![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অমি হাসান নামেই আমি পরিচিত এই নামে অন্য ব্লগার থাকায় হয়ে গেলাম বাংলার হাসান। ইতিহাস হলো একটি জাতির দর্পন। ইতিহাস অসচেতন জাতি কোন দিন প্রকৃত দেশপ্রেম ও জাতীয়তাবোধে উজ্জীবিত হতে পারে না।
ঘটনাটা আজ দুপুর আনুমানিক ৩.০০ টায় হবে। ঘরে তালা দিয়ে গেলাম চা দোকানে, চা খেয়ে যথারীতি বেশ কিছু সময় আড্ডা দিয়ে বাসায় ফিরে দেখি আমার রুমের তালার কড়া ভেঙ্গে অফিসের ল্যাপটপ, ক্যামেরা চুরি গেছে। মেজাজ পুরাই হট, এর কিছুক্ষন পরে পাশের বাড়িতে চুর করতে গিয়ে ধরা পড়ল একজন, দ্রুত সেখানে গিয়ে চোরকে নিজ জিম্মায় নিয়ে অনেক বুঝালাম, কোন কাজ হলো না। এলাকার ছোট ভাইয়েরা বলল ভাই আমাদের কাছে ২ ঘন্টার জন্য ছেড়ে দেন। তারা বেশ কিছু আদর যত্ন করার পরে স্বীকার করল আমার বাসার জিনিস সাথে থাকা চোরদের নিকট দিয়ে পাশের বাড়ির অপারেশনে গেছে। কয়েক জনের নাম বলল যাদের অবস্থান পাশের হাজারীবাগ বৌ বাজার এলাকায়। ছোট ভাইয়েরা এক গ্রুপ হানা দিল বৌ বাজার, ঘটনাক্রমে পেয়ে গেল চোরদের এক লিডারের বাইক, অতি উৎসাহী এক ছোট ভাই বাইক নিয়ে আসল। এসব করতে করতে রাত প্রায় ৯.৩০ টা। এর ভিতরে চোরের লিডার ঐ এলাকার এক জাতীয় পার্টির রাজনৈতিক নেতাসহ প্রায় ৮০/৯০ জন নিয়ে জিগাতলা হাজির। এক কথা দুই কথায় বাধলো ক্যাচাল, চোরের পক্ষের একজনের মাথায় পড়ল বাড়ি এর মাঝে আসল যথা-রীতি বাংলা সিনেমার শেষ সিন, পুলিশ এসে ঝামেলা কমানোর জন্য আমাকে বলল ভাই চলেন আপনি একটা অভিযোগ দেন আমরা আপনার জিনিস বের করার ব্যবস্থা নিচ্ছি। এলাকায় ছোট ভাইদের ঠান্ডা করে গেলাম থানায়, এরই মাঝে কথায় কথায় পুলিশ অফিসার জানতে চাইল কি করি? বলার পর বলল বস আপনার জিনিস আমরা যে করে হোক বের করব। থানায় ঘন্টাদেড়েক ছিলাম এর মাঝে চারটা জি.ডি হলো আমাদের এই থানায় জি.ডি প্রতি ৩০০ টাকা লাগে, আমার সামনে তারা কোন টাকা নেয় নাই। এক অফিসার বলল বস চলেন বের হই এর ভিতরে আমার অভিযোগ লেখা শেষ সই করে বের হবার পর অফিসার এক প্যাকেট বেনসন ধরিয়ে দিয়ে বলল বস ওসি স্যার এর পক্ষ থেকে এটা আপনার জন্য। আপনাকে বলেছ আপনার জিনিস উদ্ধার হবে, আর আপনিতো এলাকার এই থানা নিয়ে কিছু লিখবেন না দয়া করে। আপনার সামনেইতো দেখলেন আমরা কতটা ফেয়ার জি.ডি করতে কোন টাকা নেই না। আমি বললাম আমার জন্য আপনাদের ১২০০ টাকা লস হলো, অফিসার মুসকি হেসে বলল চলেন আপনার বাসায় নামিয়ে দেই।
২২ শে মার্চ, ২০১৩ রাত ১:২৩
বাংলার হাসান বলেছেন: অদ্ভুত হলেও ঘটনা সত্যি।
২| ২২ শে মার্চ, ২০১৩ রাত ১:০২
*কুনোব্যাঙ* বলেছেন: হাহাহাহা , , , , ,
২২ শে মার্চ, ২০১৩ রাত ১:২৩
বাংলার হাসান বলেছেন:
৩| ২২ শে মার্চ, ২০১৩ রাত ১:০৯
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: আমি বললাম আমার জন্য আপনাদের ১২০০ টাকা লস হলো, অফিসার মুসকি হেসে বলল চলেন আপনার বাসায় নামিয়ে দেই।
সামুর পরিচয় দিয়েছিলেন নাকী??
২২ শে মার্চ, ২০১৩ রাত ১:৪৭
বাংলার হাসান বলেছেন: না বস সামুর পরিচয় দিলেতো মনে হয় দারোগা ঘুষের টেকা দিয়া কিনে দিতো, আমার ছোট্ট এক পরিচয় আছে খুব ঠেকায় পড়লে ব্যবহার করি।
৪| ২২ শে মার্চ, ২০১৩ রাত ১:১২
একজন আরমান বলেছেন:
অফিসার মুসকি হেসে বলল চলেন আপনার বাসায় নামিয়ে দেই।
২২ শে মার্চ, ২০১৩ রাত ২:০৮
বাংলার হাসান বলেছেন:
৫| ২২ শে মার্চ, ২০১৩ রাত ১:১৪
পড়শী বলেছেন: সাংবাদিক নাকি ভাই আপনি? পুলিশ, সাংবাদিক এত ভয় পায় কেন?
২২ শে মার্চ, ২০১৩ রাত ২:২৪
বাংলার হাসান বলেছেন: পুলিশের আকাম ফাঁস করে একমাত্র সাংবাদিকরাই তাই হয়তো এত ভয়। আরেকটা বিষয় তাহলে কোন পুলিশের নামে যদি বা কোন থানার নামে প্রতিবেদন হয় তাদের বিরুদ্ধে তবে প্রথমেই সেই পুলিশ বা থানার ইনচার্জকে ক্লোজ করা হয়। তারপরে তদন্ত চলে, এখন কেউ কোন আকাম করুক আর না করুক রিপোর্ট হওয়ার সাথে সাথে ক্লোজ, আর যদি দলীয় পুলিশ হয় তখন তার সার্ভিস খাতায় লাল কালির দাগ পরে, যেটা পরবর্তীতে তার জন্য অনেক বড় সমস্যা সৃষ্টি করে।
৬| ২২ শে মার্চ, ২০১৩ রাত ১:১৪
একজন নিশাচর বলেছেন: হাসান ভাইকে একদম জামাই আদর করেছে দেখছি।
ভাল সম্মান পেয়েছেন হাসান ভাই। পুলিশ সচরাচর এত ভাল ব্যবহার করে না।
২২ শে মার্চ, ২০১৩ রাত ২:৩৭
বাংলার হাসান বলেছেন: জ্বি ভাই ঠিকই বলেছেন।
পুলিশ সচরাচর এত ভাল ব্যবহার করে না।
৭| ২২ শে মার্চ, ২০১৩ রাত ১:১৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনি কি করেন ভাই???
২২ শে মার্চ, ২০১৩ রাত ৩:১৫
বাংলার হাসান বলেছেন: আমার ভাই তের চরে গিরস্তী।
৮| ২২ শে মার্চ, ২০১৩ রাত ১:২৪
মিজভী বাপ্পা বলেছেন: বিরল কাহিনী
আপনার হারানো জিনিস পত্র ফেরত পান এই কামনাই করছি।
@কাল্পনিক বালুভাসা ভ্রাতা আর মতে সী হইতাছে একজন সাংবাদিক।
২২ শে মার্চ, ২০১৩ ভোর ৪:২৬
বাংলার হাসান বলেছেন: জ্বি ভাই পুরাই ডাইনোসর এর মত বিরল।
৯| ২২ শে মার্চ, ২০১৩ রাত ১:২৭
একজন নিশাচর বলেছেন: @ মিজভী ভাই,
সাংবাদিক হতে পারেন। তবে হাসান ভাইয়ের একটি কমেন্ট পড়ে যতদূর মনে হয়েছে উনি কনসালটেন্সি করেন। (এটা পার্ট টাইম হইবার পারে)
২২ শে মার্চ, ২০১৩ ভোর ৫:০০
বাংলার হাসান বলেছেন: আমার ভাই তের চরে গিরস্তী।
১০| ২২ শে মার্চ, ২০১৩ রাত ১:৩০
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খাইছে!! ! কন কি বাপ্পা ভাই!!! হেতে সাংঘাতিক!!!
ভাই রে আর এই ব্লগে আওন যাইব না।
পুলিশে ছুলে ১৮ ঘা আর সাংবাদিক ছুলে বিশাল ঘা!!!!
২২ শে মার্চ, ২০১৩ সকাল ৮:২২
বাংলার হাসান বলেছেন:
১১| ২২ শে মার্চ, ২০১৩ রাত ১:৩৪
কান্ডারি অথর্ব বলেছেন:
আমি বললাম আমার জন্য আপনাদের ১২০০ টাকা লস হলো, অফিসার মুসকি হেসে বলল চলেন আপনার বাসায় নামিয়ে দেই।
২৩ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:০৯
বাংলার হাসান বলেছেন:
১২| ২২ শে মার্চ, ২০১৩ রাত ১:৩৫
আজ আমি কোথাও যাবো না বলেছেন: হা হা হা
২৩ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:২২
বাংলার হাসান বলেছেন: হা হা হা
১৩| ২২ শে মার্চ, ২০১৩ রাত ১:৩৬
কে এম শিহাব উদ্দিন বলেছেন: কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খাইছে!! ! কন কি বাপ্পা ভাই!!! হেতে সাংঘাতিক!!!
ভাই রে আর এই ব্লগে আওন যাইব না।
পুলিশে ছুলে ১৮ ঘা আর সাংবাদিক ছুলে বিশাল ঘা!!!!
২৩ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:২৩
বাংলার হাসান বলেছেন:
১৪| ২২ শে মার্চ, ২০১৩ রাত ১:৫৮
স্বপনবাজ বলেছেন: কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনি কি করেন ভাই??? B:-) B:-) B:-) B:-) B:-)
২৩ শে মার্চ, ২০১৩ রাত ১১:১৬
বাংলার হাসান বলেছেন: চিন্তার বিষয়
১৫| ২২ শে মার্চ, ২০১৩ রাত ২:৪৯
মাক্স বলেছেন:
২৩ শে মার্চ, ২০১৩ রাত ১১:১৭
বাংলার হাসান বলেছেন:
১৬| ২২ শে মার্চ, ২০১৩ রাত ৩:৩১
ভুল উচ্ছাস বলেছেন: হা হা হা। ইদানিং ব্লগারদের কদর বাড়ছে দেখা যাচ্ছে। আমার অবশ্য ভয় লাগে বলতে, বলা যায় না কবে কে পিছন দিয়া বাড়ি দেয় আর বলে নাস্তিক মারছি। ধর্মান্ধদের এই দুনিয়ায় আর ভাল্লাগে না।
২৪ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:২৬
বাংলার হাসান বলেছেন: ধর্মান্ধা এবং নাস্তিক দুইটাই ক্ষতিকর প্রানী সমাজের জন্য।
১৭| ২২ শে মার্চ, ২০১৩ রাত ৩:৪৫
আশিক মাসুম বলেছেন: কল্প কাহি নাতো ???
২২ শে মার্চ, ২০১৩ রাত ৩:৫২
বাংলার হাসান বলেছেন: আশিক মাসুম ভাই ঘটনা শত ভাগ সত্যি, আজকের দুপুর সাড়ে তিনটা থেকে শুরু থানা থেকে বাসায় যখন ফিরি তখন রাত বারটা।
১৮| ২২ শে মার্চ, ২০১৩ ভোর ৪:০৫
গেস্টাপো বলেছেন: আমার মত কি হিটলার পার্টির পরিচয় দিছেন
২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৩০
বাংলার হাসান বলেছেন:
১৯| ২২ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৩৪
ছন্নছাড়া-এক্সপ্রেস বলেছেন: বেসম্ভব রোম্যান্টিক
২৩ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৪
বাংলার হাসান বলেছেন: রোম্যান্টি??????????????
২০| ২২ শে মার্চ, ২০১৩ সকাল ৯:২৪
ফ্রাঙ্কেস্টাইন বলেছেন: সাংঘাতিক রা সব খানেই চান্স নেয়
২৪ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৯
বাংলার হাসান বলেছেন: ভাই আপনি তাহলে সাংঘাতিক, সালাম মিয়া ভাই
২১| ২২ শে মার্চ, ২০১৩ সকাল ৯:২৯
কালোপরী বলেছেন: সিনেমা সিনেমা মনে হইল
+++++++++++++
২৪ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২০
বাংলার হাসান বলেছেন: তবুও নয় সিনেমা।
২২| ২২ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৪৭
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: আপনার ছোট্ট পরিচয়ের কি কোন ছবি যুক্ত পরিচয় পত্র আছে?? না থাকলে কন, আমরাও মাঝে মধ্যে সেই পরিচয় দিয়া পুলিশের গাড়িতে বাসায় আসলাম।
২৪ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩
বাংলার হাসান বলেছেন: ছোট্ট পরিচয়ে ফটু আছে
২৩| ২২ শে মার্চ, ২০১৩ সকাল ১১:০৩
যুবায়ের বলেছেন: ভাই ঘটনাকি সত্য??..
২৩ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:২৭
বাংলার হাসান বলেছেন: সত্য
২৪| ২২ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৭
মনিরা সুলতানা বলেছেন:
২৪ শে মার্চ, ২০১৩ রাত ৮:০৬
বাংলার হাসান বলেছেন:
২৫| ২২ শে মার্চ, ২০১৩ দুপুর ১:১৫
স্পাইসিস্পাই001 বলেছেন: হাসান ভাই কি এমন পরিচয় দিলেন যে বাসায় নামিয়ে দিয়ে গেলো....
ধন্যবাদ
২৪ শে মার্চ, ২০১৩ রাত ৮:৩৬
বাংলার হাসান বলেছেন: গোপনলীগের সভাপতি
২৬| ২২ শে মার্চ, ২০১৩ রাত ৮:৩৩
ঘুড্ডির পাইলট বলেছেন: মালামাল পাইছেন কিনা আগে কন !
২৪ শে মার্চ, ২০১৩ রাত ৮:৩৭
বাংলার হাসান বলেছেন: না ব্রো
২৭| ২৩ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৪১
রুদ্র মানব বলেছেন: কি এমন পরিচয় দিছিলেন
জানতে মুচায়
তাইলে আমিও পুলিশের কাছে সেই পরিচয় ই দিতাম
২৪ শে মার্চ, ২০১৩ রাত ৮:৪৭
বাংলার হাসান বলেছেন: গোপনলীগের সভাপতি
২৮| ২৪ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৩
জীবন্মৃত০১ বলেছেন: ভাইজানের পরিচয়টা নিয়া দেখি সবার কৌতুহল! হাচাই ভাই, কি পরিচয় দিসিলেন?
২৪ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৮
বাংলার হাসান বলেছেন: গোপনলীগের সভাপতি
২৯| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ৮:৪২
বিদ্রোহী ভৃগু বলেছেন: লেখক বলেছেন: গোপনলীগের সভাপতি
হ ভাই যেই জমানায় যেই চল
২৫ শে মার্চ, ২০১৩ ভোর ৪:৩৪
বাংলার হাসান বলেছেন: গোপনলীগের সভাপতি
৩০| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ৮:৫০
আমরা তোমাদের ভুলব না বলেছেন: ইতিহাস হলো একটি জাতির দর্পন।...
২৫ শে মার্চ, ২০১৩ ভোর ৫:৩৪
বাংলার হাসান বলেছেন: এমনটাই মনে করি।
৩১| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ৮:৫৩
পিয়ার আহসান বলেছেন: আশা করছি, আপনি আপনার চুরি যাও্য়া মালামাল শীঘ্রই পেয়ে যাবেন।
পুলিশ বেটা শক্তের ভক্ত।
২৫ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৫২
বাংলার হাসান বলেছেন: পুলিশ বেটা শক্তের ভক্ত।সহমত
৩২| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ৯:০৩
শান্তা273 বলেছেন: গোপনলীগের সভাপতি!
২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:০৪
বাংলার হাসান বলেছেন:
৩৩| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ৯:০৫
নীল জানালা বলেছেন: ভছ আপ্নে কেঠা ভছ? ফুলিশও আপ্নেরে ভছ ডাক্তে ডাক্তে ভছকায়া গেল??? মারাক্তক ব্যাপার ভছ!!!! ভছ,... আমগো দিকে ইট্টু সুনজর রাইখেন ভছ
২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:০৩
বাংলার হাসান বলেছেন: গোপনলীগের সভাপতি!
৩৪| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১২:২০
মুশাসি বলেছেন: জিডি করতে কত লাগে জানি না, তবে থানায় আসামীর কাছে টিফিন বক্স পাঠাইতে নাকি প্রতি বেলায় ১০ হাজার লাগে, যে নিয়ে যাবে তাকে চা খাওয়ার জন্য নাকি ৫০০ টাকা ধরায় দিতে হয় !
২৭ শে মার্চ, ২০১৩ রাত ১২:৩৩
বাংলার হাসান বলেছেন: অংকটা এত না।
৩৫| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ৩:১৯
শায়েরী বলেছেন: গোপনলীগের সভাপতি!
Ha ha ha
২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৮
বাংলার হাসান বলেছেন:
©somewhere in net ltd.
১|
২২ শে মার্চ, ২০১৩ রাত ১২:৫৯
পরিবেশ বন্ধু বলেছেন: অদ্ভদ কাহিনী