নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অমি হাসান নামেই আমি পরিচিত

মুক্তিযুদ্ধ আমাদের অহংকার, ধর্মান্ধতা ও দলান্ধতা মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী।

বাংলার হাসান

অমি হাসান নামেই আমি পরিচিত এই নামে অন্য ব্লগার থাকায় হয়ে গেলাম বাংলার হাসান। ইতিহাস হলো একটি জাতির দর্পন। ইতিহাস অসচেতন জাতি কোন দিন প্রকৃত দেশপ্রেম ও জাতীয়তাবোধে উজ্জীবিত হতে পারে না।

বাংলার হাসান › বিস্তারিত পোস্টঃ

সুখে থাকতে ভুতে কিলায়, আওয়ামী লীগ পড়ছে ঠেলায়।

১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ২:৫২



শাহবাগ আন্দোলন যখন শুরু হয় আওয়ামী লীগ সরকার মরিয়া হয়ে তার দখল নেয়ার জন্য এমন কোন হীন কাজ নেই যা করে নাই। কিন্তু আওয়ামী লগি যদি বুঝতে পারতো এই শাহবাগ আন্দোলন একদিন তাদের জন্য গলার ফাঁস হবে তবে কি তারা নির্দলীয় কিছু তরুন প্রজন্মের আন্দোলনকে কুক্ষিগত করত? শাহবাগ এখন তাদের জন্য ফাটা বাঁশের চিপা। রাজীবের মৃত্যুর মধ্য দিয়ে তাদের উপর নতুন গজব হয়ে নাজিল হলো হেফাজতে ইসলামের আন্দোলন। এখন যে করে হোক হেফাজতকে রুখতে হবে, কেননা ব্লগ, ফেসবুক, ও মিডিয়ার কিছু বুদ্ধি প্রতিবন্ধীদের দিয়েতো আর ভোটের বাক্স ভরবে না। দেশের সিংহ ভাগ মানুষ ধর্ম ভীরু, অতএব খুলতে হবে নতুন ফ্রন্ট এবং সেটা হতে হবে হেফাজতে ইসলামের প্রতিপক্ষ আর সেই নতুন ফ্রন্টের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। চট্টগ্রামের লালদীঘি মাঠে আগামী শনিবারের সুন্নী মহাসমাবেশে ১০ লাখ মানুষের সমাগম ঘটবে বলে আশা করছে আহলে সুন্নাত ওয়াল জামাত। মহানবীকে নিয়ে অবমাননাকর কটূক্তিকারীদের কঠোর শাস্তি দাবির পাশাপাশি ইসলামের নামে নৈরাজ্য ও সহিংসতা এবং মওদুদীবাদীদের অপতৎপরতা বন্ধে আন্দোলনের কর্মসূচী ঘোষণা করা হবে সুন্নী আকিদায় বিশ্বাসী জনতার এই মহাসমাবেশ থেকে।



এখন দেখার বিষয় আহলে সুন্নাত ওয়াল জামাত এর সমাবেশকে ঘিরে দেশ নতুন করে কোন দিকে মোড় নেয়, সরকার হয়তো ভাবছে এই কোর্ট থেকে ঐ কোর্টে বল ছুড়ে বাকী কয়েক মাস পার করে দিলেই ভোটের সময় ঘনিয়ে আসবে। তখন নতুন আঙ্গিকে হিজাব,তসবিহ হাতে নতুন কোন চাল চেলে পার হবে ক্ষমতার বৈতরী। কিন্তু গর্দভ আওয়ামী লীগ কি একবারও চিন্তা করে দেখেছে, পদ্শাসেতু, শেয়ার মার্কেট, হলমার্ক, সহ অনান্য ‍‍‍অপকর্মের সাথে যে, ভোটের সময় এই শাহবাগ, হেফাজত, ও আহলে সুন্নাত ওয়াল জামাত তাদের জন্য বুমেরাং হয়ে দাঁড়াবে। কেননা শাহবাগে যে তরুন প্রজন্ম গেছে তাদের দাবী ছিল জামাতকে নিষিদ্ধ করা, হাসিনা তা না করে নিজের মুখোশ খুলে দিছে। এই তরুন প্রজন্ম কি ভোটের সময় তাকে ভোট দিবে? এই একই কথা হেফাজতের বেলায়ও। আহলে সুন্নাত ওয়াল জামাত তাদের দীর্ঘ দিনের সেই পুরনো দাবী কাদিয়ানীদের অমুসলিম ঘোষনা করতে হবে তা যদি তুলে ধরে তবে হাসিনা কই যাবে?

মন্তব্য ৪৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:০৫

মোহাম্মদ হারুন বলেছেন: চট্টগ্রামের লালদীঘি মাঠে আগামী শনিবারের সুন্নী মহাসমাবেশে ১০ লাখ মানুষের সমাগম ঘটবে বলে আশা করছে আহলে সুন্নাত ওয়াল জামাত।


ইতি মধ্যে অন্তত ২০ লক্ষ র্ধম প্রিয় মুমিন মুসলিম সবাবেত হবে এটা ১০০% নিশ্চিত করা হয়েছি।

আশাকরি সবটিক থাজকলে অন্তত ২৫ লক্ষ ছাড়িয়ে যাবে।

হেফাজতি ও জামতি শিবিরের মত নাস্তিক র্ধম অন্ধ মৌলবাদী গোষ্টীকে হঠাতে তৌহিদী র্ধম প্রাণ ও মুমিস মুসলি একত্রিত হোন। আপনাকে দাওয়াত।

১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:১৮

বাংলার হাসান বলেছেন: জামাতের লোকের পিছনে নামাজ পড়লে নামাজ সহী শুদ্ধ হয় না এই ফতোয়া যে সকল মুফতিগন দিয়েছিলেন তাদের অনেকেই কিন্তু হেফাজতের সাথে দেখা গেছে।

এ বিষয়ে আপনার মত কি?

২| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:১৭

দুরন্ত সাহসী বলেছেন: jamat ekhon gofe tel mere hasbe ar bolbe jei dhormo niye rajnito kore amra aj fashir monche sei dhormo rajnitir sorab sokol dolke khaiye charbo।

mahmudur rohoman ei deshe ses porjonto dhormer mohamari rajniti dhukiye dilen।

১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:২২

বাংলার হাসান বলেছেন: ভুল বলেলন জামাত ধর্ম নিয়ে রাজনীতি করার কারনে ফাঁসির মঞ্চে যায় নাই। বরং ৭১ এর ঘৃন্য অপরাধের জন্য গেছে।

৩| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:২০

কাজী মামুনহোসেন বলেছেন: Click This Link

পড়ে দেখবেন সাথে আপনার মতামত চাই.....

১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:২৯

বাংলার হাসান বলেছেন: দেখলাম।

একই পোষ্ট অনেকেই করেছে,

৪| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:২৫

ইন্দ্রজাল বলেছেন: ইসলাম বিরোধী এই সরকারের দালালী করার জন্য ভালই অর্থ কড়ি খরচ করা হচ্ছে, আমার এলাকার এক মাজারে নামধারী দাঁরী টুপিহীন বাবার কাছে দেখছি অনেক জামাত গেঁসা এমন হুজুর দের হাজিরা দিতে দেখছি, ''

উনাদের ঐ মাজারে ঢুকতে দেখে আমি পুরাই টাস্কিত,

টাকা যে ছডানো হছে এটা নিশ্চিত,

তবে সাধারন জনতার মাঝে এই নিয়ে তিল্ মাত্র ভ্রুক্ষেপ ও নাই, খালি নিউ মার্কেটের মোড়ে কান ফাটানো মাইকের আউয়াজ ছাড়া, মানুসজন বরংচ হাসাহাসি করছে এত দিন বাদে এদের ব্লগার দের ফাঁসি দেখার হটাত হউয়া স্বাধ দেখে

১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:৩৯

বাংলার হাসান বলেছেন: এত দিন বাদে এদের ব্লগার দের ফাঁসি দেখার হটাত হউয়া স্বাধ দেখে এই হাউসও আওয়ামী লীগের গলার কাঁটা হবে।

৫| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:২৮

মোহাম্মদ হারুন বলেছেন: এখানে আমি কোন নামাজ ও র্ধম বা র্ধম বিষয় কিছু নিয়ে বির্তকে যেতে চায় না।



আমি শুধু বলতে ছাচ্ছিলাম যে জামাত শিবির মত উগ্রমৌলবাদ সংঘঠন কে গৃণা করুন,

এরা ইসলামের নামে রাজনৈতিক ফায়দা ও অর্থিক ফায়দা আদায়ে ব্যস্ত।

১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:৩৫

বাংলার হাসান বলেছেন: জামাত এর বাপ মওদুদীর আকাম নিয়া আমার কিছু লেখা আছে খুজে পড়ে দেখবেন।

জামাত শিবির উগ্রমৌলবাদ সংঘঠন না বলে বলুন, জামাত শিবির একটি ধর্ম ব্যবসায়ী রাজনৈতিক দল, যারা ধর্মকে হাতিয়ার করে রাজনীতি করে। অবশ্য হাম্বারাও কম না তারা বলে “ লা ইলাহা ইল্লাহ নৌকার মালিক তুই আল্লাহ” এরা সবাই এক একটা নিকৃষ্ট কিট।

৬| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:৩৫

অনেকের মধ্যে একজন বলেছেন: শাহবাগ বুঝিনা সব কথার এক কথা যুদ্ধঅপ্রাধী যত কুত্তার বাচ্চা আছে সবার বিচার হবে। সে জামাত হোক আর যেই হোক X( X((

১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:৪৮

বাংলার হাসান বলেছেন: শাহবাগ বুঝিনা সব কথার এক কথা যুদ্ধ‍াপরাধী যত কুত্তার বাচ্চা আছে সবার বিচার হবে। সে জামাত হোক আর যেই হোক X( X(( সহমত।

৭| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:৪১

মোহাম্মদ হারুন বলেছেন: অবশ্য হাম্বারাও কম না তারা বলে “ লা ইলাহা ইল্লাহ নৌকার মালিক তুই আল্লাহ” এরা সবাই এক একটা নিকৃষ্ট কিট।


অনেকেই এই রকম বলতে আমি শুনেছি, এই রকম যারা বলে তাদের প্রতি গৃণা,

তবে আমার জানা মতে এ্ইটা একটা স্লোগান, যা হাম্বা বা আম্বা যাই বলূন মাট পর্যায়ের সাধারণ জনগনরাই বলেন।

আমি কোন দিন শুনিনি উচ্চমহল বা সচেতন কেউ এই রকম বলতে।

১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:৪৭

বাংলার হাসান বলেছেন: প্রধানমন্ত্রী যে বলল “মদিনা সনদ” এর কথা এটা কি? এটা কি ধর্ম নিয়ে রাজনীতি নয়?

আর তিনি কি নিচুমহলের? ভোটের আগে হিজাব, তাসবিহ এসব কি? সব সব রাজনৈতিক দল গুলোই ভন্ড চরম চরম ভন্ড।

৮| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:৫৭

মোহাম্মদ হারুন বলেছেন: “মদিনা সনদ”
হাসিনা কোথায় কোন প্রসঙ্গে এই কথা বলেছিল ও হাসিনার বক্তব্যর আগে পিচে কি বলেছিল তা ভাল করে শুনবেন আশা করি। তখন ভাল করে বুজতে পারবে না, আসলেই তিনি কি বলতে চেয়েছেন।


আপনি হিজাব , তসবিহ নিজে মশকরা করলেন ভাই,

হাসিনা একজন মুসলমান তার হিজাব তসবিহ ব্যাবহার করার অধিকার আছে।


চেয়ার ঠেলার দৃশ্যের কথা বলতে চায় না, কারন কারো র্ধমীয় বিষয়ে আমি উৎশৃঙ্কল আর উগ্র মন্তব্য কথাবার্তা পচন্দ করি না।





১৯ শে এপ্রিল, ২০১৩ ভোর ৪:০১

বাংলার হাসান বলেছেন: হাসিনা একজন মুসলমান তার হিজাব তসবিহ ব্যাবহার করার অধিকার আছে। এবং সেটা ভোটের সময় আসলে মনে পড়ে তাই না?

শুনেন হাসিনা বলেন আর খালেদা বলেন অথবা এরশাদ বা জামাত সব গুলা হারামী এই সব গুলি হলো বাংলার সব চাইতে হিংস্র জানোয়ার, অমানুষ।

৯| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:৫৯

আমিনুর রহমান বলেছেন:

এত কিছু বুঝতে ভালো লাগে না আর শুধু রাজাকারদের ফাঁসি হইলেই পরে। যদি এরপর আমাগো ফাঁসি চায় গিয়া কমু ভাই ধরি লোন ফাঁসি দেন, আমরা আপনাগো কাছে কৃতজ্ঞ আপ্নাগো যা মুঞ্চায় এইবার করেন :( :( :(

১৯ শে এপ্রিল, ২০১৩ ভোর ৪:৪৩

বাংলার হাসান বলেছেন: ভাই আপনি সহ যাদের হাত ধরে এই আন্দোলনের সৃষ্টি সেখানে কিছু ভুল ছিল যার কারনে আজ এত বড় মাশুল দিতে হচ্ছে ।

১০| ১৯ শে এপ্রিল, ২০১৩ ভোর ৪:১৭

জেনারেশন সুপারস্টার বলেছেন: পোস্টে আলোচনা চলুক......

১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:১৭

বাংলার হাসান বলেছেন: চলুক......

ধন্যবাদ আপনার সুন্দর প্রস্তাবের জন্য।

১১| ১৯ শে এপ্রিল, ২০১৩ ভোর ৫:০০

মুহসিন বলেছেন: হেফাজত, শাহবাগ ও জনগণ

দেশের অধিকাংশ লোকই মূলতঃ দলনিরপেক্ষ। কখনো তাই আওয়ামী বামপন্থীরা বেশী ভোট পায়, কখনো বিএনপি-ডান বা ইসলামী দলগুলো।

আগামী নির্বাচনে দেখা যাক, কোনদিকে মানুষ প্রাধান্য দিবে।

কিন্তু তার আগেই দুইদলেরই জোর প্রচেষ্টা তাদের পাল্লা ভারী করার।
এইজন্য আওয়ামী বামপন্থীরা অনেকটা প্রকাশ্যেই শাহবাগের গণজাগরণমঞ্চকে সমর্থন দিচ্ছে এবং বিএনপি, জাতীয় পার্টি, জামাত ও অন্য ইসলামী-ডানপন্থী দলগুলো সমর্থন দিচ্ছে হেফাজতে ইসলামকে।

আর এভাবেই শাহবাগের গণজাগরণমঞ্চ বনাম হেফাজতে ইসলাম বিরোধিতা আস্তে আস্তে গাঢ় আকার ধারণ করছে।

নির্বাচনের বছরে এসে আর কত কিছু যে জনগণকে দেখতে হবে কে জানে! আর বেশীর ভাগ ক্ষেত্রে তাদের নীরব দর্শক হয়ে থাকা ছাড়া কিই বা করার আছে!!

১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৬

বাংলার হাসান বলেছেন: নির্বাচনের বছরে এসে আর কত কিছু যে জনগণকে দেখতে হবে কে জানে! আর বেশীর ভাগ ক্ষেত্রে তাদের নীরব দর্শক হয়ে থাকা ছাড়া কিই বা করার আছে!! সহমত।

১২| ১৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ৮:১৬

কান্ডারি অথর্ব বলেছেন:

ভাই এত কিছু বুঝিনা শুধু রাজাকারের ফাঁসি হলেই হল আর কিছু চাইনা

২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:০০

বাংলার হাসান বলেছেন: সেটাও পুরন হয় কিনা দেখেন।

১৩| ১৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৭

এনাম হক বলেছেন: sob e madar ***

২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:১৬

বাংলার হাসান বলেছেন: গালা-গালি না করে আসুন পোষ্টের বিষয় বস্তুর উপর আলোচনা করি।

আমাদের দেশের রাজনৈতিক দল ও নেতাদের গালি কেন যিদি জুতা পেটাও করা হয় এদের আক্কেল হবে না।

১৪| ১৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০৬

লেজ কাটা শেয়াল বলেছেন: Sunnira paki potaka uray ken?

২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৯

বাংলার হাসান বলেছেন: তার উত্তর যারা উড়ায় তারাই ভাল দিতে পারবে।

১৫| ১৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৫

জহির উদদীন বলেছেন: তখন নতুন আঙ্গিকে হিজাব,তসবিহ হাতে নতুন কোন চাল চেলে পার হবে ক্ষমতার বৈতরী।
ভন্ড,শয়তান একেই বলে চিনে রেখেছি......

২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১:২০

বাংলার হাসান বলেছেন: হাসিনা, খালেদা, এরশাদ, নিজামী এরা সবাই একই গোয়ালের ...........

১৬| ১৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৩

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:


+++++++++++


২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৩৭

বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ।

১৭| ১৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৬

বজ্জাদ সাজ্জাদ বলেছেন: এখানেও আওয়ামি পেইড দালাল হারুন এর দেখা পাওয়া গেসে বলে মনে হচ্ছে

২০ শে এপ্রিল, ২০১৩ রাত ২:০৯

বাংলার হাসান বলেছেন: ব্যক্তি আক্রমন না করে আমরা পোষ্টের বিষয় বস্তু নিয়ে আলোচনা করলে বেশি ভাল হয়।

১৮| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:০৪

দখিনা বাতাস বলেছেন: ভুল কইলেন ভাই। শাহবাগের আসল দাবী জামাত শিবির নিসিদ্ব না, মেইন দাবী ফাসি। এর পরে আসছে নিষিদ্বর কথা।

আরেকটা কথা শুনেন, আমরা যারা শাহবাগে গেছিলাম, তারা ধর্ম নিয়া এত টেনশনে নাই, আমগো ইমান এত হালকা পাতলা না। ফাসি দিলেই আমরা খুশী।

আর হেফাজত আহলে সুন্নাত যত কিছুই কন, ওগো যত বড় সমাবেশই হোক, খালি ঐ শালাগো কোন গনভোটে দিবো নাকি ওগো দাবি গুলা। গনভোট হোক, আমগো ভোট লাগবো না, দেশে মহিলা ভোটার আছে ৪ কোটি। ওগো ভোটেই এইসব কাঠমোল্লারা উইড়া যাইবো বাতাসে।

২০ শে এপ্রিল, ২০১৩ রাত ২:৩১

বাংলার হাসান বলেছেন: আপনিতো বিশাল বুদ্ধিজীবি, হাসিনার উপদেষ্ঠার জন্য আবেদন করেন। দেশের বর্তমান অবস্থার কারনে ভয়ে গাট্রি গোল করে কয়েকজন উপদেষ্ঠা ভাগছে। সুযোগ কাজে লাগান।

১৯| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ২:০৫

ইনফা_অল বলেছেন:
লেজ কাটা শেয়াল বলেছেন: Sunnira paki potaka uray ken?




Click This Link


Click This Link

Click This Link

আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া এর পীর হলেন একজন পাকিস্তানী

২০ শে এপ্রিল, ২০১৩ রাত ২:৪৪

বাংলার হাসান বলেছেন: আর সেই সুন্নিয়াদেরকে দিয়ে আওয়ামী লীগ হেফাজতের বিরুদ্ধে ভিন্ন আরেকটি ফ্রন্ট খুলল। হায়রে আওয়ামী লীগ হায়রে মুক্তিযুদ্ধের চেতনার দাবীদাররা।

২০| ২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:২০

ঘুড্ডির পাইলট বলেছেন: আমার মালাংকেল কে নিয়ে কিচু না বলার জইন্য ধইন্যবাদ ।

২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫২

বাংলার হাসান বলেছেন: ঠিক চিনলাম না, একটু ঝেড়ে কাসুন।

২১| ২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০৮

হ্যাপিহ্যাপ০০৭ বলেছেন: সুখে থাকতে ভুতে কিলানোর কারনেই আওয়ামীলীগের পতন অনিবার্য হয়ে উঠছে।
সময় থাকতে সরকার এটা বুঝলেই ভাল ।

২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৫

বাংলার হাসান বলেছেন: মনে হয়না সময় থাকতে সরকার বুঝবে।

২২| ২১ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২০

মুহসিন বলেছেন: আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া এর পীর কি সত্যিই পাকিস্তানী?

২১ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:২৫

বাংলার হাসান বলেছেন: যদ্দুর জানা যায় সে রকমই। কিন্তু আমারে কাছে কোন তথ্য প্রমান নেই ১৯ নং কমেন্টে কয়েকটি লিংক আছে ঘুরে দেখতে পারেন।

ধন্যবাদ।

২৩| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৩৬

দ্রুতগামী উল্কা বলেছেন: তসবি বিবিরে নিয়া কিছুই কইবেন না। আর শাহাবাগ? ওইটা হইল আইসক্রিম, কখনো মজা কিন্তু কখনো ঠান্ডা লেগে যায়। হ্যাচ্চো.। ;) ;)

২১ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:০২

বাংলার হাসান বলেছেন: ;) ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.