নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অমি হাসান নামেই আমি পরিচিত

মুক্তিযুদ্ধ আমাদের অহংকার, ধর্মান্ধতা ও দলান্ধতা মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী।

বাংলার হাসান

অমি হাসান নামেই আমি পরিচিত এই নামে অন্য ব্লগার থাকায় হয়ে গেলাম বাংলার হাসান। ইতিহাস হলো একটি জাতির দর্পন। ইতিহাস অসচেতন জাতি কোন দিন প্রকৃত দেশপ্রেম ও জাতীয়তাবোধে উজ্জীবিত হতে পারে না।

বাংলার হাসান › বিস্তারিত পোস্টঃ

দু'ই হস্তির লড়াই রাজনৈতিক ক্যাচাল

২৫ শে জুলাই, ২০১৩ রাত ২:২৯

এন্টি জামাত মানেই আওয়ামী লীগ না, ঠিক তেমনি এন্টি আওয়ামী লীগ মানে রাজাকার না। এই ছোট্ট বিষয়টি একটি ক্লাস ফাইভের বাচ্চাও বুঝে শুধু বুঝেনা ফেসবুক ও ব্লগে বিচরকারী কিছু মানুষ। মুক্তিযুদ্ধের একমাত্র “সোল এজেন্ট” আওয়ামী লীগের বিরুদ্ধে যায় এমন কোন কথা কেউ বলেল সে ব্যক্তি যদি বাংলাদেশের স্বাধীনতার জন্য ১৯৬২ সাল থেকে কাজ করা “গোপন সংগঠন নিউক্লিয়াসের” কোন মুক্তিযুদ্ধাও হয়ে থাকেন তবুও সে রাজাকারের দোসর হিসেবেই চিহৃত হবেন। শুনতে তিতা লাগলেও এটাই হলো মুক্তিযুদ্ধের একমাত্র “সোল এজেন্ট” আওয়ামী লীগের নীতি। কথায় আছে, “যখন কোন জনপদে আগুন লাগে দেবালয়ও বাদ পড়ে না”।



এমপি রনির সাংবাদিক পেটানো থেকে শুরু করে তার গ্রেফতার নিয়ে ব্লগ,ফেসবুকে পক্ষে-বিপক্ষে বিস্তর লেখা-লেখি হচ্ছে।

এমপি রনি শাসক দলের একজন সাংসদ, তার সাংবাদিক পেটানো থেকে শুরু করে গ্রেফতার পর্যন্ত সবটাই হলো দু’ই ক্ষমতাবানের লড়াই। দরবেশ বাবা ওরফে সালমান এফ রহমান প্রানমন্ত্রীর উপদেষ্ঠা অর্থাৎ চাটুকার। রনি সাহেব তার বিভিন্ন টক-শো, পত্রিকার কলামে, সংসদে বর্তমান সরকারের উন্নয়ন নিয়ে এবং প্রধানমন্ত্রীর পা চাটা বক্তব্য দিতেও সমান পারদর্শী ছিলেন। এখন দরবেশ ও রনী সাহেবের মাঝে যে বেশী পরিমানে প্রধানমন্ত্রীর পদলোহন করবে সে এই লড়াইয়ে জিতবে। এতে করে আমার আপনার মত ম্যাংগো পিপলের চার পয়সার উপকার হবে না।



ছোট্ট একটা ঘটনা দিয়ে লেখাটা শেষ করছি। অনেক অনেক দিন আগের কথা যদ্দুর মনে পড়ে তখন ক্লাস ফাইভে পড়ি। এলাকার এক বাড়িওয়া আঙ্কেল বাসায় কথায় কথায় বলেল তার বাড়ির একটা ইউনিট তিনি ভাড়া দিবেন মনমত ভাড়াটে না পেলে প্রয়োজনে ব্যাচেলর ভাড়া দিবেন তারপরেও কোন সাংবাদিক বা পুলিশের কাউকে ভাড়া দিবেন না। বিষয়টা তখন বুঝি নাই, কিন্তু সাগর-রনির হত্যার পর সাংবাদিকদের কর্মকান্ড দেখে আজ বুঝতে পারছি কেন এসই বাড়িওয়া আঙ্কেল এই শ্রেনীর মানুষকে বাড়ি ভাড়া না দেয়ার সিদ্ধান্ত নিছেন।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুলাই, ২০১৩ রাত ২:৪৩

বাগসবানি বলেছেন: চা বিস্কিট খান ।

২৫ শে জুলাই, ২০১৩ রাত ২:৪৭

বাংলার হাসান বলেছেন: ফ্রি পাইলে হয় না।

২| ২৫ শে জুলাই, ২০১৩ রাত ৩:০০

স্বপ্নবাজ অভি বলেছেন: B-) B-) B-) B-) B-) B-)

২৫ শে জুলাই, ২০১৩ রাত ৩:০৪

বাংলার হাসান বলেছেন: =p~ =p~ =p~

৩| ২৫ শে জুলাই, ২০১৩ সকাল ১১:২৮

কান্ডারি অথর্ব বলেছেন:

B-)) B-)) B-))

২৫ শে জুলাই, ২০১৩ দুপুর ২:০৬

বাংলার হাসান বলেছেন: B-)) B-)) B-)) B-))

৪| ২৫ শে জুলাই, ২০১৩ দুপুর ২:২২

সেলিম আনোয়ার বলেছেন: সাংবাদিক, রাজনীতিবিদ আর উকিল
ভয়ানক ।

আর বুরঝ না বলা টা মানিনা। তারা মানুষকে ইমুশনাল ব্লাকমেইল করে। আওয়মিীলীগ মানে মুক্তিযোদ্ধা এন্টি হলো রাজাকার। সেট আবার কোন বিচক্ষণ ব্যক্তি বললে তারে জুতো মারতে ইচ্ছা করে। জয় সাগেবের কাছে তভ্য আছে আওয়ামীলীগ আবার ক্ষমতায় আসবে। !:#P মানুষের ভোটের ও তদের দরকার কার নাই =p~ তথ্য তো আছেই ।

২৫ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৩৫

বাংলার হাসান বলেছেন: মানুষের ভোটের ও তদের দরকার কার নাই =p~ তথ্য তো আছেই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.