নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অমি হাসান নামেই আমি পরিচিত

মুক্তিযুদ্ধ আমাদের অহংকার, ধর্মান্ধতা ও দলান্ধতা মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী।

বাংলার হাসান

অমি হাসান নামেই আমি পরিচিত এই নামে অন্য ব্লগার থাকায় হয়ে গেলাম বাংলার হাসান। ইতিহাস হলো একটি জাতির দর্পন। ইতিহাস অসচেতন জাতি কোন দিন প্রকৃত দেশপ্রেম ও জাতীয়তাবোধে উজ্জীবিত হতে পারে না।

বাংলার হাসান › বিস্তারিত পোস্টঃ

আমরা কি পারি না যে বীর যোদ্ধা একদিন অস্ত্র তুলে নিয়েছিলেন দেশ স্বাধীন করার স্বপ্ন নিয়ে তার সন্তানকে বাঁচাতে এগিয়ে আসতে?

০২ রা জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩০



সর্বশেষ আপডেট। ৫/০৬/২০১৩ তারিখ দুপুর একটায় তারিফের একটি আপারেশন হবে। তারিফের রক্তের গ্রুপ “ও” নেগেটিভ। জরুরী রক্তের প্রয়োজন।



ফেসবুকে তারিফের জন্য খোলা ইভেন্ট লিংক। Click This Link



তারিফ আমার প্রিয় বন্ধুর ছোট ভাই বলেল ভুল হবে। হয়তো রক্তের সম্পর্কে সে আমার ছোট ভাই নয়। কিন্তু নিজের আপন ছোট ভায়ের চাইতে কোন অংশেও কম নয়। তাই আজ র্নিলজ্জের মত তারিফকে বাঁচাতে আপনারদের সকলের কাছে সাহায্যের জন্য হাত পাতছি। আমার দৃঢ় বিশ্বাস সহযাত্রীরা আমাকে খালি হাতে ফিরিয়ে দিবে না।



পুরা নামঃ- কে,এম, খাদিমুল হাসান (তারিফ)

মেধাবী ছাত্র তারিফ ঢাকা বিশ্ব বিদ্যালয় থেকে BBA & MBA পাশ করে। ভার্সিটি জীবনে সামাজিক কর্ম-কান্ডের মাধ্যমে হাসি-খুশি তারিফ জয় করে নেয় সহপাঠিসহ অপরিচিত সকলের। উচ্ছল হাসি-খুশি পর-উপকারী তারিফের ২০১২ র এপ্রিলে পেটের ভিতর ডান পাশে টিউমার ধরা পড়ে। বাংলাদেশে চিকিৎসায় সঠিক রোগ ধরা না পড়ায় ভারতে চেন্নাই Apollo Hospital এ Laparoscopy মাধ্যমে ডাক্তাররা ক্যান্সার বলে নিশ্চিত করে। যদিও কোন রিপোর্টেই ক্যান্সার ধরা পড়ে নাই। চিকিৎসকদের বক্তব্য অতি দ্রুত অপারেশন করে টিউমারটি অফশারন করা না হলে তারিফকে বাঁচানো যাবে না। অপারেশনটা যেমন রিস্কি তেমন ব্যয় বহুলও। এপর্যন্ত গ্রামে থাকা শেষ সম্ভলটুকু বিক্রি করে তারিফের পরিবার ও তারিফের ভার্সিটি বন্ধুদের সহযোগিতায় ৮/১০ লক্ষ টাকা খরচ হয় চিকিৎসার পিছনে।



আসুন একটু যেনে নেই কে তারিফ? কি তার পরিচয়?

আজ আমরা যে স্বাধীন দেশের আলো-বাতাস ভোগ করছি যেই মুক্তিযুদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে তেমনি একজন মুক্তিযুদ্ধার সন্তান তারিফ গুনছে মৃত্যুর প্রহর। বীর উত্তম রফিকুল ইসলামের মুক্তিযুদ্ধ নিয়ে লেখা “লক্ষ প্রানের বিনিময়ে” বইয়ের ১৮০ নাম্বার পৃষ্ঠায় তারিফের বাবা তৎকালীন ইপিআর সৈনিক বীর মুক্তিযোদ্ধা ও বীর উত্তম খেতাব নিতে অস্বীক‍ৃতি জ্ঞ‍াপন করা কায় কাউস মিয়ার বীরত্বের কথা উল্লেখ আছে। বীর মুক্তিযুদ্ধা কায় কাউস মিয়া পরিচিত জনদের কাছে বলেছিলেন দেশ স্বাধীন করার জন্য আমরা ইপিআর সৈনিকরা নিজ উদ্যমেই হাতে অস্ত্র তুলে নেই, কোন খেতাব প্রাপ্তির আশা নিয়ে তা করিনি। পরবর্তীতে আজ থেকে তেইশ বছর আগে বিডিআর এর উপ-পরিচালক পদে থাকা-কালীন নিজের জীবন দিয়ে গেছেন বার উত্তম খেতাব ফিরিয়ে দেয়া বীর মুক্তিযুদ্ধা কায় কাউস মিয়া। যে রাষ্ট্র ও মানুষের জন্য একদিন অস্ত্র তুলে নিয়েছিলেন বীর মুক্তিযুদ্ধা কায় কাউস মিয়া আজ সেই রাষ্ট্র,সমাজ, মানুষ গুলোর দিকে চেয়ে আছে মৃত্যুর প্রহন গুনতে থাকা বীর মুক্তিযোদ্ধার সন্তান তারিফ। মাত্র ১০/১২ লক্ষ টাকার অভাবে বীর মুক্তিযোদ্ধার সন্তান তারিফ চলে যাচ্ছে মৃত্যুর মূখে।



আমরা কি পারি না যে বীর যোদ্ধা একদিন অস্ত্র তুলে নিয়েছিলেন দেশ স্বাধীন করার স্বপ্ন নিয়ে তার সন্তানকে বাঁচাতে এগিয়ে আসতে?



টাকার অভাবে এতদিন হোমিও চিকিৎসা চলেছিল, সেখানেও এক লক্ষ টাকার উপরে শেষ হয়ে গেছে। গতকাল সকালে তারিফের অবস্থা অবনতি হওয়ায় দ্রুত বঙ্গবন্ধু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু মামা-খালু না থাকায় ভর্তি করা সম্ভব হয়নি। তারপর বাধ্য হয়ে ল্যাবএড হাসপাতালে ভর্তি করা হয়।



তারিফের জন্য সাহায্য পাঠাবার ঠিকানাঃ তারিফের মায়ের হিসাব নাম্বার।



মিসেস খাদিজা বেগম

সোনালী ব্যাংক, নিউমার্কেট শাখা, ঢাকা।

হিসাব নং, 34058547



তারিফের সর্ব শেষ অবস্থা জানতে কল করুন তারিফের বড় ভাই আরিফের নাম্বারে।

01726210434



তারিফকে বাঁচাতে এগিয়ে আসার আহবান করে বাংলামেইল২৪ডটকম এর নিউজ। Click This Link

মন্তব্য ৪১ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪১) মন্তব্য লিখুন

১| ০২ রা জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩

স্বপ্নবাজ অভি বলেছেন: তায়িফের সুস্থতা কামনা করি !

১০ ই জুন, ২০১৩ রাত ১২:৪৬

বাংলার হাসান বলেছেন: অভি আশা করি তুমি ও তোমার বন্ধু-বান্ধব নিয়ে তারিফকে বাঁচাতে এগিয়ে আসবে।

২| ০২ রা জুন, ২০১৩ রাত ৮:২৩

মুশাসি বলেছেন: পাশে আছি, সাধ্যমত সাহায্য করবো। উনার ভাইকে একটা ফেবুগ্রুপ খুলে বলতে বলুন। অনলাইন থেকে এখন একটু কষ্ট করে সময় দিলেই চার/পাঁচ লাখ টাকা কিছুদিনেই উঠানো সম্ভব।

০২ রা জুন, ২০১৩ রাত ৮:২৭

বাংলার হাসান বলেছেন: ব্রো এই বিষয়ে ব্লগার আমিনুর ভাইয়ের সাথে কথা হয়েছে উনি ফেবুকে তারিফের জন্য সাহায্যের আবেনদন করে একটি ইভেন্ট খুলবেন।

আপনার উত্তম পরামর্শের জন্য ধন্যবাদ।

৩| ০২ রা জুন, ২০১৩ রাত ৮:৩৫

কাজী মামুনহোসেন বলেছেন: স্বপ্নবাজ অভি বলেছেন: তায়িফের সুস্থতা কামনা করি !

০২ রা জুন, ২০১৩ রাত ৮:৪৩

বাংলার হাসান বলেছেন: আশা করি আপনি ও আপনার বন্ধু-বান্ধব নিয়ে তারিফকে বাঁচাতে এগিয়ে আসবে।

৪| ০২ রা জুন, ২০১৩ রাত ৯:০০

এক্সপেরিয়া বলেছেন: আশা করি ভাল হয়ে উঠবে.....

০২ রা জুন, ২০১৩ রাত ৯:১০

বাংলার হাসান বলেছেন: আশা করি আপনি ও আপনার বন্ধু-বান্ধব নিয়ে তারিফকে বাঁচাতে এগিয়ে আসবেন।

৫| ০২ রা জুন, ২০১৩ রাত ৯:০২

আজ আমি কোথাও যাবো না বলেছেন: চেষ্টা করবো কিছু করতে পারার!! :( শেয়ার দিলাম।

০২ রা জুন, ২০১৩ রাত ৯:১২

বাংলার হাসান বলেছেন: আশা করি আপনি ও আপনার বন্ধু-বান্ধব নিয়ে তারিফকে বাঁচাতে এগিয়ে আসবেন।

আপনার শেয়ারের কারনেও অনেকেই দেখতে পারেবে এবং এগিয়ে আসবে তারিফের জন্য।

শেয়ার করার জন্য ধণ্যবাদ দিয়ে ছোট করব না আপনার মানবিকতাকে। বরঞ্চ আপনার মানবিকতাকে সালাম।

৬| ০২ রা জুন, ২০১৩ রাত ৯:১০

রহস্যময়ী কন্যা বলেছেন: তায়িফের সুস্থতা কামনা করছি .....

০২ রা জুন, ২০১৩ রাত ৯:১৩

বাংলার হাসান বলেছেন: আশা করি আপনি ও আপনার বন্ধু-বান্ধব নিয়ে তারিফকে বাঁচাতে এগিয়ে আসবেন।

৭| ০২ রা জুন, ২০১৩ রাত ৯:১০

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: সাধ্যের মধ্যে যতটুকু পারা যায় করার চেষ্টা করব।আর দোয়াতো আছেই।আল্লাহ উনাকে সুস্থ করে তুলুক।

০২ রা জুন, ২০১৩ রাত ৯:১৪

বাংলার হাসান বলেছেন: আল্লাহ তারিফকে সুস্থ করে তুলুক। আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টাই তারিফ আমাদের মাঝে ফিরে আসবে সুস্থ হয়ে ইনশাল্লাহ।

৮| ০২ রা জুন, ২০১৩ রাত ১০:১০

কাকপাখী বলেছেন: সামর্থে হয়ত বেশী কুলোবে না তবে যতটুকো পারি চেস্টা করব ।

০৪ ঠা জুন, ২০১৩ ভোর ৫:০২

বাংলার হাসান বলেছেন: আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টাই তারিফ আমাদের মাঝে ফিরে আসবে সুস্থ হয়ে ইনশাল্লাহ।

ধন্যবাদ দিয়ে আপনার মানবিকতাকে খাট করব না।

৯| ০২ রা জুন, ২০১৩ রাত ১১:০১

কান্ডারি অথর্ব বলেছেন:

সামর্থে হয়ত বেশী কুলোবে না তবে যতটুকো পারি চেস্টা করব ।

০২ রা জুন, ২০১৩ রাত ১১:১৫

বাংলার হাসান বলেছেন: আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টাই তারিফ আমাদের মাঝে ফিরে আসবে সুস্থ হয়ে ইনশাল্লাহ।

ধন্যবাদ দিয়ে আপনার মানবিকতাকে খাট করব না

১০| ০৩ রা জুন, ২০১৩ রাত ১২:১৬

আমিনুর রহমান বলেছেন:


ইনশাআল্লাহ্‌ তারিফের জন্য যতটুকু সম্ভব করার চেষ্টা করব।

০৩ রা জুন, ২০১৩ রাত ১২:২৯

বাংলার হাসান বলেছেন: ইনশাআল্লাহ্‌ ।

আমিনুর ভাই আগামী কাল আপনি আসলে সামনা-সামনি কথঅ হবে। আর যে ছবির কথা বলেছেন যে জন্য আপনার ক্যামেোটা নিয়ে আসলে ভাল হয়। তাহলে আমরা সরাসরি হাসপাতাল থেকেই ছবি তুলে নিতে পারব।

১১| ০৩ রা জুন, ২০১৩ রাত ১২:৩৭

এক্সপেরিয়া বলেছেন: ইনশাল্লাহ সামর্থ্য অনুযায়ী যতটুকু পারব...

০৩ রা জুন, ২০১৩ রাত ১২:৫১

বাংলার হাসান বলেছেন: আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টাই তারিফ আমাদের মাঝে ফিরে আসবে সুস্থ হয়ে ইনশাল্লাহ।

ধন্যবাদ দিয়ে আপনার মানবিকতাকে খাট করব না

১২| ০৩ রা জুন, ২০১৩ রাত ১:০৯

ঘুড্ডির পাইলট বলেছেন: তারিফ এর আরোগ্য কামনা করি । আমাদের সকলের উচিত বীরযোদ্ধার পরিবার এর সদস্য তারিফকে সাহায্য করা ।

০৩ রা জুন, ২০১৩ রাত ১:২৮

বাংলার হাসান বলেছেন: অবশ্যই।

ঘুড্ডির পাইলট কাল কি ধানমন্ডি আসতে পারবেন?

১৩| ০৩ রা জুন, ২০১৩ রাত ১:২৯

বাংলাদেশী দালাল বলেছেন: সাধ্যের মধ্যে যতটুকু পারা যায় করব।আল্লাহ উনাকে সুস্থ করে তুলুক।

ব্লগে তুলে ধরার জন্য ধন্যবাদ।

শিরোনামটা ছোট করে দিলে মনে হয় দ্রুত চোখে পরত।

"বীর যোদ্ধার সন্তানকে বাঁচাতে এগিয়ে আসুন" এরকম কিছু একটা।

স্টিকি করার আবেদন জানাচ্ছি।

০৩ রা জুন, ২০১৩ রাত ২:১২

বাংলার হাসান বলেছেন: আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টাই তারিফ আমাদের মাঝে ফিরে আসবে সুস্থ হয়ে ইনশাল্লাহ।

ধন্যবাদ দিয়ে আপনার মানবিকতাকে খাট করব না

১৪| ০৩ রা জুন, ২০১৩ রাত ১:৫১

দি সুফি বলেছেন: ফেইসবুকে ইভেন্ট/পেইজ খুললে বেশি কার্যকর হবে।
দোয়া করি আল্লাহ যেন কে,এম, খাদিমুল হাসান (তারিফ) ভাইকে সুস্থতা দান করেন।

০৩ রা জুন, ২০১৩ রাত ২:১২

বাংলার হাসান বলেছেন: আশা করি আপনি ও আপনার বন্ধু-বান্ধব নিয়ে তারিফকে বাঁচাতে এগিয়ে আসবেন।

১৫| ০৩ রা জুন, ২০১৩ রাত ১:৫২

দি সুফি বলেছেন: আরেকটা ব্যাপারঃ সাহায্য গ্রহণের জন্য একটা বিকাশ একাউন্ট খুলতে বলুন। সাহায্য পাঠানেওয়ালাদের জন্য কাজটা তাহলে অনেক সহজ হবে।

০৩ রা জুন, ২০১৩ রাত ২:১৫

বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ আপনার সুন্দর পরামর্শের জন্য। আশা করি ব্লগার আমিনুর ভাই, কাল্পনিক ভাই ঘুড্ডি ভাই সহ আরো যারা আছেন সবার সাথে সিদ্ধান্ত করে সেটাও অতি দ্রুত করা হবে।

১৬| ০৩ রা জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯

মাহতাব সমুদ্র বলেছেন: সবার চেষ্টায় এটা হয়ে যাবে ইনশাল্লাহ!

০৩ রা জুন, ২০১৩ রাত ১০:১৩

বাংলার হাসান বলেছেন: আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টাই তারিফ আমাদের মাঝে ফিরে আসবে সুস্থ হয়ে ইনশাল্লাহ।

১৭| ০৩ রা জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯

বাংলার হাসান বলেছেন: আমরা কি পারি না যে বীর যোদ্ধা একদিন অস্ত্র তুলে নিয়েছিলেন দেশ স্বাধীন করার স্বপ্ন নিয়ে তার সন্তানকে বাঁচাতে এগিয়ে আসতে?

১৮| ০৫ ই জুন, ২০১৩ সকাল ৭:১৭

যোগী বলেছেন:
আমাদের এবং অবশ্যই রাষ্ট্রের উচিৎ মুক্তিযোদ্ধা পরিবারের সবধরনের দ্বায়ীত্ব নেয়া। একটা আদর্শ রাষ্ট্র সেটাই করে।

০৫ ই জুন, ২০১৩ সকাল ৮:৫৬

বাংলার হাসান বলেছেন: আমরা শুধু আশাই করতে পারি।

১৯| ১১ ই জুন, ২০১৩ রাত ৩:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: তারিফের সুস্থতা কামনা করি। বাংলার হাসান কেমন আছেন?

১২ ই জুন, ২০১৩ রাত ১২:৫০

বাংলার হাসান বলেছেন: আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টাই তারিফ আমাদের মাঝে ফিরে আসবে সুস্থ হয়ে ইনশাল্লাহ।

জ্বি সেলিম ভাই ভাল। আপনি কেমন আছেন?

সরি ভাই ঢাকার বাহীরে আছি তাই জবাব দিতে দেরী হল।

২০| ১১ ই জুন, ২০১৩ ভোর ৪:১৩

কাজী মামুনহোসেন বলেছেন: যোগী বলেছেন:
আমাদের এবং অবশ্যই রাষ্ট্রের উচিৎ মুক্তিযোদ্ধা পরিবারের সবধরনের দ্বায়ীত্ব নেয়া। একটা আদর্শ রাষ্ট্র সেটাই করে।


তারিফের সুস্থতা কামনা করি।

১২ ই জুন, ২০১৩ রাত ১২:৫১

বাংলার হাসান বলেছেন: আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টাই তারিফ আমাদের মাঝে ফিরে আসবে সুস্থ হয়ে ইনশাল্লাহ।


সরি ভাই ঢাকার বাহীরে আছি তাই জবাব দিতে দেরী হল।

২১| ২৭ শে জুন, ২০১৩ ভোর ৬:০৩

খেয়া ঘাট বলেছেন: এখন কি অবস্থা উনার।
এ পোস্টগুলো কেন যে মডারেটরা স্টিকি করেন না?????? আশ্চর্য্য।

২৭ শে জুন, ২০১৩ দুপুর ২:২৮

বাংলার হাসান বলেছেন: আশ্চর্য্য হয়ে কি লাভ বলেন?

তারিফের অবস্থা খুব একটা ভাল না। তাকে বাঁচাতে হলো দ্রুত সিঙ্গাপুর নিতে হবে। আর সে জন্য প্রয়োজন অনেক টাকার ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.