![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অমি হাসান নামেই আমি পরিচিত এই নামে অন্য ব্লগার থাকায় হয়ে গেলাম বাংলার হাসান। ইতিহাস হলো একটি জাতির দর্পন। ইতিহাস অসচেতন জাতি কোন দিন প্রকৃত দেশপ্রেম ও জাতীয়তাবোধে উজ্জীবিত হতে পারে না।
কিছু ঘটনা থাকে যা মানুষের মনে দাগ কেটে যায়। বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের জন সভায় গ্রেনেট হামলাটি তেমনি একটি ঘটনা। ২১শে আগষ্টের সেই ভয়াল স্মৃতি কি ভুলে গেছেন আমাদের বর্তমান সরকারের প্রধানমন্ত্রী?
অসংখ্য মানুষের প্রানের বিনিময়ে অল্পের জন্য প্রানে রাক্ষা পেয়ে তিনি যে আজ দেশের প্রধানমন্ত্রীর আসনটিতে বসে আছেন তা কি তিনি ভুলে গেছেন?
জজ মিয়া নাটকের ইতি টেনে সারা দেশের মানুষ বিশেষ করে ২১শে আগষ্টের হামলায় যারা নিহত হয়েছেন তাদের পরিবারের আশা ছিল নেত্রী ক্ষমতায় এসে সেই হামলার মূল হোতাদের বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করবেন তা গুড়ে বালি।
ক্ষমতার পাঁচ বছর শেষ করে তিনি এখন বিদায়ের পথে, অথচ আজও ২১শে আগষ্টের সেই ভয়াল স্মৃতি বুকে নিয়ে বিচার না পেয়ে হাতাশ নিহত পরিবারের সদস্যরা। “তবে কি ডাল ম্যা কুচ কালা হ্যায়”?
যেই হামলায় প্রান হারালো অসংখ্য মানুষ, নেত্রী নিজে আঘাত প্রাপ্ত হলেন তারপরেও কেন ক্ষমতায় থাকা অবস্থায় সেই ভয়াল ২১শে আগষ্টের হামলার মূল হোতারা থেকে গেলেন পর্দার আড়ালে?
কথিত আছে এক রাজপুত্র ও তার সহযোগীরা বিদুৎ এর নামে খাম্বা ব্যবসার প্রচলন করে, যার মাধ্যমে সাধারন জনগনের পকেটের কোটি কোটি টাকা হাতিয়ে নিলেন। ক্ষমতার পালা বদলে এবার মঞ্চে আসলেন দ্বিতীয় রাজপুত্র। তিনি ধরলেন ভিন্ন পথ। জনগনের টাকায় কেনা হাজার হাজার কোটি টাকার অব্যবহৃত ব্যান্ড উইথ কাজে লাগিয়ে অবৈধ ভিওআইপি ব্যবসার সিন্ডিকেট গড়ে তুলেন। হাতিয়ে নিলেন জনগনের হাজার হাজার কোটি টাকা। শেয়ার বাজার ও কুইক রেন্টালের টাকার হিসাব তো কম বেশি সবার জানা। কিন্তু কজন জানেন আমাদের দ্বিতীয় রাজপুত্রের অবৈধ ভিওআইপি ব্যবসার সিন্ডিকেট কথা।
কিছুদিন আগেও চুল নিয়ে অনেক চুলাচুলি হলো। তবুও দুই জনের চুলই রয়ে গেল বহাল তবিয়তে। মাঝ থেকে ঝরে গেল অনেক নিরিহ প্রান।
এবাবে আর কত কাল চলবে?
০৪ ঠা নভেম্বর, ২০১৩ দুপুর ১:১০
বাংলার হাসান বলেছেন: প্রশ্নটাতো এখানেই।
২| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ দুপুর ১:৩৮
জেনারেশন সুপারস্টার বলেছেন: ২১ আগস্টের ঘটনার দ্রুতবিচার চাই।সেদিন শুধু শেখ হাসিনা নয় বরং পুরো বাংলাদেশ বেঁচে গিয়েছিল।বঙ্গবন্ধুর খুনীদের একাংশের যেমন বিচার সম্পন্ন হয়েছে তেমনি যুদ্ধাপরাধীদের বিচারও শেষ হওয়ার পথে।অন্তত এজন্য আওয়ামীলীগ একটা ধন্যবাদ পাওয়ার যোগ্য দেশের সর্বস্তরের মানুষের কাছে যে আগের মত মুক্তিযুদ্ধের ইতিহাস আর রাজাকারদের ভূমিকা নিয়ে উদ্দেশ্যমূলক প্রপাগান্ডা ছড়ানোর সুযোগ এখন আর কেউ পায়না।
০৪ ঠা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৯
বাংলার হাসান বলেছেন: ক্ষমতার পাঁচ বছর শেষ করে তিনি এখন বিদায়ের পথে, অথচ আজও ২১শে আগষ্টের সেই ভয়াল স্মৃতি বুকে নিয়ে বিচার না পেয়ে হাতাশ নিহত পরিবারের সদস্যরা। “তবে কি ডাল ম্যা কুচ কালা হ্যায়”?
৩| ০৫ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:২৩
কান্ডারি অথর্ব বলেছেন:
আমি জানিনা ভাই। আপনি জানলে জানায় দিয়েন এভাবে আর কতকাল চলবে।
০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৫১
বাংলার হাসান বলেছেন: যতদিন আমরা এদের গোলামী করার মানসিকতা থেকে মুক্ত না হই ততদিন।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা নভেম্বর, ২০১৩ দুপুর ১:০৫
নেক্সাস বলেছেন: এবাবে আর কত কাল চলবে?