![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অমি হাসান নামেই আমি পরিচিত এই নামে অন্য ব্লগার থাকায় হয়ে গেলাম বাংলার হাসান। ইতিহাস হলো একটি জাতির দর্পন। ইতিহাস অসচেতন জাতি কোন দিন প্রকৃত দেশপ্রেম ও জাতীয়তাবোধে উজ্জীবিত হতে পারে না।
বর্তমানে যে সকল ব্লগারদের আটক করা হয়েছে তারা কি ধর্ম নিয়ে ৫ই ফেব্রুয়ারীর পর থেকে ইসলাম অবমানা লেখা লিখতো না আরো আগে থেকেই লিখতো? যদি আগে থেকেই লিখে তবে কেন প্রথম যখন নাস্তিক ব্লগারদের কথা উঠে তখন তাদের গ্রেফতার করা হলো না? সরকারের মুখোশ খুলে গেছে যে, তারা মুলত জামাতকে নিষিদ্ধ করবে না বরং এই ইসু কে জিইয়ে রেখে রাজনৈতিক ফায়দা লুটবে। আমাদের দেশের রাজনৈতিক অঙ্গনে বলিরপাঠা সৃষ্টির অসংখ্য নজির আছে। বর্তমান দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে ব্লগাররা হলো বলিরপাঠা। সরকার হেফাজতের হাত থেকে বাঁচার জন্য ব্লগারদের বলিরপাঠা করে নতুন রাজনৈতিক খেলায় নেমেছে। ইসলাম ধর্মকে অবমাননা করে যে সকল ব্লগার ব্লগ লিখেছে তাদের মাঝে থাবা বাবা একজন, ধর্মকে অবমাননা করে লেখার অপরাধে যদি থাবা বাবা নাস্তিক হয় তবে সেই নাস্তকি থাবা বাবাকে প্রধানমন্ত্রী শহীদ ঘোষণা দিয়ে ইসলাম ধর্মকে অবমাননা করেছেন। অতএব ধর্ম অবমাননার দায়ে নাস্তিক ব্লগারদের গ্রেফতার করার পূর্বে প্রধানমন্ত্রীকে ইসলাম ধর্ম অবমাননার দায়ে গ্রেফতার করা হোক। কেননা ইসলাম ধর্ম মোতাবেক একজন নাস্তিক কখনো শহীদ হতে পারে না, সেখানে প্রধানমন্ত্রী থাবা বাবাকে শহীদ ঘোষণা দিয়ে ইসলাম ধর্মের চুড়ান্ত অবমাননা করেছেন, তাই আমি প্রধানমন্ত্রীকে ইসলাম অবমাননার দায়ে গ্রেফতার করে বিচারের কাঠগড়ায় হাজির করার তীব্র দাবী জানাচ্ছি।
গত তারিখ: ০২-০৪-২০১৩ প্রথম আলো নিউজঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে শাহবাগের গণজাগরণ মঞ্চ বন্ধ করে দেওয়ার পক্ষে মত ব্যক্ত করা হয়েছে। বৈঠকে মতিয়া চৌধুরী বলেন, গণজাগরণ মঞ্চ বন্ধ হয়ে যেত, কিন্তু ব্লগার রাজীব খুন হওয়ার পর এটা বন্ধ করা যায়নি। দীর্ঘায়িত হয়েছে।
জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এটা ঠিক নয়। আবেগ দিয়ে রাজনীতি হয় না। রাজনীতি করতে হয় বাস্তবতার নিরিখে। তিনি গণজাগরণ মঞ্চ বন্ধ করে দেওয়ার পক্ষে মত দেন।
নিউজ লিংক Click This Link
মাননীয় প্রধানমন্ত্রী আমরা আবেগ নয় চেয়েছি আপনারা আইন করে জামাতকে নিষিদ্ধ করুন। কিন্তু আপনার কথায় এটা স্পষ্ট যে, আপনার সরকার জামাতকে নিষিদ্ধ করার কোন আইনি প্রক্রিয়া গ্রহন করেনি। তাহলে নিঃসন্দেহে বলা যায় আপনারা জামাতকে নিষিদ্ধ করবেন না। কেননা জামাতকে নিষিদ্ধ করলে আপনাদের ৪২ বছরের রাজনৈতকি ইসু শেষ হয়ে যাবে, জামাত হলো আপনাদের জন্য সোনার ডিম পাড়া হাঁস।
পরিশেষে আবারও প্রধানমন্ত্রীকে ইসলাম অবমাননার দায়ে গ্রেফতার করে বিচারের কাঠগড়ায় হাজির করার তীব্র দাবী জানাচ্ছি।
০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ২:৩৯
বাংলার হাসান বলেছেন: কেন?
২| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১:৫২
*কুনোব্যাঙ* বলেছেন: কেননা জামাতকে নিষিদ্ধ করলে আপনাদের ৪২ বছরের রাজনৈতকি ইসু শেষ হয়ে যাবে, জামাত হলো আপনাদের জন্য সোনার ডিম পাড়া হাঁস।
০৪ ঠা এপ্রিল, ২০১৩ ভোর ৪:২১
বাংলার হাসান বলেছেন: তাইতো দেখছি।
৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৩:১৬
বাংলার হাসান বলেছেন: ব্লগে সে সকল ফেমাস ব্লগাররা আছে তারা এই লেখায় ঘুরে যাচ্ছে, কিন্তু কমেন্ট করার মত বুকের পাটা দেখাতে পারছেনা। ধিক ধিক ধিক
৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৩:৩৩
সফিক এহসান বলেছেন: লেখাটা ভাল লাগলো...
কিন্তু "শহীদ" শব্দটা নিয়ে এই যে ভুল বুঝাবুঝি-
আর থাবা বাবার নাস্তিকতা নিয়ে ধোঁয়াশাটা কাটলো না এই যা দুঃখ!
০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ৮:৫০
বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ।
ধোঁয়াশা সৃষ্টির জন্য অনেকেই দায়ী তবে এক নাম্বারে হলো আমাদের প্রধানমন্ত্রী
৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৩:৩৮
নির্ণয় বলেছেন:
আজ যারা ধর্মীয় অনুভূতিতে আঘাতের কথা বলে আজ ব্লগারদের গ্রেফতার করছে, মৃত্যুদন্ডের দাবী করছে তার কী কখনো ভেবেছে যে আদতে ধর্ম কখনো অন্যের অনুভূতির ধার ধেরেছে কী না? যদি ধার ধারতো তাহলে কী ধর্ম প্রতিষ্ঠা পেত?
- ইহুদি ধর্মের মুসা নবী তৎকালীন সমাজের মূর্তিপূজারীদের মূর্তিপূজার অসারতা বোঝাতে তাদের মতামতের প্রতি অশ্রদ্ধা জানিয়ে মূর্তি ভেঙেছিলেন। তিনি একই সাথে ইসলামের নবী। মুসা নবীর কাজে কী মূর্তিপূজারীদের অনুভূতিতে আঘাত লাগেনি!
- সমাজের সংখ্যাগরিষ্ঠ মূর্তিপূজারীদের বিরুদ্ধে একা নবী অশ্রদ্ধা থেকেই একেশ্বরবাদ প্রচার করা শুরু করেছিলেন। পরে মূর্তি ভেঙে তাদের মতামতকে অশ্রদ্ধাও করেছিলেন। তিনি যা সত্য মনে করেছেন তা তিনি কোন অশ্রদ্ধা/অবমাননার তোয়াক্কা না করেই প্রতিষ্ঠা করেছেন।
- ইসলামিক সত্য “যিশু মারা যানননি, তাঁকে তুলে নেয়া হয়েছে” খৃষ্টানদের বিশ্বাস-অনুভূতিতে আঘাত।
- ইসলামিক সত্য “ইহুদিরা অভিশপ্ত” ইহুদিদের বিশ্বাস-অনুভূতিতে আঘাত।
- ইসলামিক সত্য “খৃষ্টানরা পথভ্রষ্ট” খৃষ্টানদের বিশ্বাস-অনুভূতিতে আঘাত।
ধর্ম বিষয়ে সমালোচনায় যারা অনুভূতিতে আঘাত পায় তাদের নির্ধার্মিকদের দোষারোপ করার আগে ভাবা উচিত যে তাদের ধর্ম প্রতিষ্ঠাকালীন সময়ে ধর্মপুরুষরা সমাজের মতামতকে শ্রদ্ধা করেছিলেন কী না।
আজ যারা ব্লগারদের মৃত্যু কামনা করে তাদের লেখার জন্য তারা কী নারী নেতৃত্ব মেনে নেয়ার আপোষ করেনি? শেখ হাসিনা, খালেদা জিয়ার নেতৃত্ব মেনে নিয়ে কী ধর্মীয় অনুভূতিতে আঘাত করেনি?
০৪ ঠা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০৯
বাংলার হাসান বলেছেন: পরিশেষে আবারও প্রধানমন্ত্রীকে ইসলাম অবমাননার দায়ে গ্রেফতার করে বিচারের কাঠগড়ায় হাজির করার তীব্র দাবী জানাচ্ছি।
৬| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৩:৪৮
রবি_জল বলেছেন:
০৪ ঠা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬
বাংলার হাসান বলেছেন:
৭| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৩:৫২
অচীনপুরের চেনা মুখ বলেছেন: জটিল+++
০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:০৯
বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ।
৮| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৩:৫৪
কাঠুরে বলেছেন: ইসলাম ধর্মকে অবমাননা করে যে সকল ব্লগার ব্লগ লিখেছে তাদের মাঝে থাবা বাবা একজন, ধর্মকে অবমাননা করে লেখার অপরাধে যদি থাবা বাবা নাস্তিক হয় তবে সেই নাস্তকি থাবা বাবাকে প্রধানমন্ত্রী শহীদ ঘোষণা দিয়ে ইসলাম ধর্মকে অবমাননা করেছেন।
এখানে প্রধানমন্ত্রীর দোষ বেশী দেয়া যায় না এই কারণে, সাহাবাগ ইস্যুর আগে ব্লগ নিয়া কেউই কোনও মাথা ব্যাথা করে নাই, এবং ব্লগ সম্পর্কে অনেকেরই ধারনা ছিল, প্রধানমন্ত্রীর বেলায়ও এমনটা অস্বাভাবিক না, উনারা জাহাজের বেপারী, আদার খোঁজ নিবেনই বা কেন,
উনাকে উনার দলে থাকা কম্যুনিস্টরা যা বুঝাইছে, তা বুঝেই উনি সেই মন্তব্য দিয়ে থাকতে পারেন।
আমার মতে এক্ষেত্রে দোষ হল উনার দলে থাকা বামুদের।
০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৮
বাংলার হাসান বলেছেন: উনার দলে থাকা বামুদের উপর যতই দোষ চাপান কিন্তু কাহীনি তো প্রধানমন্ত্রীর কারনেই এত প্যাচ লাগছে।
৯| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৩:৫৫
কাঠুরে বলেছেন: উপরের মন্তব্যে ব্লগ সম্পর্কে অনেকেরই ধারনা ছিল না হবে।
০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৪১
বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ।
১০| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৩:৫৭
নষ্ট শয়তান বলেছেন: সাহসী লেখা। চালিয়ে যান। আঘাত দিন জায়গামত।
০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ২:১১
বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ।
শালার আবাল জনগন এইডাও বুঝেনা, শামীম উসমানের মত আওয়ামী নেতা দলীয় হাই কমান্ডরে ইশারা ছাড়া হেফাজতের পক্ষ নেয় নাই।
১১| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৩:৫৮
মেহেদী হাসান মানিক বলেছেন: আসলে ব্লগ ব্লগার কি জিনিস কোন প্রজাতি এটাই অনেকে জানত না। আর মুলোটা না ঝুলালে যে আমাদের রাজনৈতিক দলগুলার চলেই না।
০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৪০
বাংলার হাসান বলেছেন: সহমত
১২| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ ভোর ৪:৩৮
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: হাসিনাকে মোনাফেক হিসাবেই জানি
০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৪৭
বাংলার হাসান বলেছেন: সরি ভাই আমি ইসলামীক পন্ডিত নই,
ফতোয়া দিতে হলে মুফতি হতে হয়, আর আমি মুফতি না।
১৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ ভোর ৫:০২
আশিক মাসুম বলেছেন: আমার মুখ বন্ধ
০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:৪৯
বাংলার হাসান বলেছেন:
১৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ ভোর ৫:২০
যুক্তিপ্রাজ্ঞ বলেছেন: কাঠুরে বলেছেন: ...আমার মতে এক্ষেত্রে দোষ হল উনার দলে থাকা বামুদের।
সব দোষ বামুদের, প্রধানমন্ত্রী ফিডার খান, কিচ্ছু বোঝেন না, যে যেটা বোঝায় সেটাই বুঝে ফেলেন... ছোট বেবিটার কোন-নো দোষ নাই
০৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:০২
বাংলার হাসান বলেছেন: হা হা হা।
মন্দ বলেন নাই।
১৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ৮:০৪
তুহিন সরকার বলেছেন: সহমত প্রকাশ করছি।
শাহবাগ প্রজন্ম চত্ত্বর।
শুভকামনা রইল।
০৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৩
বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ
১৬| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ৯:১৭
ইকবাল পারভেজ বলেছেন: *কুনোব্যাঙ* বলেছেন: কেননা জামাতকে নিষিদ্ধ করলে আপনাদের ৪২ বছরের রাজনৈতকি ইসু শেষ হয়ে যাবে, জামাত হলো আপনাদের জন্য সোনার ডিম পাড়া হাঁস।
কথা সত্য+++
০৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪
বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ।
১৭| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ৯:১৮
আমরা তোমাদের ভুলব না বলেছেন: সংসদে তত্বাবধায়ক সরকার বাতিল করতে আওয়ামীলীগের লাগছে কয়েক মিনিট, আর জামায়াত নিষিদ্ধ করতে বিএনপির সাহায্য চায়। হাস্যকর। সবচেয়ে ভালো হইতো জামায়াত নিষিদ্ধর জন্য জামায়াতের কাছে অনুমতি চাইলে ...
০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:০৪
বাংলার হাসান বলেছেন: সবচেয়ে ভালো হইতো জামায়াত নিষিদ্ধর জন্য জামায়াতের কাছে অনুমতি চাইলে ..
মন্দ বলেন নাই।
ধন্যবাদ.
১৮| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ৯:২২
আজ আমি কোথাও যাবো না বলেছেন: হুম প্রধানমন্ত্রীর কথায় আর ভরসা রাখতে পারছি না কোন ভাবেই! সব গুলো রাজনীতিবিদই তো সরকারী দলের নেতা ও বিরোধী নেতা বলুন জামাতের সাথে আঁতাত করে করে ৪২ বছর ধরে দেশে কালসাপ পুঁষে আসছেন। এই কালসাপকে আমরা বলি নিষিদ্ধ করতে হবে তাই গণহারে নাস্তিক উপাধি খেয়েছি বিরোধী দলীয় নেতাদের কাছ থেকে। এখন দেখি সরকারী দলও তাল মিলিয়ে অন্যায় আচরণ করছে!
আর জামাত আর কতটুকু ভায়োলেন্ট হলে নিষিদ্ধ করা যাবে আর আমাদের রাজনীতিবিদরা তাদের লেহন করা বন্ধ করবে সেটাও দেখতে চাই! আর কি করবো আমরা তো শুধু দর্শক!
০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:১৪
বাংলার হাসান বলেছেন: ধীরে ধীরে মুক্তিযুদ্ধের চেতনার দাবীদার সরকারের মুখোশ খুলে যাচ্ছে।
১৯| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ১০:০৪
আহলান বলেছেন: বলে লাভ নাই, সততা নাই কোন কাজে , শুধুই রাজনৈতিক ফায়দা লোটার ধান্ধা ..............
০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৫২
বাংলার হাসান বলেছেন: সহমত।
২০| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ১০:২১
কান্ডারি অথর্ব বলেছেন:
০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১:০০
বাংলার হাসান বলেছেন:
২১| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ১:১১
নতুন বাঙ্গাল বলেছেন: যদি আগে থেকেই লিখে তবে কেন প্রথম যখন নাস্তিক ব্লগারদের কথা উঠে তখন তাদের গ্রেফতার করা হলো না?
হেফাজতকে প্রশ্ন করতে পারবেন, আগে কেন গ্রেফতারের দাবী জানায়নি?
আগে কেন লংমার্চ করে নি?
আসিফ মহীউদ্দিনকে এর আগে ২০১১ সালে গ্রেফতার করা হয়েছিল।তখন কেন আমার দেশ সহ অণ্যরা তার ফাসী দাবি করে নি?
এসবের উত্তর খুজবেন আশা করি।
ধন্যবাদ।
০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৪৫
বাংলার হাসান বলেছেন: দেশ স্বাধীন হয়েছে ৪২ বছর পার হয়ে গেছে, শাহবাগের গনজাগরনের পর্বে কি মানুষ হানাদারদের সহযোগীদের বিচার হোক চাই নাই? ৪২ বছর পরে রাস্তায় নামার অর্থ কির্তু এই নয় যে আগে কেন নামে নাই। বা আগে কেন বিচারের দাবী নিয়ে রাস্তায় নামে নাই। আশা করি উত্তর পেয়ে গেছেন।
ধন্যবাদ।
২২| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১৯
অনির্বাণ তন্ময় বলেছেন:
লেখক বলেছেনঃ "আপনারা জামাতকে নিষিদ্ধ করবেন না। কেননা জামাতকে নিষিদ্ধ করলে আপনাদের ৪২ বছরের রাজনৈতকি ইসু শেষ হয়ে যাবে, জামাত হলো আপনাদের জন্য সোনার ডিম পাড়া হাঁস।"
যারা আশা করে সরকার জামাত কে নিষিদ্ধ করবে তারা হয় রাজনীতির 'র'ও জানে না, না হলে তারা একটু বেশী রকমেরই আবেগী আর না হয় সহজ সরল আবাল পাবলিক।।
পোস্টে প্লাস।।
মেহেদী হাসান মানিক বলেছেন: আসলে ব্লগ ব্লগার কি জিনিস কোন প্রজাতি এটাই অনেকে জানত না। আর মুলোটা না ঝুলালে যে আমাদের রাজনৈতিক দলগুলার চলেই না।
সহমত ।।
০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ২:২১
বাংলার হাসান বলেছেন: ধণ্যবাদ ব্রো।
২৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৮:০৭
ঘুড্ডির পাইলট বলেছেন: বিরাট ব্লগার গোষ্টির সকলেই যদি নাস্তিক হয়ে থাকে , মাত্র কয়কেটা নাস্তিকের জন্য , তবে দুই দলে যে পরিমান রাজাকার আছে সেই কারনে তারাও রাজাকার ।
০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:৪৪
বাংলার হাসান বলেছেন: সহমত
২৪| ০৫ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:২১
মিষ্টি মেয়ে বলেছেন: সকল নোংরামি, হীনতা ও জঘন্যতার অবসান হোক!
০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫০
বাংলার হাসান বলেছেন: অবসান হোক!
২৫| ০৫ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:২৯
স্বপনবাজ বলেছেন: নাস্তিক ব্লগারদের বিরুদ্ধে প্রথম থেকেই সাধারণ ব্লগাররা বিরুপ ধারণা পোষন করে ! তখন অনেক বলে ও তাদের ব্যান করানো যায়নি ! পোষ্ট ও সরানো যায়নি ! আগে সচেতন হলে এই দিন দেখতে হইতোনা !
বলির পাঠা কথা টা ঠিক !
০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:২৭
বাংলার হাসান বলেছেন: সহমত।
২৬| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:০০
নুর ফ্য়জুর রেজা বলেছেন: রাজনীতির খেল বুঝা বড় দায় !!
০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১:০৬
বাংলার হাসান বলেছেন: জ্বি
২৭| ০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫৮
ইউরো-বাংলা বলেছেন: ইসলাম ধর্মকে অবমাননা করে যে সকল ব্লগার ব্লগ লিখেছে তাদের মাঝে থাবা বাবা একজন, ধর্মকে অবমাননা করে লেখার অপরাধে যদি থাবা বাবা নাস্তিক হয় তবে সেই নাস্তকি থাবা বাবাকে প্রধানমন্ত্রী শহীদ ঘোষণা দিয়ে ইসলাম ধর্মকে অবমাননা করেছেন।
একমত।
০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২৭
বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ।
২৮| ০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:০০
বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: তাহলে নিঃসন্দেহে বলা যায় আপনারা জামাতকে নিষিদ্ধ করবেন না। কেননা জামাতকে নিষিদ্ধ করলে আপনাদের ৪২ বছরের রাজনৈতকি ইসু শেষ হয়ে যাবে, জামাত হলো আপনাদের জন্য সোনার ডিম পাড়া হাঁস।
আওয়ামীলীগের তিনটা সম্পদ এখন।
এক, জামাত, তাদের রাজনৈতিক ইস্যু বানিয়ে ভোট বাণিজ্য
দুই, মুক্তিযুদ্ধ, এটাকে কেজি দরে বিক্রি করে ভোট বাণিজ্য
তিন, বঙ্গবন্ধু, উনাকেও লিটার হিসেবে বিক্রি করে রাজনৈতিক ফায়দা লুটা।
এছাড়া আর কিইবা আছে??
০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৫২
বাংলার হাসান বলেছেন: এক, জামাত, তাদের রাজনৈতিক ইস্যু বানিয়ে ভোট বাণিজ্য
দুই, মুক্তিযুদ্ধ, এটাকে কেজি দরে বিক্রি করে ভোট বাণিজ্য
তিন, বঙ্গবন্ধু, উনাকেও লিটার হিসেবে বিক্রি করে রাজনৈতিক ফায়দা লুটা। সহমত
২৯| ১০ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩৭
ইউরো-বাংলা বলেছেন: আওয়ামীলীগের তিনটা সম্পদ এখন।
এক, জামাত, তাদের রাজনৈতিক ইস্যু বানিয়ে ভোট বাণিজ্য
দুই, মুক্তিযুদ্ধ, এটাকে কেজি দরে বিক্রি করে ভোট বাণিজ্য
তিন, বঙ্গবন্ধু, উনাকেও লিটার হিসেবে বিক্রি করে রাজনৈতিক ফায়দা লুটা।
১০ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১৬
বাংলার হাসান বলেছেন: সহমত
©somewhere in net ltd.
১|
০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১:৩৭
সাহাদাত উদরাজী বলেছেন: সব কথা সহজে বলা ভাল নয়।