![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অমি হাসান নামেই আমি পরিচিত এই নামে অন্য ব্লগার থাকায় হয়ে গেলাম বাংলার হাসান। ইতিহাস হলো একটি জাতির দর্পন। ইতিহাস অসচেতন জাতি কোন দিন প্রকৃত দেশপ্রেম ও জাতীয়তাবোধে উজ্জীবিত হতে পারে না।
অন লাইন জীবনের পথ চলা খুব বেশি দিনের নয়। ২০০৮ সালের শেষের দিকে অন লাইন জীবনটা শুরু হয় VC Room (ভয়েজ চ্যাটরুম) দিয়ে। ভয়েজ চ্যাট রুম আমাদের আড্ডা, আড্ডা ইনজয়, চলো গ্যাজাই, ও চিমটি সহ বেশ কিছু VC Room এ আড্ডা দেয়ার মাধ্যমে। ২০০৯ সালের শেষের দিকে ইমরান নামে প্রথম আলো ব্লগের একজন ব্লগার আসেন চিমটি রুমে আড্ডা দিতে। সেই সূত্রে সর্ব প্রথম ব্লগ কি জানার সুযোগ হয় এবং nijumrat নামে আলো ব্লগে নিক খুলে ব্লগে যাত্র শুরু করি। VC Room গুলিতে nijumrat নামেই পরিচিত ছিলাম। আর মূলত এই নামটা পছন্দের পিছনেও একটা কারন ছিল। ~শ্রীকান্ত আচার্জের অসাধারণ খুব প্রিয় একটা গান “আমি খোলা জানালা তুমি ঐ দখিনা বাতাস, আমি নিঝুম রাত তুমি কোজাগরি আকাশ।“ গানের সূত্রে এই নামটা ব্যবহার করি। আলো ব্লগে বেশ কিছু দিন টুকটাক লেখা-লেখি করি। মূলত তখন VC Room এর আড্ডায় এতই মজা ছিল যে ব্লগে খুব একটা সময় দেয়া হতো না। তারপর এভাবে বেশ কিছু দিন ব্লগে না যাওয়ার কারনে পাসওয়ার্ড ভূলে যাই, তারপর এক সময় হারিয়ে যায় ব্লগ নিকটি।
তারপর ২০১০ এর মাঝা-মাঝি সামু ব্লগে এসে নিয়মিত পড়তাম। তারপর ২০১১ সালের দিকে প্রিয় “জহির সামশেরী” আঙ্কেলের ফেসবুক গ্রুপ এবং তারও আগে জাতীয় পার্টির একটি ফেসবুক গ্রুপে জামাতের অপকর্মের বিরুদ্ধে আবার লেখা-লেখি শুরু করি। অবশ্য অফ লাইন জীবনে জামাতের সাথে যুদ্ধ শুরু হয় বুঝতে শেখার পর থেকেই বাবার হাত ধরেই। সামুতে আসার পিছনে মূলত প্রিয় ব্লগারদের একজন ব্লগার মিজানুর রহমান মিলন ভাইয়ের উৎসাহে। এভাবেই অন লাইন জীবনের পথ চলা, VC Room এখনও অনেক অনেক মিস করি। কেননা সেখানে কোন ছেলে বা মেয়ে ফেইক আইডি খুলে ভিন্ন লিঙ্গ সাজার সুযোগ ছিল না। যেটা ফেসবুক ও ব্লগে অহর অহর দেখা যায়। VC Room এ যারা সময় কাটিয়েছেন তারা বিষয়টা বুঝবেন। সামুতে খুব বেশি দিন হয়নি আমার, সামুতে আসার পর প্রথম সম্পর্ক ব্লগার শিপু ভাইয়ের সাথে লক্ষীপুরে শীতার্থ মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়ে। অবশ্য শিপু ভাইয়ের মাধ্যমেই ব্লগ ডে তে কথা হয় ব্লগার ঘুড্ডির পাইলট, লক্ষীপেঁচা সহ বেশ কয়েক জনের সাথে। তারপর রুশানের জন্য ধানমন্ডিতে ছবি বিক্রয়ের প্রদর্শনীতে কথা হয় তামিম, কাল্পনিক ভালোবাসা, কান্ডারী অথর্ব, আমিনুর ভাই সহ অনেকের সাথে।
এক সময় ধীরে ধীরে পরিচয় হয় আরো অনেক ব্লগারের সাথে, আর সেই পরিচয় পর্বটা কখন যে আপন বন্ধনে আবদ্ধ হয়েছে তা বুঝতেই পারিনি। ব্লগ পরিসর থেকে বের হয়ে অফ লাইনে আড্ডা সহ শাহবাগ থেকে শুরু করে সাভার ট্রাজেডিতে যে মানুষ গুলোকে পাশে পেয়ে নিজেকে ধন্য মনে করি তাদের প্রতি রইল অন্তরের গভীর থেকে কৃতজ্ঞতা।
আজ শততম পোষ্টে যে প্রিয় মানুষজনের কথা না বলেলই নয় তারা হলেনঃ
ব্লগারঃ মিজানুর রহমান মিলন, শিপু ভাই, আমিনুর রহমান, কাল্পনিক ভালোবাসা, কান্ডারী অথর্ব, জামিনদার, রাইসুল সাগর, একজন আরমান, *কুনোব্যাঙ*,বোকাডাকু, ঘুড্ডির পাইলট, যুবায়ের, মুশাসি, রায়ান ঋদ্ধ, অভি, তামিম, রাইসুল নয়ন, ফ্রাঙ্কেস্টাইন,পাগলা শান্ত, সাকিব আল নাহিয়ান, অন্যমনস্ক শরৎ জানা আপু, আফ্রি আয়েশা সহ অসংখ্য কিছু ভালো মনের মানুষ।
যাদের সাথে অফ লাইনেও বেশ চমৎকার একটি সম্পর্ক আজ গড়ে উঠেছে। আমার বিখ্যাত গোল্ডফিস্ মেমরীর কারনে যাদের নাম উল্লেখ করতে পারি নাই তারা বিষয়টা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
আর বিশেষ করে আমিনুর রহমান ভাইয়ের কাছে সব চেয়ে বেশি কৃতজ্ঞ। কেননা এই মানুষটি একজন সিনিয়র ব্লগার এর অবস্থান থেকে বের হয়ে অফ লাইনে ব্যক্তি জীবনে একজন বড় ভাইয়ের ভূমিকা যেভাবে পালন করেন তার বর্ননা করা সম্ভব নয়।
০২ রা আগস্ট, ২০১৩ রাত ১:০৪
বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ তামিম,
তোমাকে না বললাম একদিন চলে আসতে এক সাথে ইফতার করবো।
২| ০২ রা আগস্ট, ২০১৩ রাত ১:০৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: শততম পোষ্টের শুভেচ্ছা!
অটঃ দাঁড়িতে নাকি শুনলাম কলপ লাগিয়েছেন?
০২ রা আগস্ট, ২০১৩ রাত ১:০৭
বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ কাল্পনিক_ভালোবাসা ব্রো।
পাক ধরার আগেই একটু চর্চা করছি কেমনে কলপ দিতে হয়
৩| ০২ রা আগস্ট, ২০১৩ রাত ১:০৮
বোকামন বলেছেন:
শততম পোষ্টের শুভেচ্ছা রইলো :-)
আপনার পথচলা সুন্দর এবং সাফল্যমন্ডিত হোক।।
ভালো থাকুন সবসময়।।
০২ রা আগস্ট, ২০১৩ রাত ১:১০
বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ ব্রো
আশা করি পাশেই থাকবেন সব সময়। তবে খুব খৈয়াল কইরা, এই পাশে থাকা যেন আবার মোবাইল কোম্পানীর মত না হয়।
৪| ০২ রা আগস্ট, ২০১৩ রাত ১:১৮
স্বপ্নবাজ অভি বলেছেন: অভিনন্দন !
আর শুনেন এইভাবে ভার্চুয়ালী স্মরণ না করে দাড়িতে যে কলপ লাগানো শুরু করছেন সেটার জন্য পার্টি এরেঞ্জ করেন !
০২ রা আগস্ট, ২০১৩ রাত ১:২০
বাংলার হাসান বলেছেন: অভি ধন্যবাদ।
আর তোমার তো পার্টির প্রয়োজন নাই। যে কোন সময় চলে আসতে পারো।
৫| ০২ রা আগস্ট, ২০১৩ রাত ১:২০
আরজু পনি বলেছেন:
সাম্প্রতিক মন্তব্যের ঘরে দেখলাম শততম পোস্টের মন্তব্য...মিস করতে চাইনি দেখতে...
ইসস কবে যে আমার একশত পোস্ট হবে ! ততদিনে ব্লগে বাঁচতে পারলে হয় !
শুভেচ্ছা রইল হাসান
০২ রা আগস্ট, ২০১৩ রাত ১:২৩
বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ আরজুপনি আপু।
আপনারা হলেন গুনগত মানের ব্লগার তাই দেরি।
আমি তো ব্লগার না ছাইপাশ লিখতে লিখতে ১০০টা হয়েছে।
৬| ০২ রা আগস্ট, ২০১৩ রাত ১:২৩
মিজানুর রহমান মিলন বলেছেন: শততম পোস্টের শততম শুভেচ্ছা । আপনার ব্লগের পথ চলা এগিয়ে চলুক নিরন্তর এই শুভকামনা রইলো ।
০২ রা আগস্ট, ২০১৩ রাত ১:৩৬
বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ মিলন ভাই।
অন লাইন ও অফ লাইনে আমাদের সম্পর্ক হোক আরো দৃড় এই কামনাই থাকবে সব সময়।
৭| ০২ রা আগস্ট, ২০১৩ রাত ১:৪৬
একজন আরমান বলেছেন:
শততম পোস্টের জন্য অভিনন্দন।
০২ রা আগস্ট, ২০১৩ রাত ১:৪৯
বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ আরমান ।
তোমার জব কেমন চলছে?
৮| ০২ রা আগস্ট, ২০১৩ রাত ১:৫১
আরজু পনি বলেছেন:
হাসান, আমি একটা সময় একটু অনিয়মিতই ছিলাম...নাহলে হয়তো শত সংখ্যা হয়ে যেত।
আর নিজে ভালো লিখতে পারি সেই বিশ্বাসটা এখনো জন্মায় নি।
তাই দ্বিমত জানালাম আপনার প্রতিমন্তব্যে।
ভালো থাকুন সতত।।
০২ রা আগস্ট, ২০১৩ রাত ১:৫৮
বাংলার হাসান বলেছেন: আপনি যদি ভালো লিখতে না পারেন তাহল আমরা তো নাই।
৯| ০২ রা আগস্ট, ২০১৩ রাত ২:০০
তারছেড়া লিমন বলেছেন: শত তম ভাললাগা...........শুভেচ্ছা অফুরন্ত.........সাথে থাকুন.......আশা নিয়ে বেঁচে থাকুন।
০২ রা আগস্ট, ২০১৩ রাত ২:০২
বাংলার হাসান বলেছেন: আপনাকেও অনেক অনেক .শুভেচ্ছা ।
আর ভালোলাগার জন্য রইল কৃতজ্ঞতা।
১০| ০২ রা আগস্ট, ২০১৩ রাত ২:১০
*কুনোব্যাঙ* বলেছেন: পোষ্ট সেঞ্চুরিতে অভিনন্দন এবং অনেক শুভকামনা।
০২ রা আগস্ট, ২০১৩ রাত ২:৪৩
বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ ব্রো।
আপনারকে অভিনন্দন
১১| ০২ রা আগস্ট, ২০১৩ রাত ২:২২
Esshan বলেছেন: শুভেচ্ছা
Click This Link
০২ রা আগস্ট, ২০১৩ রাত ৩:১৫
বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ ব্রো।
আপনার লিংক টি ঘুরে আসলাম।
১২| ০২ রা আগস্ট, ২০১৩ রাত ২:৩৪
রায়ান ঋদ্ধ বলেছেন: শূন্য থেকে অসীম, ভার্চুয়াল থেকে বাস্তব, বন্ধুত্ব থেকে যুদ্ধ....
সাথে থাকবো, প্রয়োজন-অপ্রয়োজন, মুক্ত কিংবা অবরুদ্ধ!!
সত্যবাদ হবে, আরও অসীম সাহসে.. দর্পে উড়বে পতাকা
আমরা ধরবো। একসাথে, এক হয়ে।
প্রতিটা নাগরিক ভাঙ্গবে ঘুম, আনবে নতুন ভোর,
বাংলা মায়ের গৌরব ভরা আনবো সোনালী ভোর।
বিপরীত কারো স্বার্থে হবে না এক তিলও পথভ্রষ্ট
বিদ্রোহ হবে বীরদর্পে। কুলাঙ্গার থাকবে না অবশিষ্ট।
শততম পোস্টের শুভেচ্ছা!!
( নিজের নাম দেইখা অতিশয় আনন্দাপ্লুত!! )
০২ রা আগস্ট, ২০১৩ রাত ৩:১৭
বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ রায়ান ।
তুমি ফোনে সব সময় বলতে তোমাকে আপনে না বলে তুমি করে বলতে। আশা করি তোমার সেই আশা আজ থেকে পূর্ন হবে।
১৩| ০২ রা আগস্ট, ২০১৩ রাত ২:৩৯
খাটাস বলেছেন: শততম পোষ্টের শুভেচ্ছা!
০২ রা আগস্ট, ২০১৩ রাত ৩:১৭
বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ ব্রো।
১৪| ০২ রা আগস্ট, ২০১৩ ভোর ৬:০৭
মাহমুদ০০৭ বলেছেন: অনেক শুভাশিস রইল হাসান ভাই ।
প্রিয় ভাই লিখে যাক নিরন্তর , এই আশাই করি ।
ভাল থাকবেন
০২ রা আগস্ট, ২০১৩ বিকাল ৩:৩৩
বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ ব্রো।
আপনার আশা পূর্ন হোক।
১৫| ০২ রা আগস্ট, ২০১৩ ভোর ৬:০৯
খেয়া ঘাট বলেছেন: নিরন্তর শুভকামনা। ঈদমোবারক।
০২ রা আগস্ট, ২০১৩ বিকাল ৩:৩৪
বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ ব্রো।
আপনাকেও ঈদের শুভেচ্ছা, ঈদমোবারক। অগ্রীম
১৬| ০২ রা আগস্ট, ২০১৩ ভোর ৬:২৪
কাজী মামুনহোসেন বলেছেন: শুভেচ্ছা রইল।
০২ রা আগস্ট, ২০১৩ বিকাল ৩:৩৫
বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ
১৭| ০২ রা আগস্ট, ২০১৩ দুপুর ২:৩৬
মামুন রশিদ বলেছেন: পোস্টে সেঞ্চুরীর শুভেচ্ছা
০২ রা আগস্ট, ২০১৩ বিকাল ৩:৩৭
বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ ব্রো।
১৮| ০২ রা আগস্ট, ২০১৩ দুপুর ২:৪০
ইমরাজ কবির মুন বলেছেন:
অভিনন্দন ||
০২ রা আগস্ট, ২০১৩ বিকাল ৩:৩৮
বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ ব্রো।
১৯| ০২ রা আগস্ট, ২০১৩ বিকাল ৩:৩১
শিপু ভাই বলেছেন:
শততম পোস্টে অনেক অনেক অভিন্দন!!!
০২ রা আগস্ট, ২০১৩ বিকাল ৩:৩৭
বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ শিপু ভাই।
একদিন সময় করে চলে আসুন আড্ডা দেই।
২০| ০২ রা আগস্ট, ২০১৩ বিকাল ৩:৩৭
সপ্নাতুর আহসান বলেছেন: শততম পোস্টদাতাকে অভিন্দন
০২ রা আগস্ট, ২০১৩ বিকাল ৩:৩৯
বাংলার হাসান বলেছেন: আপনাকেও অনেক অভিন্দন ব্রো
২১| ০২ রা আগস্ট, ২০১৩ বিকাল ৩:৪২
দি সুফি বলেছেন: পোষ্টের সেন্চুরিতে শুভেচ্ছা
০২ রা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:০৭
বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ দি সুফি ।
২২| ০২ রা আগস্ট, ২০১৩ বিকাল ৩:৫৪
মাহতাব সমুদ্র বলেছেন: শততম জন্মদিনে শুভেচ্ছা। :পি
০২ রা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:০৮
বাংলার হাসান বলেছেন: ঠাংকু।
এইরে আপনার নামটা লিখতে ভুলে গেছি।
২৩| ০২ রা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৩১
সেলিম আনোয়ার বলেছেন: শুভেচ্ছা জানবেন। হ্যাপি ব্লগিং।
০২ রা আগস্ট, ২০১৩ রাত ১০:৪০
বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ
২৪| ০২ রা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫২
ফ্রাঙ্কেস্টাইন বলেছেন: শ্ত স্ত্রীর পতি হোন, শত সন্তানের জনক হোন, শত বর্ষ বাঁচুন, এই শুভ কামনা করি।
০২ রা আগস্ট, ২০১৩ রাত ১০:৪১
বাংলার হাসান বলেছেন: তোমার এই দোয়া সুচিল, ও নারীবাদীরা সহজ ভাবে নিলেই হয়।
২৫| ০২ রা আগস্ট, ২০১৩ রাত ১০:৪৮
রাইসুল নয়ন বলেছেন:
হাসান ভাই!!
আমার নামও আছে?
ভালো ভালো!!
আপনি আসলে অনেক ভালো মানুষ ভাই।
সেদিন আপনারে আমি অনেক জ্বালাইছি তা যে উল্লেখ করেননাই সে জন্য কৃতজ্ঞ
তাতে খুশী হয়ে আপনার বাসায় আবার আসবো
ভালো থাকুন কারণে অকারণে।
০২ রা আগস্ট, ২০১৩ রাত ১১:০৮
বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ নয়ন।
যখনই ইচ্ছে হবে চলে আসবা। আসলে খুশি হবো।
২৬| ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১:০০
লিঙ্কনহুসাইন বলেছেন: শততম পোস্টের জন্য অভিনন্দন।
০৩ রা আগস্ট, ২০১৩ রাত ৯:১৫
বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ
২৭| ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ২:১৪
কান্ডারি অথর্ব বলেছেন:
আপনার কাছেও কৃতজ্ঞ ভাই অনেক।
আপনার জন্য অনেক শুভ কামনা রইল।
০৩ রা আগস্ট, ২০১৩ রাত ৯:১৬
বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ কান্ডারী ভাই।
আপনার জন্য অনেক শুভ কামনা রইল।
২৮| ০৩ রা আগস্ট, ২০১৩ সকাল ১১:১৪
একজন আরমান বলেছেন:
খারাপ না ভালোই।
ব্যাস্ত সময় যাচ্ছে।
০৩ রা আগস্ট, ২০১৩ রাত ৯:১৬
বাংলার হাসান বলেছেন: আরমান ব্যাস্ততার আরেক নামই জীবন।
২৯| ০৩ রা আগস্ট, ২০১৩ সকাল ১১:১৭
মাসুম আহমদ ১৪ বলেছেন: সেঞ্চুরী পোষ্টের শুভেচ্ছা
০৩ রা আগস্ট, ২০১৩ রাত ৯:১৭
বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ
৩০| ০৩ রা আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪৮
মেহেদী হাসান মানিক বলেছেন: শত তম পোস্টে শুভেচ্ছা রইল
০৩ রা আগস্ট, ২০১৩ রাত ৯:১৮
বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ মানিক ভাই।
আপনার প্রতিও রইল শুভেচ্ছা।
৩১| ০৩ রা আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫৪
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ঈদের শুভেচ্ছা রইল...
০৩ রা আগস্ট, ২০১৩ রাত ৯:১৯
বাংলার হাসান বলেছেন: আপনাকেও ঈদের অগ্রিম শুভেচ্ছা ।
৩২| ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ৯:৪২
মামুন হতভাগা বলেছেন: শুভেচ্ছা
০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১১:০২
বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ
৩৩| ০৪ ঠা আগস্ট, ২০১৩ দুপুর ১:৩২
আমিনুর রহমান বলেছেন:
শুভ কামনা ও ভালোবাসা রইল
০৪ ঠা আগস্ট, ২০১৩ বিকাল ৩:৪৯
বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ আমিনুর ভাই।
চির জীবন এমনি করেই আপনার ভালোবাসা পেতে চাই।
©somewhere in net ltd.
১|
০২ রা আগস্ট, ২০১৩ রাত ১:০৩
তামিম ইবনে আমান বলেছেন: শুভেচ্ছা