নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অমি হাসান নামেই আমি পরিচিত

মুক্তিযুদ্ধ আমাদের অহংকার, ধর্মান্ধতা ও দলান্ধতা মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী।

বাংলার হাসান

অমি হাসান নামেই আমি পরিচিত এই নামে অন্য ব্লগার থাকায় হয়ে গেলাম বাংলার হাসান। ইতিহাস হলো একটি জাতির দর্পন। ইতিহাস অসচেতন জাতি কোন দিন প্রকৃত দেশপ্রেম ও জাতীয়তাবোধে উজ্জীবিত হতে পারে না।

বাংলার হাসান › বিস্তারিত পোস্টঃ

ক্ষমতায় থাকাকালীন আমাদের দুই প্রধান নেত্রীর হরতাল বিষয়ক বক্তব্য।জাতিকে এমন বিভ্রান্তিকর অবস্থা থেকে উদ্ধারে কি এগিয়ে আসবে আমাদের সন্মানিত মুফতী সাহেব গন? ??

২২ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২৮





ক্ষমতায় থাকাকালীন আমাদের দুই প্রধান নেত্রীর হরতাল বিষয়ক বক্তব্য।

ফেসবুক ও ব্লগের কল্যানে আমরা অনেক ফতোয়া পাই। আর যারা ফতোয়া দেন তাদেরকে বলা হয় মুফতি, এখন সেই সকল ফেসবুক ও ব্লগীয় মিুফতিদের নিকট জিজ্ঞ‍াসা ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষন? কোরআনের সুরা মুনাফিকুন এর আলোকে ওয়াদা ভঙ্গকারীকে কি শাস্তি পেতে হবে বলে বর্ননা করা হয়েছে সেই বিষয়ে কি তারা একটু জ্ঞ‍ান ধার দিবেন?





১৯৯৩ সালে ১০ অক্টোবর বর্তমান বিরোধী দলীয় নেত্রী ও তৎকালীন প্রধানমন্ত্রী বেগম জিয়া তাহার সুগন্ধা কার্যালয়ে চাটখিল সরকারী কলেজের ছাত্রসংসদের নব নির্বাচিত কর্মকর্তাদের উদ্দেশ্যে ভাষনদান কালে বলেন হরতাল ও ধর্মঘট উন্নয়ন প্রতিক্রিয়াকে ব্যহৃত করে এবং শ্রমিক শ্রেণীর দারুন ক্ষতি হয়। তিনি আরো বলেন যারা হরতাল ও ধ্বংসের রাজনীতি করে তারা দেশের উন্নয়ন সম্পর্কে উদাসীন দেশ প্রেমিক হইলে তাহারা এহেন ধ্বংসাত্বক কাজ করিতে পারে না।

১৯৯৬ সালে ক্ষমতায় এসে ঘোষণা দিয়েছিল আমি বিরোধী দলে গেলেও আর কোনদিন হরতাল দিব না। কিন্তু ২০০১-০৬ সময়ে ১৭৩ দিন হরতাল দিয়েছিল।




কোরআনের সুরা মুনাফিকুন এর আলোকে ওয়াদা ভঙ্গকারীকে নেতা বা নেত্রী হিসেবে যারা গ্রহন করবে তাদের জন্য কি ফতোয়া? বিশিষ্ঠ ব্লগ ও ফেসবুকীয় মুফতীগন যদি এই বিষয়ে আমাদের কিছু জ্ঞ‍ান বিতরন করতেন, তবে জাতি বড়ই কৃতার্থ হতো। জাতিকে এমন বিভ্রান্তিকর অবস্থা থেকে উদ্ধারে কি এগিয়ে আসবে আমাদের সন্মানিত মুফতী সাহেব গন?

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:০৯

বাংলার হাসান বলেছেন: ব্লগে এত এত মুফতি কেউ পতোয়া দিল না। :( :( :( :(

২| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:১০

রাজীব নুর বলেছেন: ক্ষমতায় যারা থাকেন- তারা অতীত ভুলে যায়।

২২ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:১৭

বাংলার হাসান বলেছেন: অনেক বড় একটি তিক্ত সত্য বলেছেন।

ধন্যবাদ।

৩| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৩৫

*কুনোব্যাঙ* বলেছেন: রাজীব নুর বলেছেন: ক্ষমতায় যারা থাকেন- তারা অতীত ভুলে যায়।

২২ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৫

বাংলার হাসান বলেছেন: অনেক বড় একটি তিক্ত সত্য ধন্যবাদ।

৪| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৩৬

ঠোঁটকাটা০০০৭ বলেছেন: ইতিহাসের বড় শিক্ষা হলো-- ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না।

২২ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:০৬

বাংলার হাসান বলেছেন: সহমত

৫| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৫

স্বপনবাজ বলেছেন: ঠোঁটকাটা০০০৭ বলেছেন: ইতিহাসের বড় শিক্ষা হলো-- ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না।

২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১:১৬

বাংলার হাসান বলেছেন: সহমত

৬| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৫৫

ঘুড্ডির পাইলট বলেছেন: শেখাচিনা যেটা বলছে সেইটা তো ছিলো কথার কথা ! আপ্নে আসলে বুঝেন না ! সব কিছু ধরতে হয় নাকি ?


২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ২:২৮

বাংলার হাসান বলেছেন: ভাই ব্লগের মুফতিরা কই এখন? তাদের কোন উত্তর নাই কেন?

৭| ২৩ শে এপ্রিল, ২০১৩ ভোর ৪:২৯

বোকা ডাকু বলেছেন: করছেন কি!! মুফতিগো তো ম্যালা বিফদে ফালাই দিচেন! হ্যারা এহন কুন্দিকে জাইবো! B:-) B:-) B:-) ;) ;) ;) ;) :P :P :P

২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৭

বাংলার হাসান বলেছেন: ভাই আমরা আমজনতা ফতোয়া লাগলেতো মুফতি সাহেবদেরকেই তো খুজমু। ;) ;) ;)

৮| ২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৩৫

কান্ডারি অথর্ব বলেছেন:
আর কত ভাই। এদের দৃষ্টি কখনো উন্মুক্ত হবেনা।

২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৮

বাংলার হাসান বলেছেন: সহমত ব্রো।

৯| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৩

বাংলার হাসান বলেছেন: ব্লগের মুফতি সাহেবরা কোথায়?

১০| ২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৩০

মুশাসি বলেছেন: তারা এগুলা না বললে বিটিভিতে প্রতি হরতালের আগের রাতে কি দেখাবে?

২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ২:২০

বাংলার হাসান বলেছেন: ;) ;) ;) ;) ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.