্ট করার ভাষা খুজে পাচ্ছি না ব্রো। এই ছবিগুলো ঐ ধর্মব্যবসায়ীদের কখনোই হৃদয় স্পর্শ করবে না।
০৫ ই মার্চ, ২০১৩ রাত ১০:০৬
বাংলার হাসান বলেছেন: এই ছবিগুলো ঐ ধর্মব্যবসায়ীদের কখনোই হৃদয় স্পর্শ করবে না। একমত ব্রো
৪৬| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ৯:৫৫
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: জামাতের ভূমিকা নিয়ে আরও কিছু ছবির লিঙ্কঃ
Click This Link
০৫ ই মার্চ, ২০১৩ রাত ১০:১২
বাংলার হাসান বলেছেন: কমেন্ট করেছি।
৪৭| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১০:০৩
নিয়েল ( হিমু ) বলেছেন: আচ্ছা এই ছবি গুলোর রিয়েল কপিগুলো কি আমাকে দিবেন ?
আমার সংগ্রহে রাখতে চাই । পোষ্ট যদিও প্রিয়তে রাখছি তবুও আলাদা করে পেতে চাই ।
০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১০:৩৮
বাংলার হাসান বলেছেন: ভাই রিয়েল কপি থেকেই স্ক্যান করে নেয়া, আর রিয়েল কপি গুলো আমার না। যার তাকে দিয়ে দিয়েছি
৪৮| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১০:০৭
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: বংগবন্ধুর কাছে আমার একটাই প্রশ্ন, কেন আপনি এদের বিচার করে গেলেন না?? !!
তাহলে আজকে ৪২ বছর পর আমাদের এই অরাজক পরিস্থিতি দেখতে হত না !!
০৫ ই মার্চ, ২০১৩ রাত ১০:১৯
বাংলার হাসান বলেছেন: বঙ্গবন্ধু যেহেতু নাই অতএব এসব কথা মূল্যহীন
০৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩০
বাংলার হাসান বলেছেন: ৪৯ নং কমেন্ট দেখন
৪৯| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫৭
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: @মুহাম্মদ জহিরুল ইসলাম : বঙ্গবন্ধু বিচার করে নাই , এইসব ফালতু কথা সব যায়গায় বলবেন না । আপনি কি জানেন , ৭৫ এর পরে দালাল আইনে আটককৃত বন্দীদের মুক্তি দেয়া হইছিলো , এখন বঙ্গবন্ধু যদি বিচার শুরু না করতো তাহলে , ঐ মুক্তিপ্রাপ্ত বন্দীদের আটক করছিলো কে?
০৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:২৯
বাংলার হাসান বলেছেন: রাইট।
সত্যকে স্বীকার করার মাঝেই প্রকৃত শান্তি,
৫০| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ১:০৯
নিয়েল ( হিমু ) বলেছেন: হা হা হা রিয়েল কপি আপনার হলেও কি দিয়ে দিতেন আমাকে ?
আসলে PCতে যেই ভার্ষণটা আছে আমি ঐ গুলো চাচ্ছিলাম । কারন ব্লগের ছবির ভার্ষণ লো হয় ।
০৫ ই মার্চ, ২০১৩ রাত ১:১৯
বাংলার হাসান বলেছেন: ওকে ব্রো
৫১| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ২:৪২
মাক্স বলেছেন: ++++++++++
০৬ ই মার্চ, ২০১৩ রাত ২:০৮
বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ ব্রো।
৫২| ০৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৮
শিপু ভাই বলেছেন:
অঃটঃ ফোন বন্ধ কেন? ফোন দেন!!!
০৭ ই মার্চ, ২০১৩ রাত ১২:১৯
বাংলার হাসান বলেছেন: ফোনে কথা হবার পরে উত্তর দিলাম
৫৩| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ৩:৪৩
নিয়েল ( হিমু ) বলেছেন:
[email protected]
ছবি গুলার জন্য
০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৫২
বাংলার হাসান বলেছেন: ওকে ব্রো পেয়ে যাবেন ইনশাল্লাহ।
৫৪| ০৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৮
মশামামা বলেছেন: মজার একটা গল্প শোনাই - দেখেন কি চমকপ্রদ কাহিনী। নিজে পাত্তা না পাইয়া দু'জন ব্লগারের প্রেমের কবিতা আদান-প্রদানকে কেন্দ্র করিয়া একজন জনপ্রিয় ব্লগার জ্ঞান-বুদ্ধি হারাইয়া কিভাবে তার চক্ষুশূলদ্বয়কে গালিগালাজ করিয়া ব্লগ থেকে বিতাড়িত করিতে পারেন।
এখানে দেখেন - শায়মার ন্যাকা কাহিনী:
Click This Link
দুইদিন হইতে বিরাট গবেষণা করিয়া আমি ইহা আবিষ্কার করিয়া ফেলিলাম। তবে, নীলঞ্জন বা সান্তনু একটা গাধা। দিবাকে আমার ভালোই লাগতো। যাইহোক, উচিত ফল পাইয়াছে। তবে, শায়মা ও যে এক বিশাল মক্ষীরাণী এ ব্যাপারেও কোন সন্দেহ নাই।
৫৫| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ৮:২৫
মশামামা বলেছেন: খায়ালচে!!!!!
শায়মা বুড়ি আমার ফারামনিরে খায়ালচে!!!!
হালার নিকডাই খুলছিলাম এই জন্য। এখন এমুন চোক আমি কুনে পাই????????
সান্তনুরে গদাম দেয়া আমার এক সেকেন্ডের ব্যাপার আচিলো।
৫৬| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫৯
মনসুর-উল-হাকিম বলেছেন: আমায় ক্ষমা কর হে আমার ধর্ষিতা মা,বোন আমায় ক্ষমা কর। আল্লাহুম্মা আমীন|
১৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩৯
বাংলার হাসান বলেছেন: আমায় ক্ষমা কর
৫৭| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ৮:২২
কাজী মামুনহোসেন বলেছেন: মনসুর-উল-হাকিম বলেছেন: আমায় ক্ষমা কর হে আমার ধর্ষিতা মা,বোন আমায় ক্ষমা কর। আল্লাহুম্মা আমীন|
২৪ শে মার্চ, ২০১৩ রাত ৮:১২
বাংলার হাসান বলেছেন: আমায় ক্ষমা কর
৫৮| ১৩ ই মে, ২০১৩ সকাল ১১:৫৯
শাদা-অন্ধকার বলেছেন: পোষ্টটার জন্য স্যালুট আপনাকে. আমায় ক্ষমা কর হে আমার ধর্ষিতা মা,বোন আমায় ক্ষমা কর।
+++++
১৩ ই মে, ২০১৩ দুপুর ১২:৩৪
বাংলার হাসান বলেছেন: আপনাকেও স্যালুট।
৫৯| ১৭ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৩২
সুহাসলেলিন বলেছেন: জানিনা কিভাবে লিখবো।
আপনাকে অসংখ্য ধন্যবাদ...
প্রিয়তে রাখলাম, অনেক কেই দেখানোর প্রয়োজন হয় মাঝে মাঝে যারা ভুলে যায় আমাদের মুক্তিযুদ্ধ :'(
১৭ ই জুলাই, ২০১৩ রাত ৯:৪৬
বাংলার হাসান বলেছেন: ব্যক্তিগত ঝামেলায় এখন খুব একটা ব্লগে বসতে পারছিনা। উত্তর দিতে দেরী হওয়ায় দুঃখিত,
ঠিকই বলেছেন, কিছু মানুষ রুপী হায়না আছে যারা ভুলে যায় আমাদের মুক্তিযুদ্ধ ।
আপনাকে ও অসংখ্য ধন্যবাদ..
৬০| ১৭ ই জুলাই, ২০১৩ রাত ৯:০৭
আমি তুমি আমরা বলেছেন: প্রিয়তে
১৯ শে জুলাই, ২০১৩ রাত ১:৩৫
বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ ও শুভ কামনাঁ।
৬১| ১৯ শে জুলাই, ২০১৩ রাত ১:৪১
"আহসান" বলেছেন: আপনার পোস্টে কয়েকটা নতুন ছবি দেখলাম। যেগুলো আগে দেখা হয়নি। অসংখ্য ধন্যবাদ শেয়ার করার জন্য।
১৯ শে জুলাই, ২০১৩ রাত ৩:১৪
বাংলার হাসান বলেছেন: কষ্ট করে দেখার জন্য আপনাকে ও অসংখ্য ধন্যবাদ..
৬২| ১৯ শে জুলাই, ২০১৩ রাত ১:৪৫
মুহাম্মদ আসাদুল্লাহ্ বলেছেন: প্রিয়তে
১৯ শে জুলাই, ২০১৩ রাত ৩:১৪
বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ ও শুভ কামনা।
৬৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৩০
খইকাঁটা বলেছেন: ৭১ এর কিছু দুর্লব ছবি, এগুলো নয় কোন ফটোশপ এর ক্যারিশমা, পোষ্টটি উৎসর্গ জামাত শিবিরের সেই সমর্থকদের যাদের জন্ম ৭১ এর পরে।
--------------------------------------------------------
হাসান ভাই, ৭১ সালের দুর্লব ছবিগুলো দেখলাম। পাকিস্তানী সেনাবাহিনীর নানান ধরনের নির্যাতনের ছবি এগুলো। বাংলাদেশের জন্য এদের আত্মত্যাগের ঋন আমরা কোন দিনও শুধতে পারবো না। এঁদের অবদানে জাতি হিসাবে আমরা সম্মানিত।
আমাকে ভুল বুঝবেন না ২টা প্রশ্ন করি।
১. প্রায়ই দেখি অনেকে খুব করে গোটা পাকিস্তানীদের গালি দেন। আপনি বলেনতো এটা কি ঠিক?
২. হে জামাত শিবির তোমাদের বিবেক কি বন্ধক রেখেছ? এই প্রশ্নটা আপনি করলেন কি মনে করে? ওরা কি পাকিস্তান আর্মির করা এই কাজগুলোকে সমর্থন করে?
১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:১৮
বাংলার হাসান বলেছেন: প্রথমে আমি দুঃখ প্রকাশ করছি আপনার উত্তর দিতে দেরি হবার কারনে।
নেটের কিছু প্রবলেমের কারনে ব্লগে আসতে পারি না দীর্ঘ দিন যাবত।
১. প্রায়ই দেখি অনেকে খুব করে গোটা পাকিস্তানীদের গালি দেন। আপনি বলেনতো এটা কি ঠিক?
১, প্রশ্নের উত্তর। এক কথায় বলেল বলতে হয় না।এটা ঠিক না।
কেন ঠিক না নিচে বিস্তারিত দেখুন।
পাকিস্তানে বিভিন্ন জাতিস্থারবাস এখনো বহমান। যেমন পস্তু(পাঠান) সিন্ধি,বালুচ,পাঞ্জাবী প্রভূতি। এদের পরস্পরের সংস্কৃতি সাহিত্য লোকাচার খাদ্য অভ্যাস এক নয়। তাদের মাঝে, একটি বিষয় কমন। সেটি হলো ধর্ম, এরা সবাই ইসলাম ধর্মের অনুসারী। ৭১ পর্ববর্তী সময় বাঙালীদের একাংশ সংখ্যাগরিষ্ঠ মুসলমান, হিন্দু, খিষ্ট্রান, বৌদ্ধ, বাঙালীরাও বাঙালী জাতি হিসেবে পূর্ব পাকিস্তানের অধিবাসী ছিল। আজও বেলুচিস্তান ও সিন্ধদের জনসংখ্যা প্রায় আড়াই থেকে তিন শতাংশ হিন্দু ধর্মের অনুসারী। জাযিরাতুল আরবের অংশ, ওমানের জনসংখ্যার ২০%হিন্দু। ওমানে হিন্দু জনসংখ্যা প্রতি বছর কিছু না কিছু বাড়ে। আর আমাদের দেশ যেটা এক সময় পূর্ব পাকিস্তান ছিল, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশের অভ্যুদয়, সেই বাংলাদেশে হিন্দু জনসংখ্যা ক্রমশ্য কমে যাচ্ছে।কারন এদেশে খুব সযত্নে বিভিন্ন মোড়কে সাম্প্রদায়িকতাকে লালন করা হয়। এর মূল কারন অন্যকে উচ্ছ্যেদ করে তাদের ভূসম্পত্তি গ্রাস করা। ঠিক এমনি একটি চেতনাকে জাগরত রাখার জন্য শোষিত নিপিড়িত মানুষের মাঝে ভিবেদ সৃষ্টি করার জন্য হালাল ভাবে কিছু প্রচারনা চালানো হয়।আমাদের মুক্তিযুদ্ধের সময় ভারতের পশ্চিমবঙ্গ ছাড়া ভারতের অন্যান্য প্রদেশের মানুষেরা আমাদের মুক্তিযুদ্ধকে তেমন ভাবে সমর্থন দেয়নি।তবে আমরা দিল্লির আকুন্ঠ্ সমর্থন লাভে ধন্য হই।দিল্লির লক্ষ্য ছিল রুশ-ভারত অক্ষ শক্তির একজন হিসেবে পাক-মার্কিন অক্ষ শক্তিকে ঘায়েল করা। বিরাট একটি বাজার দখল করা।এবং বাঙালীর স্বাধিকার আন্দোলনকে এগিয়ে দিয়ে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশকে সৃষ্টি করা। সাপ ও মরলো লাঠিও ভাঙ্গল না্। পাকিস্তানের পাঞ্জাবীরা মহাজের (বিহার থেকে আগত) সহ অনেকেই বাংলাদেশে পাকিস্তানী সেনা বাহিনীর নিশংসতাকে সমর্থন করেছে। তেমনি বেলুচ,সিন্ধি ও পাঠানদের অনেকেই পাকিস্তানী সেনা বাহিনীর বর্বরতাকে সমর্থন দেয় নাই। এর কারনে তাদের অনেকেই কারাভোগ ও নির্যাতন সহ্য করতে হয়েছে। যদিও এরা সংখ্যায় অল্প, এবং তারা কোন স্বার্থক জনমত তৈরী করতে পারে নাই।
ভারত,শ্রীলঙ্কা,পাকিস্তান নেপাল, বাংলাদেশের শোষিত ও নির্যাতিত মানুষের স্বার্থ এক এবং অভিন্ন। প্রতিটা দেশের শোষক শ্রেনীর স্বার্থ এক ও অভিন্ন। শোষিত মজলুম জনতার ঐক্য যাতে গড়ে উঠতে না পারে, সেই জন্য শোষক শ্রেনী পাকিস্তানী,ভারতীয়,হিন্দু, মুসলমান এই রকম মোটা দাগে সমাজকে বিভক্ত করে রাখার চেষ্টা করে। শোষিত শ্রেনী শোষকদের এই ফাঁদে সহজরই ধরা দেয়।
পাঠকরা নির্ধারন করবেন আপনি বিষয়টাকে কিভাবে দেখবেন। এটা যার যার অভিলাস।
২. হে জামাত শিবির তোমাদের বিবেক কি বন্ধক রেখেছ? এই প্রশ্নটা আপনি করলেন কি মনে করে? ওরা কি পাকিস্তান আর্মির করা এই কাজগুলোকে সমর্থন করে?
১৯৭১সালে রাজাকার বাহিনীর পত্তন হয় ৪ঠা মে খুলনার আনসার ক্যাম্পে। নেতৃত্ব দেন জামাত নেতা মাওঃইউসুফ, পরে রাজাকার বাহিনীতে বিভিন্ন দল ও মতের সমাবেশ ঘটে। এর ছিল অতি সাধারন মানুষ, অনেকের রাজনৈতিক প্রজ্ঞা ছিল শূন্যের কোটায়। আল বদর বাহিনীর পত্তন হয় শেরপুরে ইসলামী ছাত্র সংঘের(পরে রুপান্তিত ইসলামী ছাত্র শিবির) ছেলেদের নিয়ে্ নেতৃত্বে ছিলেন মুজাহিদি ও নিজামী।আল বদর ও রাজাকার বাহিনীর কৃর্তি নিশ্চয় আপনারা অবহিত। এ সবই ৭১ সালের ঘটনা। জামাত শিবিরের তরুন প্রজন্ম আজ পর্যন্ত এই সমস্ত ঘটনার নিন্দা প্রকাশ করে নাই। বরং এদেরকেই তাদের দলের শীর্ষপদে অধিষ্ঠিত করেছে।
উপরে উল্লেথিত বক্তব্যের সাথে যদি সহমত হন, তাহলে আমার এই আহবান “হে জামাত শিবির তোমাদের বিবেক কি বন্ধক রেখেছ?” অবান্তর বা অন্যায় বলে মনে করেন কি?
আপনার প্রশ্ন “ওরা কি পাকিস্তান আর্মির করা এই কাজগুলোকে সমর্থন করে?”
আমার উত্তর, আপনারা যে সমর্থন করেন না, তার নিন্দা সৃচক প্রস্তাব, কৃত অপরাধের স্বীকারক্তি বা জাতির কাছে আনুষ্ঠানিক ক্ষমা প্রর্থনা করেছেন?
৬৪| ৩০ শে মে, ২০১৪ রাত ১:২৩
জেনারেশন সুপারস্টার বলেছেন: দু:খ পেলাম।চোখে পানি আসল।
হয়ত বা ইতিহাসে তোমাদের নাম লেখা রবে না......গানের এলাইনটি মনে পড়ল।
০৫ ই জুন, ২০১৪ বিকাল ৫:০৩
বাংলার হাসান বলেছেন: হয়ত বা ইতিহাসে তোমাদের নাম লেখা রবে না......
চিরন্তন সত্য এবং এটাই হয়ে আসছে বরাবরই।
৬৫| ১৬ ই জুন, ২০১৪ রাত ৯:০২
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: কিছু সময় নির্বাক হয়ে যাওয়া ছাড়া কিছু করার থাকে না !
১৭ ই জুন, ২০১৪ রাত ১১:১৩
বাংলার হাসান বলেছেন: হুমম, আসলেই নির্বাক হয়ে যাওয়া ছাড়া আমরা আর কি বা করতে পারি?
৬৬| ১৬ ই জুন, ২০১৪ রাত ৯:৪৭
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: কিছু সময় নির্বাক হয়ে যাওয়া ছাড়া কিছু করার থাকে না !
১৭ ই জুন, ২০১৪ রাত ১১:১৫
বাংলার হাসান বলেছেন: হুমম, আসলেই নির্বাক হয়ে যাওয়া ছাড়া আমরা আর কি বা করতে পারি?
৬৭| ১৭ ই জুন, ২০১৪ রাত ১১:৩১
পাউডার বলেছেন:
কয়েকটা ছবি আছে ইন্ডিয়ার। চেক করে অন্য পোস্টে দেন।
১৮ ই জুন, ২০১৪ রাত ১২:৪৮
বাংলার হাসান বলেছেন: কোনটা কোনটা?
৬৮| ১৮ ই জুন, ২০১৪ রাত ২:২৫
পাউডার বলেছেন:
এই ছবির আর্মি গুলা ইন্ডিয়ান।
৬৯| ৩১ শে জুলাই, ২০১৪ সকাল ১১:৩৪
ইমতিয়াজ ১৩ বলেছেন: প্রিয়তে রাখলাম । ধন্যবাদ এবং ধন্যবাদ একটি আবেগী পোষ্ট দেয়ার জন্য। ছবিগুলোকি মেইলে দেয়া যায় সংগ্রহের জন্য।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:০৮
বাংলার হাসান বলেছেন: মেইল করার প্রয়োজন নেই। আপনি চাইলে এখান থেকেই নিতে পারেন।
৭০| ২০ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:০২
মাঘের নীল আকাশ বলেছেন: দুঃখজনক হলেও সত্য যে, রাজাকার চিরকাল রাজাকারও থাকে কিন্তু মুক্তিযেদ্ধিা চিরকাল মুক্তিযোদ্ধা থাকে না।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১২:০৪
বুমবুম বলেছেন: ভাই সবকয়টা ছবি আমার কালেকশনে নাই, আমি নিলাম এখান থেকে???