![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অমি হাসান নামেই আমি পরিচিত এই নামে অন্য ব্লগার থাকায় হয়ে গেলাম বাংলার হাসান। ইতিহাস হলো একটি জাতির দর্পন। ইতিহাস অসচেতন জাতি কোন দিন প্রকৃত দেশপ্রেম ও জাতীয়তাবোধে উজ্জীবিত হতে পারে না।
দালালদের কান্নাকাটি শুরু হয়ে গেছে, আওয়ামী লীগ কাজী আরেফ সাহেবের যুদ্ধাপরাধী বিরোধী আন্দোলনকে খেয়ে তার উপর ভর করে একবার নির্বাচনী বৈতরী পার হয়েছে সে কথা দেশের মানুষ ভুলে গেছে। এবারের আন্দোলন আওয়ামী লীগ খেয়ে ফেলেছে এটা পুরান খবর।
কিন্তু আওয়ামী লীগ ও স্যোসাল মিডিয়ায় বিচরন করা তাদের দালালরা ভুলে গেছে এবার যারা আন্দোলন শুরু করে তারা কোন দলের দালাল নয়। এদের ভিতরে ছিল মাতৃভূমির প্রতি প্রচন্ড ভালোবাসা, আর তাইতো দুটি স্থানে ভিন্ন ভিন্ন নামে শুরু করলো অনশন। যে অনশনের কারনে খেয়ে ফেলা আন্দোলনটা এখন বদ হজমে রুপান্তর হয়েছে। আর এদের দালালদের স্যোসাল মিডিয়া সহ সব জায়গায় কান্নাকাটির আওয়াজ শুনতে পাচ্ছে দেশের মানুষ। কথায় আছে ”আকল মান্দকে লিয়ে ইশারাই কাফি হ্যায়” আন্দোলন শুরু হবার কয়েক দিন পর এক আওয়ামী দালালের ব্লগে সতর্ক বানী উচ্চারন করে একটি লেখা দেয়া হয়েছিল, তখন এদের মোটা মাথায় বিষযটা আসে নাই এবারের আন্দোলন খেয়ে ফেলার পরে তা যে বদ হজমে রুপান্তরিত হবে।
দালালদের কান্না বেগ এতই বেশী যে, খুচরা টিসু দিয়ে তা কাভার হচ্ছে না। সে জন্য বিভিন্ন টিসু কোম্পানী গুলোর সাথে নতুন করে টিসু সরবরাহের চুক্তি হয়েছে বলেও বাজারে গুজব রটেছে।
শহীদ রুমী স্কোয়াডের জামাতকে নিষিদ্ধ করার দাবীতে অনশন শুরু করার পরে তিন দালাল তাদের ফেসবুকে লিখছে।
১* দালাল অমি রহমান পিয়ালঃ বঙ্গবন্ধুর খুনি বজলুল হুদার পোলার ডাকা অনশনে আমার সমর্থন নাই, সাইন বোর্ডে রুমি ভাইর নাম থাকলেও..
২*দালাল ডাক্তার আইজুদ্দীনঃ শাহবাগ ইস্যুতে আমি সাইড লাইনে থাকলেও এবং ইমরানের সবচেয়ে বড় সমালোচক হলেও আমি এই বিভক্তির সময়ে ইমরানের পাশে দাড়াইলাম-আমার পুর্ন সমর্থন শাহবাগের পিছনে এবং ইমরানের পিছনে এ মুহুর্তে! খুনির পোলা কিংবা পচে যাওয়া বাম ডাস নট রিপ্রেসেনট দ্যা পিপল এনড সারটেনলি ডাস নট রিপ্রেজেনট মি এনড শুড নট রিপ্রেজেনট ইউ!
৩*দালাল আরিফ জেবতিকঃ আমি চাই গণজাগরণ মঞ্চ থেকে অনেক বড় আকারে আমরণ অনশনের ডাক দেয়া হোক। আমরা শত মানুষ আমাদের প্রাণ তুচ্ছ করে সেই অনশনে যোগ দেব। এর আগে ছোট আকারে কর্মসূচি দেয়ার বিষয়টি আরেকবার ভেবে দেখতে অনুরোধ জানাই অনেককেই।
আমি সকলের আবেগকে সম্মান করে একজন তুচ্ছ সাধারণ মানুষ হিসেবে শহীদ রুমি স্কোয়াডের সদস্যদেরকে গতরাত থেকে শুরু হওয়া আমরণ অনশন প্রত্যাহারের বিনীত অনুরোধ জানাই।
বিঃদ্রঃ ছাগু এবং দালাল এই দুই শ্রেণী দেশ এবং জনগনের জন্য হুমকি, প্রয়োজন হলে এরা দিগম্ব হয়ে উন্মুক্ত রাজ পথেও নিজেদের লেজ বের করতে লজ্জিত হয় না।
২৯ শে মার্চ, ২০১৩ রাত ২:১৩
বাংলার হাসান বলেছেন: মন্দ বলেন নাই।
২| ২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ১:২৬
ঘুড্ডির পাইলট বলেছেন:
শহীদ রুমি স্কোয়াড যেটা করছে সেইটা মঞ্চ থিকা আগে করা হয় নাই কেনো ?
এখন রুমি স্কোয়াড করছে দেইখা তারা খারাপ ? বঙ্গবন্ধুর খুনির পোলা কিনা সেই বিষয়ে স্টাটাসদাতা নিজেই নিশ্চিত নয় ।
২৯ শে মার্চ, ২০১৩ রাত ৮:৩০
বাংলার হাসান বলেছেন: রাইট
৩| ২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৪০
কান্ডারি অথর্ব বলেছেন:
ঘুড্ডির পাইলট বলেছেন:
শহীদ রুমি স্কোয়াড যেটা করছে সেইটা মঞ্চ থিকা আগে করা হয় নাই কেনো ?
এখন রুমি স্কোয়াড করছে দেইখা তারা খারাপ ? বঙ্গবন্ধুর খুনির পোলা কিনা সেই বিষয়ে স্টাটাসদাতা নিজেই নিশ্চিত নয় ।
২৯ শে মার্চ, ২০১৩ রাত ৮:৩১
বাংলার হাসান বলেছেন: রাইট
৪| ২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৪৪
আমিনুর রহমান বলেছেন: সবচেয়ে বড় কথা কি জানো এত কিছুর পরও দেখবা ওরাই হিরো এবং এই মুহুর্তেও ওদের পক্ষেই সাফাই গাইবে। ফায়দা যেখানে সেখানেই তারা। এরা চেতনার ব্যবসা করে। মুক্তিযুদ্ধের পক্ষে কাজের জন্য যে যৌবন জ্বালার মত নোংরা সাইটকে ব্যবহার করে আর তা গর্বের সাথে বলে তখন আপনারাই তাকে তালি দিয়েছেন। আরে আমার দেশ ও মুক্তিযুদ্ধ কোন নোংরা জিনিস না যে নোংরামীর সহায়তা নিতে হবে।
হুজুগে কথা বলে যায় বার বার এরা এর আগে শাহবাগ আন্দোলন নিয়ে দ্বিধার সৃষ্টি করেছিল পরে দেখি শাহবাগে হাজির , হোয়াইট হাউজের পিটিশন নিয়ে দ্বিধার সৃষ্টি করেছে যার জন্য পিটিশনে সাইনে ভাটা পড়েছে।
ডাক্তার আইজু শাহবাগ আন্দোলন নিয়ে একের পর এক বাজে বক্তব্য দিয়ে গেছে কই জেবতিক বা পিয়াল তো প্রতিবাদ করেনি। কথায় আছে দুধ গাইয়ের লাত্থিও মজা লাগে তেমন আর কি আইজু তো ওদের টাকা দিয়ে চালায়। ও লাত্থি দিলে আরও মজা লাগে।
২৯ শে মার্চ, ২০১৩ রাত ৮:৩০
বাংলার হাসান বলেছেন: সহমত
৫| ২৮ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭
তিক্তভাষী বলেছেন: আন্দোলনের অধিকারও কুক্ষিগত করতে হবে? বড়উ অদ্ভুত!
২৯ শে মার্চ, ২০১৩ রাত ৮:৫১
বাংলার হাসান বলেছেন: তাইতো দেখছি
৬| ২৮ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪
নষ্ট শয়তান বলেছেন: রাজাকার রাও দালাল এই সব হারামজাদাগুলোও (দালাল অমি রহমান পিয়াল, দালাল, দালাল ডাক্তার আইজুদ্দীন, দালাল আরিফ জেবতিক) দালাল। রাজাকার আর এইগুলার মধ্যে পার্থক্য ১৯/২০।
ক্যা আন্দোলন কি ওদের আব্বাদের একচেটিয়া অধিকার?
৩০ শে মার্চ, ২০১৩ রাত ৩:১৮
বাংলার হাসান বলেছেন:
দালাল এবং রাজাকারের মধ্যে কোন পার্থক্য নেই এরা হল ২০/২০
৭| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ১:০৩
আশিক মাসুম বলেছেন: দালালদের কান্না বেগ এতই বেশী বিভিন্ন টিসু কোম্পানী গুলোর সাথে নতুন করে টিসু সরবরাহের চুক্তি হয়েছে বলেও বাজারে গুজব রটেছে।
টিস্যুর ব্যবসা শুরু করুম ভাবতেছি।
৩০ শে মার্চ, ২০১৩ রাত ৩:১৯
বাংলার হাসান বলেছেন:
বকরা দিয়েন
৮| ২৯ শে মার্চ, ২০১৩ ভোর ৬:০৩
আশিক মাসুম বলেছেন: বিঃদ্রঃ ছাগু এবং দালাল এই দুই শ্রেণী দেশ এবং জনগনের জন্য হুমকি, প্রয়োজন হলে এরা দিগম্ব হয়ে উন্মুক্ত রাজ পথেও নিজেদের লেজ বের করতে লজ্জিত হয় না।
ভাই কি করবেন আর, গেউ গেউ করতে দেন।
৩০ শে মার্চ, ২০১৩ রাত ৩:২৩
বাংলার হাসান বলেছেন:
কথায় আছে এ বারকিং ডগ সেলডোম বাইটস
৯| ২৯ শে মার্চ, ২০১৩ ভোর ৬:৪৫
সানজানা আহমেদ সানা বলেছেন: +++
৩০ শে মার্চ, ২০১৩ রাত ৩:২৪
বাংলার হাসান বলেছেন:
ধইন্যা
১০| ২৯ শে মার্চ, ২০১৩ সকাল ৭:৩৩
*কুনোব্যাঙ* বলেছেন: নাহ, কোন মন্তব্য করুম না। আইজ এর পক্ষে কাইল ওর পক্ষে আবার পরশু এর বিপক্ষে ওর বিপক্ষে এইভাবে কইতে কইতে দেখি পুরাই দলছুট হইয়া গেছি। যে দিকে যাই সবাই দেখি সন্দেহের চোখে আমার গায়ে সিল খুইজ্যা বেড়ায়! এইদেশে রাজনৈতিক দলহীন মানুষই মনেহয় সবচাইতে আজব আর সন্দেহের বস্তু!
৩০ শে মার্চ, ২০১৩ রাত ৩:২৫
বাংলার হাসান বলেছেন:
ব্যাপক জ্ঞানের কথা কইছেন
ভাই রাজনীতি করতে মুঞ্চায়
১১| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ৮:৩৫
জাকারিয়া মুবিন বলেছেন: মন্তব্য নিষ্প্রয়োজন।
৩০ শে মার্চ, ২০১৩ রাত ৩:২৬
বাংলার হাসান বলেছেন:
ধন্যবাদ মুবিন ভাই
১২| ৩০ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৩০
মুশাসি বলেছেন: ল্যাঞ্জা আইডেনটিফাইড, ফেবুতেই প্রতিবাদ করেছিলাম।
৩১ শে মার্চ, ২০১৩ রাত ১২:০৭
বাংলার হাসান বলেছেন: এদেরকেও জামাত শিবিরের মত সব জায়গায় প্রতিহত করতে হবে।
©somewhere in net ltd.
১|
২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ১:০৯
আশিকুর রহমান ১ বলেছেন: ছাগু আর হাম্বা দুইটাই এক ল্যাঞ্জা বিশিষ্ট গৃহ পালিত তৃণভোজী প্রাণী। এরা সব সময় নিজেদেরকে নিরপেক্ষ সুচিল হিসেবে জাহির করে। কিন্তু মাঝে মাঝে ল্যাঞ্জা নাড়াইয়া তাদের আসল পরিচয়ের জানান দেয়