![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অমি হাসান নামেই আমি পরিচিত এই নামে অন্য ব্লগার থাকায় হয়ে গেলাম বাংলার হাসান। ইতিহাস হলো একটি জাতির দর্পন। ইতিহাস অসচেতন জাতি কোন দিন প্রকৃত দেশপ্রেম ও জাতীয়তাবোধে উজ্জীবিত হতে পারে না।
দ্বিজাতি তত্ত্ব (হিন্দু মুসলমান) ভিত্তিতে বিভক্ত বাংলার এই অংশ যা পূর্ব পাকিস্তান নামে পরিচিত ছিল, সেই দেশের মানুষের শোষনহীন,উপনিবেশীকতাবাদ বিরোধী অসাম্প্রদায়ীক মুক্তির সংগ্রামের সুত্রপাত হয় ১৯৫২ এ ভাষা আন্দোলনের মাধ্য দিয়ে, যেখানে আগা-গোড়াই ছাত্র জনতার অবদান ছিল মূখ্য । আমাদের একথা ভুলেল চলবে না যে, বাঙালী জাতির স্বাধীন চেতা ইতিহাস হাজার বছরের পুরনো। আমরা যদি মনি করি ৭১ এর হাতিয়ার নিয়ে লড়াই স্বাধীনতার মূল লক্ষ্য অর্জিত হয়েছে তাহলে আমাদের বড় মাপের ভূল হবে। একটি জাতীয় সঙ্গীত, একটি জাতীয় পতাকা, ও একটি ভূখন্ড স্বাধীনতার প্রতীক হতে পারে না। যদি না সেই জনগোষ্ঠী উপনিবেশীক শাসনের জাতাকল থেকে মুক্তি না পায়।
বিদেশী শাসক বদলীয়ে দেশীয় শাসকদের দ্বারা জাতীর উপরে অত্যাচার নিপিড়ন, ধর্ষন, গুম, ব্যাংক লুটপাট, পদ্মা ব্রিজ খেয়ে ফেলানো, বানিয়াএদর কারখানার কেচি গেটে তালব মেরে হাজার হাজার শ্রমিককে আগুন দিয়ে জ্বালিয়ে ব্যাক টু ব্যাক কাপড় এনে এলসিতে বিক্রি করে বৈধতা দেয়া, সারের দাবীতে কৃষকের উপর গুলি চালানো, শিক্ষার নামে বানিজ্যিক বিপনন কেন্দ্র খোলা এবং জীবান ধারনের জন্য জনগনের নূন্যতম চিকিৎসার ব্যবস্থা করেত না পারার নাম আর যাই হোক স্বাধীনতা না। ক্ষমতায় যেয়ে লুটপাট করার জন্য মানুষকে বাসের আটকিয়ে জলন্ত পুড়িয়ে মারা, মিডিয়ার গাড়ি, অফিস আগুন দিয়ে জ্বালিয়ে দেয়ার অপরাজনৈতিক চর্চা, এই অপসঙ্কৃতি থেকে বেরিয়ে এসে প্রকৃত স্বাধীনতা কামীদের নতুন পতাকার নিচে সভাগত হওয়ার সময় আগত। সিদ্ধান্ত আপনার, গোলামী করবেন নাকি স্বাধীন হবেন।
০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:২১
বাংলার হাসান বলেছেন: সব রাজনৈতিক বেনিয়াদের বয়কট করুন। সব রাজনৈতিক বেনিয়াদের মিথ্যা আস্বাস, মিথ্যা বুলি, বয়কট করুন এবং তাদের চরিত্র উন্মোচন করুন। নিজেদের অধিকার আদায়ের জন্য নিজেদের সংগঠন তৈরী করুন। আমরা তরুনরা আপনাদের সাথে আছি।
০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৩:৫৮
বাংলার হাসান বলেছেন: আমরা যদি প্রকৃতই স্বাধীনতা চাই তাহলে অনেক প্রতিকুলতা ও সীমাবদ্ধতার মাঝেও আমাদের ঐক্য গড়ে তুলতে হবে। সংগঠন গড়ে তোলার জন্য অনেক হুলি মাধ্যমের মাম্য লেখনী একটি মাধ্যম, আসুন আমরা ঐক্যবদ্ধ হই। শুভ কামনা রইল।
২| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১১:১২
বিদ্রোহী ভৃগু বলেছেন: ২২ পরিবার থেকে ২২ হাজার পরিবারের অধীন হতে নয়....
চাই প্রকৃত মুক্ত স্বাধীন স্বত্তা নিয়ে বেঁচে থাকা....
তেলাপোকা হয়ে হাজার বছর বাঁচার চেয়ে সিংহের মত এদকিনে জীবনে মর্যাদ বেশি!!!
কিন্তু দুঃক্ষ কর্পোরটেরা তাদের নিয়মিত দাস বানাতেই তেলাপোকা তত্ত্বকেই সারভাইবাল তত্ত্ হিসেবে এস্টাবলিষ্ট করে ফেলছে!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:২২
বাংলার হাসান বলেছেন: সহমত
৩| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১১:১৮
সাইফুল আলম শাহিন বলেছেন: যাদের পোষায় না, পেয়ারের দেশ পাকিস্তান চলে যান, পরাধীনতার মহাত্ম উপভোগ করেন... ৭১ সালে ৭% বাঙালি সরকারি চাকরী করতো, আর্মিতে সবাইতো সর্বচ্চ মেজর ছিলেন, আর এখন তো জেনারেল। মাথাপিছু আয়, দারিদ্রের হার, টিভি, বিদু্ত, এম এ পাস লাখ লাখ... নিজেদের হাতে রাষ্ট্র ক্ষমতা। আপনাদের না পোষায় পাকিস্তান চলে যান,
০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৬
বাংলার হাসান বলেছেন: আপনার প্রতিটা কথা সত্য, লক্ষ লক্ষ বিএ পাশ বেকার, চাকুরী নাই। যারা এয়ারপোর্টে সুইপারের চাকুরী পেত না তারা সুপারেন্টেন্ড হয়েছে। সামরীক বাহীনির কথা লিখেছেন, হাবিলদার সুবেদার মেজর হবার যোগ্যতা যাদের ছিল না তারা জেনারেল হয়েছে। সচিবালয়ে ক্যারানীর চাকরী পেত কিনা বৈধ অবৈধ ষোরশ ডিভিশনের সনদ সংগ্রহ করে সচিব হয়েছেন। মোঃপুর, মিরপুর সহ দেশের বিভিন্ন জায়গায় অবাঙ্গালীদের বাড়ী দখল করেছেন, বংশানুক্রমে চাকুরীর কোটা, শিক্ষা কোটা নিশ্চিত করেছেন। সাধারন দর্জী দোকানকে গার্মেন্টস ফ্যাক্টরিতে রুপান্তরের সুযোগ করে ব্যাক টু ব্যাক এলসি করে ডিউটি ফাঁকি দিয়ে ইসলামপুর গিয়ে কাপড় বিক্রি করে শত শত কোটিপতি হওয়া, এমন হাজারোটা নজির উল্লেখ করা যায়। আপানার সময় নষ্ট না করে একটা সারসংক্ষেপ তুলে দিচ্ছি। স্বাধীনতার সুফল ২২ পরিবারকে আপনারা ২২হাজার পরিবারে রুপান্তরিত করেছেন। শোষন,নির্যাতন, নিপিড়ন, অগ্নিসংযোগ,লুটপাট,ধর্ষনের সেঞ্চরী, বিশ্বজিৎ এর হত্যা, রামুতে বৌদ্ধ মন্দির ও পুরো দেশে হিন্দু মন্দিরে তান্ডবে বিশ্ব রেকড এর সৃষ্টি করেছেন। কবির ভাষায় শেষ করি, “এমন দেশটি কোথা ওকো খুঁজে পাবেনাকো তুমি”
এর পরেও যদি একটা টিকিট ও সাথে কিছু ডলার পাঠিয়ে দেন তাহলে আল্লাহপাকের কাছে আপনার জন্য দোয়া থাকাবে তিনি যেন আপনাকে জান্নাতুল ফেরদাউসে স্থান দেন।
৪| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১১:৫০
আশিক মাসুম বলেছেন: গোলামের জাত !! গোলামি থাকুমরে ভাই
০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১:৩৭
বাংলার হাসান বলেছেন: তাহলে আর বলার কিছূ নাই।
০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৩:৫৮
বাংলার হাসান বলেছেন: আমরা যদি প্রকৃতই স্বাধীনতা চাই তাহলে অনেক প্রতিকুলতা ও সীমাবদ্ধতার মাঝেও আমাদের ঐক্য গড়ে তুলতে হবে। সংগঠন গড়ে তোলার জন্য অনেক হুলি মাধ্যমের মাম্য লেখনী একটি মাধ্যম, আসুন আমরা ঐক্যবদ্ধ হই। শুভ কামনা রইল।
৫| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৩
বর্তমানবাংলা বলেছেন: হুম
০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৩:১৩
বাংলার হাসান বলেছেন: হুম
০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৩:৫৯
বাংলার হাসান বলেছেন: আমরা যদি প্রকৃতই স্বাধীনতা চাই তাহলে অনেক প্রতিকুলতা ও সীমাবদ্ধতার মাঝেও আমাদের ঐক্য গড়ে তুলতে হবে। সংগঠন গড়ে তোলার জন্য অনেক হুলি মাধ্যমের মাম্য লেখনী একটি মাধ্যম, আসুন আমরা ঐক্যবদ্ধ হই। শুভ কামনা রইল।
৬| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:০৮
ঘুড্ডির পাইলট বলেছেন: ব্যাংকে নাকি টেকা নাই !
তাইলে চুলে জেল দেয়া , আর মডেল চেহারার সুন্দরি ললনাদের কেমতে ৫০+ বেতনে দেয় !
সব শালা অর্থনৈতিক আকাম গুলান ব্যাংক মারফত ঘটে !
০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৩:৩১
বাংলার হাসান বলেছেন: সহমত
০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৩:৫৯
বাংলার হাসান বলেছেন: আমরা যদি প্রকৃতই স্বাধীনতা চাই তাহলে অনেক প্রতিকুলতা ও সীমাবদ্ধতার মাঝেও আমাদের ঐক্য গড়ে তুলতে হবে। সংগঠন গড়ে তোলার জন্য অনেক হুলি মাধ্যমের মাম্য লেখনী একটি মাধ্যম, আসুন আমরা ঐক্যবদ্ধ হই। শুভ কামনা রইল।
৭| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:১৯
আজ আমি কোথাও যাবো না বলেছেন:
০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৫
বাংলার হাসান বলেছেন: আমরা যদি প্রকৃতই স্বাধীনতা চাই তাহলে অনেক প্রতিকুলতা ও সীমাবদ্ধতার মাঝেও আমাদের ঐক্য গড়ে তুলতে হবে। সংগঠন গড়ে তোলার জন্য অনেক হুলি মাধ্যমের মাম্য লেখনী একটি মাধ্যম, আসুন আমরা ঐক্যবদ্ধ হই। শুভ কামনা রইল।
৮| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:৩০
কান্ডারি অথর্ব বলেছেন:
সহমত।
০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১:০১
বাংলার হাসান বলেছেন: আমরা যদি প্রকৃতই স্বাধীনতা চাই তাহলে অনেক প্রতিকুলতা ও সীমাবদ্ধতার মাঝেও আমাদের ঐক্য গড়ে তুলতে হবে। সংগঠন গড়ে তোলার জন্য অনেক হুলি মাধ্যমের মাম্য লেখনী একটি মাধ্যম, আসুন আমরা ঐক্যবদ্ধ হই। শুভ কামনা রইল।
৯| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৩:৩৪
বোকামন বলেছেন: হূম .. সহমত।
০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৯
বাংলার হাসান বলেছেন: আমরা যদি প্রকৃতই স্বাধীনতা চাই তাহলে অনেক প্রতিকুলতা ও সীমাবদ্ধতার মাঝেও আমাদের ঐক্য গড়ে তুলতে হবে। সংগঠন গড়ে তোলার জন্য অনেক হুলি মাধ্যমের মাম্য লেখনী একটি মাধ্যম, আসুন আমরা ঐক্যবদ্ধ হই। শুভ কামনা রইল।
©somewhere in net ltd.
১|
০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১১:০৯
আহলান বলেছেন: হুমম .... স্বাধীন দেশে জসিমেরা ধর্ষনে সেঞ্চুরি করে পুরস্কার পায় .... এমন স্বাধীনতাই তো অর্জিত হয়েছে ... ধর্ষনের স্বাধীনতা ....