![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অমি হাসান নামেই আমি পরিচিত এই নামে অন্য ব্লগার থাকায় হয়ে গেলাম বাংলার হাসান। ইতিহাস হলো একটি জাতির দর্পন। ইতিহাস অসচেতন জাতি কোন দিন প্রকৃত দেশপ্রেম ও জাতীয়তাবোধে উজ্জীবিত হতে পারে না।
হুমায়ুন আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী নিয়ে লেখা কোন ব্লগ নেই সামুর নির্বাচনী পাতায়। বাহ! সামু বাহ!
সামুর নির্বাচনী পাতায় দেখা যাবেনা হুমায়ুন আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী নিয়ে লেখা কোন ব্লগ, হিমুকে আর দেখা যাবেনা মাঝ রাতে খালি পায়ে, রুপা হয়তো চেয়ে থাকেব আকাশ পানে হিমুকে ছাড়াতে যাবেনা থানার চৌকাঠে, মিসির আলীকে বসতে হবেনা কোন নতুন ধাঁধা নিয়ে তাতে কি আসে যায়। সময়ের স্রোত কেটে দিন, সপ্তাহ, মাস ঘুরে এই দিনটি বা একুশের বই মেলা নয় তিনি বেঁচে থাকবেন তার লক্ষ ভক্তের মাঝে চির জীবন।
হুমায়ুন আহমেদ ছিলেন বাংলা সাহিত্য ও চলচ্চিত্রের প্রাণপুরুষ এবং সেই আসন থাকবে চির অটুট। সামুর নির্বাচনী পাতায় তাকে নিয়ে কোন লেখা না গেলে কি হবে?
তবে হ্যাঁ, এতে তার কোন লাভ বা ক্ষতি হবে না, কিন্তু কিছু লেখক, কবির একটি লেখা নির্বাচনী পাতায় কম যাবে। আর সেটা তাদের হিট বাড়ার জন্য ক্ষতিকর। তাইতো হুমায়ুন আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী নিয়ে লেখা কোন ব্লগকে তারা যায়গা দিয়ে তাদের হিট কমানোর মত ক্ষতিকর কাজটি করতে দেখা গেল না।
১৯ শে জুলাই, ২০১৩ রাত ৩:০৭
বাংলার হাসান বলেছেন: সামুর নির্বাচনী পাতায় তাকে নিয়ে কোন লেখা না গেলে কি হবে?
একটা কিছু তো হবে, আর তা হলো অখাদ্য-কুখাদ্য লেখা, কবিতা পোষ্ট হবার আগেই নির্বাচনী পাতায়। এবং সেই সব লেখকের হিট বাড়া এটাই বা কম কি।
২| ১৯ শে জুলাই, ২০১৩ রাত ৩:২৯
সেলিম আনোয়ার বলেছেন: নির্বাচনী পাতায় কমপক্ষে একটা পোস্ট থাকতে পারত। সহমত
১৯ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:০৫
বাংলার হাসান বলেছেন: সহমত
৩| ১৯ শে জুলাই, ২০১৩ সকাল ৮:৫৯
অপূর্ণ রায়হান বলেছেন:
১৯ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:০৫
বাংলার হাসান বলেছেন: @অপূর্ন ব্রো অভাক হয়েও কোন লাভ নাই।
৪| ১৯ শে জুলাই, ২০১৩ সকাল ৯:২১
তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:
ওনার মূল্য তো এভাবে করা যাবে না ... তবে আপনি কখন পর্যন্ত দেখেছেন আমি জানি না ... আমি এই মুহূর্তে নির্বাচিতের শুধু প্রথম পাতাতেই ৬ টা পোস্ট দেখতে পাচ্ছি!
হয়তো তখন পর্যন্ত নির্বাচিত পাতায় দেয়ার জন্যে মডারেটর'রা কেউ ছিলেন না ...
১৯ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:০০
বাংলার হাসান বলেছেন: এই লেখাটা পোষ্ট করার পর ছয়টি লেখা নির্বাচনী পাতায় নেয়া হইছে।
ধন্যবাদ।
৫| ১৯ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৪৩
শহুরে আগন্তুক বলেছেন: খারাপ লাগলো ।
১৯ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:০৪
বাংলার হাসান বলেছেন: খারাপ লাগলে কি বা করার আছে?
হুমায়ুন আহমেদ তো আর সামুর মডু ছিল না যে, তাকে নিয়ে কিছু লিখলে তা পোষ্ট করার দু'মিনিটের মাথায় নির্বাচনী পাতায় চলে যাবে।
৬| ১৯ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৫৩
শহুরে আগন্তুক বলেছেন: কই? আছে তো । আমার এই লেখাটা নির্বাচিততে আছে ।
Click This Link
১৯ শে জুলাই, ২০১৩ সকাল ১১:৫৯
বাংলার হাসান বলেছেন: জ্বি এখন আছে। এই লেখাটা পোষ্ট করার পর ছয়টি লেখা নির্বাচনী পাতায় নেয়া হইছে।
ধন্যবাদ।
৭| ১৯ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৫১
স্বপ্নবাজ অভি বলেছেন: দুঃখজনক ! আর আপনাকে ধন্যবাদ দৃষ্টি আকর্ষণ করে সাহায্য করার জন্য !
২০ শে জুলাই, ২০১৩ দুপুর ১:০৭
বাংলার হাসান বলেছেন: তোমাকেও ধন্যবাদ। অভি একদিন চলে আস, এক সাথে ইফতার করা যাবে।
৮| ১৯ শে জুলাই, ২০১৩ রাত ১১:২৯
কান্ডারি অথর্ব বলেছেন:
২০ শে জুলাই, ২০১৩ দুপুর ১:০৭
বাংলার হাসান বলেছেন:
©somewhere in net ltd.
১|
১৯ শে জুলাই, ২০১৩ রাত ২:৫৬
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: হুমায়ুন আহমেদ ছিলেন বাংলা সাহিত্য ও চলচ্চিত্রের প্রাণপুরুষ এবং সেই আসন থাকবে চির অটুট। সামুর নির্বাচনী পাতায় তাকে নিয়ে কোন লেখা না গেলে কি হবে?