নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অমি হাসান নামেই আমি পরিচিত

মুক্তিযুদ্ধ আমাদের অহংকার, ধর্মান্ধতা ও দলান্ধতা মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী।

বাংলার হাসান

অমি হাসান নামেই আমি পরিচিত এই নামে অন্য ব্লগার থাকায় হয়ে গেলাম বাংলার হাসান। ইতিহাস হলো একটি জাতির দর্পন। ইতিহাস অসচেতন জাতি কোন দিন প্রকৃত দেশপ্রেম ও জাতীয়তাবোধে উজ্জীবিত হতে পারে না।

বাংলার হাসান › বিস্তারিত পোস্টঃ

ভারত পৃথিবীর একমাত্র কট্টর উগ্র হিন্দু মৌলবাদী সাম্প্রদায়ীক রাষ্ট্র

০৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:২০







"রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ" বা আরএসএস এর প্রথম সারির কট্টর হিন্দু মৌলবাদী নেতা নরেন্দ্র মোদি বিজেপির পক্ষে ভারতের আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী প্রার্থী। '৯২-এ অযোধ্যায় বাবরি মসজিদের জায়গাকে রামের তথাকথিত জন্মস্থান বানিয়ে রাতারাতি বাবরি মসজিদ গুড়িয়ে দেয়ার কৃতিত্ব এই আরএসএস-এর। আর এর নেতৃত্ব দেয় কট্টর হিন্দু মৌলবাদী নেতা নরেন্দ্র মোদি। ২০১৩তে মুজাফফরনগরে শুরু হতে যাচ্ছিল আবার ভয়াবহ দাঙ্গা। শেষ পর্যন্ত আন্তর্জাতিক সমালোচনার কারণে কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ করে অল্পতে বেঁচে গেছে। তার পরও ৪৩ জনের মৃত্যু আর ৯৩ জন আহত। তদন্তে বের হয়ে এসেছে, এই দাঙ্গা লাগানোর পেছনে ন্যাশনাল ডেমোক্রাটিক এলায়েন্স এর অন্তর্ভুক্ত বহুজন সমাজ পার্টি, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ও রাষ্ট্রীয় লোক দল সরাসরি যুক্ত। এদিকে কট্টর হিন্দু মৌলবাদী সংগঠন “রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ” (আরএসএস) খোলাখুলি জানিয়েছে যে তারা সরাসরি রাজনীতিতে প্রবেশ করবে। কট্টর সাম্প্রদায়ীক সংগঠন আরএসএস মহাত্মা গান্ধী আততায়ীর হাতে নিহত হওয়ার পর নিষিদ্ধ হয়েছিল। সে সময় রাজনীতিতে যোগ না দেওয়ার শর্তে তাদের ওপর নিষেধাজ্ঞা ওঠানো হয়। আরএসএস এর রাজনৈতিক শাখা হলো বিজেপি। এইতো কিছুদিন আগেও বিশ্ব মিডিয়ায় ফলাও করে প্রচার হয়, গুজরাটে সাম্প্রদায়ীক দাঙ্গা লাগিয়ে অসংখ্য মুসলিম হত্যার দায়ে কট্টর উগ্র হিন্দু মৌলবাদী নেতা নরেন্দ্র মোদিকে ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র। মাথা থেকে পায়ের তালু পর্যন্ত আগা-গোড়া এই কট্টর সাম্প্রদায়ীক নেতাটি ভারতের আগামীর প্রধানমন্ত্রী হচ্ছেন বলে বিভিন্ন জনমত জরিপে প্রকাশ হচ্ছে।



“বিজ্ঞজনদের নিকট প্রশ্নঃ- যে দেশে এমন একজন কট্টর সাম্প্রদায়ীক মৌলবাদী নেতা মূখ্যমন্ত্রী ও আগামীর প্রধানমন্ত্রীর দৌড়ে এগিয়ে সেই দেশ কি করে একটি অসাম্প্রদায়ীক রাষ্ট্র হয়?”





আমাদের দেশের কিছু বুদ্ধিজীবি ও রাজনৈতিক ব্যক্তিবর্গকে প্রায় দেখা যায় ভারতকে “অসাম্প্রদায়ীক রাষ্ট্রের আইডল হিসেবে উপস্থাপন করতে।“ ওপারের দাদা বাবুদের কথা কি আর বলবো, তারা তো হররোজ বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত থাকেন। ৪৭ থেকে নয় আসুন ৭১ এ মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জনের পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশে শুধু মাত্র মুসলিম না হয়ে ভিন্ন ধর্মের অনুসারী হওয়ার অপরাধে কত গুলো সাম্প্রদায়ীক দাঙ্গা হয়েছে এবং কত মানুষ নিহত হয়েছে? অন্যদিকে ভারতে এই সময়ে হিন্দু না হয়ে ভিন্ন ধর্মের অনুসারী হওয়ার অপরাধে কত গুলো সাম্প্রদায়ীক দাঙ্গা হয়েছে এবং কত মানুষ নিহত হয়েছে?



একটা গল্প আছে খুব ছোট বেলায় শুনেছি।

এক পীর সাহেব বয়ান করতেছেন, বয়ানের মাঝে হঠাৎ পীর সাহেব খুব হাসির একটি গল্প বলেলন। গল্প শেষ হবার পর মুরিদরা সবাই হাসতে লাগলেন, পীর সাহেবের সামনে দাঁত বের করে হাসলে বেয়াদবী হবে সে কারনে সবাই মুখে রুমাল দিয়ে হাসছেন। তো এক ব্যক্তি ছিল যার পরনে ছিল লেংটি আর তার কোন রুমালও ছিল না। তখন সে লেংটি খুলে মুখে দিয়ে হাসতেছে। পীর সাহেবের সামনে দাঁত দেখা গেলে বেয়াদপী হবে সে কারনে লেংটি খুলে মেশিন বের করে দাঁত ঢাকা সেই লোকটির মত অবস্থা হলো ভারত ও তার পক্ষ নিয়ে অসাম্প্রদায়ীকতার গুনগান করা আমাদের দেশের কিছু বুদ্ধিজীবি ও রাজনৈতিক ব্যক্তিবর্গের। কেননা তারা যখন ভারতকে “অসাম্প্রদায়ীক রাষ্ট্রের আইডল হিসেবে উপস্থাপন করে” তখন আমাদের চোখে ভেসে উঠে '৯২-এ অযোধ্যায় সংগঠিত দাঙ্গা, সভ্যতার একবিংশ শতাব্দীতে এসে ২০১৩তে মুজাফফরনগরের দাঙ্গা, ভেসে উঠে মাথা থেকে পায়ের তালু পর্যন্ত আগা-গোড়া কট্টর উগ্র হিন্দু মৌলবাদী নেতা নরেন্দ্র মোদি।



বিশ্বকে মানবাধিকারের সবক দেয়া যুক্তরাষ্ট্র যেমন নিজেই পৃথিবীর বুকে সব চাইতে বড় মানবাধিকার লঙ্গনকারী দেশ, ঠিক তেমনি ভাবে ভারতও অসাম্প্রদায়ীকতার মোড়কে পৃথিবীর একমাত্র কট্টর উগ্র হিন্দু মৌলবাদী সাম্প্রদায়ীক রাষ্ট্র।



আমাদের এই মাটি ও বাঙ্গালীর হাজার বছরের ইতিহাস ঘাটলে দেখা যায় আমরা কখনোই উগ্র সাম্প্রদায়ীক ছিলাম না। এবং আমাদের এই মাটি কখনোই উগ্র সাম্প্রদায়ীকতা ধারনও করে নাই। করবেও না।

মন্তব্য ৩০ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ০৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৪১

সানড্যান্স বলেছেন: ভারত নিজেদের যতই সেক্যুলার দাবী করুক না কেন, এরা হিন্দু রাস্ট্র। নেপাল তবু স্বীকার করে নিছে বাট ভারত হইল ছুপা হিন্দু ছাগু প্রোডাকশন হাউজ। ইভেন মিডিয়া পার্সনেরাও এদের তেল দিয়ে চলে।
শিবসেনার বাল মরার পর ওর শবযাত্রায় অমিতাভ পর্যন্ত গেছে!!
আর কি বলব!!

০৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৩১

বাংলার হাসান বলেছেন: নিঃসন্দেহে এটাই বাস্তব।

এমনকি ভারতের প্রচলিত জাত প্রথাও একটি নিকৃষ্ট দবঙ্গা সৃষ্টির হাতিয়ার হিসেবে প্রয়োগ হয়ে আসছে শতাব্দীকাল ধরে।

২| ০৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৪৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার বলেছেন। ভারত কোন ভাবেই অসাম্প্রদায়িক রাষ্টের প্রতিচ্ছবি হতে পারে না।

আমাদের এই মাটি ও বাঙ্গালীর হাজার বছরের ইতিহাস ঘাটলে দেখা যায় আমরা কখনোই উগ্র সাম্প্রদায়ীক ছিলাম না। এবং আমাদের এই মাটি কখনোই উগ্র সাম্প্রদায়ীকতা ধারনও করে নাই। করবেও না

সহমত।

০৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৩২

বাংলার হাসান বলেছেন: সহমত হবার জন্য ধন্যবাদ।

৩| ০৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৪

কান্ডারি অথর্ব বলেছেন:


এই না হলো আমাদের বাংলার হাসান ভাই।

চরম ভাবে আপনার লেখার সাথে সহমত।

০৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৫

বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ কান্ডারি ভাই।

ভারত ও পাকিস্তান আমাদের মত যুদ্ধ করে স্বাধীন হয়নি। আর তাই মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন হওয়া একটি রাষ্ট্রের সাথে এমন হীনমানসিকতার রাষ্ট্রের মীল কখনো হবার কথা নয়।

৪| ০৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:১৬

জনাব মাহাবুব বলেছেন: ভালো একটি ব্যাপার তুলে ধরেছেন।

আমাদের দেশের কিছু চুচীল আছে, ভারতের কোন সমালোচনা করলে, তারা ভারত বিরোধী ট্যাগ দিতে পিছপা হয়না। :( :(

০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:১৪

বাংলার হাসান বলেছেন: এই লেখার মূল উদ্দেশ্য ভারতের সাম্প্রদায়িকতার প্রতিচ্চবি তুলে ধরা।


আপনার কথাও সঠিক, কিছু কিছু মানুষ আছে যারা এদেশের নুন খায় কিন্তু গুনগায় ভারতের।

৫| ০৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:২৮

তানভীর এফ আখতার বলেছেন: ঠিক বলেছেন। বাংলাদেশ এ এখনো অনেক ভালো সম্প্রীতি আছে সবার মধ্যে।

০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:১৫

বাংলার হাসান বলেছেন: আমাদের এই মাটি ও বাঙ্গালীর হাজার বছরের ইতিহাস ঘাটলে দেখা যায় আমরা কখনোই উগ্র সাম্প্রদায়ীক ছিলাম না। এবং আমাদের এই মাটি কখনোই উগ্র সাম্প্রদায়ীকতা ধারনও করে নাই। করবেও না।

৬| ০৭ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬

সিদ্ধার্থ. বলেছেন:
উইকি লিক্স এ ফাস হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে নরেন্দ্র মোদী একজন "no nonsense "incorruptible" লিডার ।আরো বলা হয়েছে "মার্কিন যুক্তরাষ্ট্র নরেন্দ্র মোদী কে একজন যতার্থ নেতা মনে করে যে কিনা মার্কিন স্বার্থের কাছে বিপদ "।
http://www.youtube.com/watch?v=zQGskTmsJHc

এবার বুঝলেন কেন ভিসা দেয় না ।

আর আপনি ভারতীয় রাজনীতির ব্যাপারে মনে হয় কিছুই জানেন না ।ভারত এখনো পর্যন্ত বিশ্বের সবচেয়ে অসাপ্রদায়িক দেশ ।তবে যেভাবে উগ্র জাতিয়াতাবাদের বিকাশ ঘটছে এই মুহুর্তে ভারতে ,তা যদি চলতে থাকে তবে আপনার পোস্ট টা সত্যি হয়ে যাবে ।

০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:১৭

বাংলার হাসান বলেছেন: ভারত এখনো পর্যন্ত বিশ্বের সবচেয়ে অসাপ্রদায়িক দেশ ।

দাদা এটা শতাব্দীর সেরা জোকস্, ধন্যবাদ এমন একটি জোকস্ উপহার দেয়ার জন্য।

৭| ০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৩১

সেলিম আনোয়ার বলেছেন: অসাম্প্রদায়ীক রাষ্ট্রের আইডল ভারত নয়। তাদের জাতিগত দাঙ্গার ইতিহাসই তা সাক্ষ্য দিবে। অধিকন্তু তারা প্রতিবেশি রাষ্ট্র হিসেবেও সবচেয়ে বাজে দেশগুলোর একটি।ভারত প্রতিবেশী রাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে ন্যাক্কারজন হস্তক্ষেপ ঘটায় যা অতি নিন্দনীয়।

০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:২৪

বাংলার হাসান বলেছেন: অধিকন্তু তারা প্রতিবেশি রাষ্ট্র হিসেবেও সবচেয়ে বাজে দেশগুলোর একটি।ভারত প্রতিবেশী রাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে ন্যাক্কারজন হস্তক্ষেপ ঘটায় যা অতি নিন্দনীয়।

সহমত

৮| ০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:১৮

শাহরিয়ার খান রোজেন বলেছেন: ভারত শুধু কট্টর উগ্র হিন্দু মৌলবাদী সাম্প্রদায়ীক রাষ্ট্রই নয় , বিশ্বের সবচাইতে বাজে প্রতিবেশি রাষ্ট্রও ভারত।

০৯ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:২২

বাংলার হাসান বলেছেন: সহমত

৯| ০৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:১৩

মুহাম্মদ যিয়ান ইলাহী বলেছেন: সানড্যান্স বলেছেন শিবসেনার বাল মরার পর ওর শবযাত্রায় অমিতাভ পর্যন্ত গেছে!!

=p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

০৯ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:২৩

বাংলার হাসান বলেছেন: নিঃসন্দেহে এটাই বাস্তব।

এরাই শুধু মুখে মুখেই অসাম্প্রদায়ীক, অন্তরে খাঁটি সাম্প্রদায়ীক।

১০| ০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৪৪

রূপংকর আমি বলেছেন: i totally disagree. come to my state tripura and check it yourself. here hindu and muslim celebrate all ceremonies together in harmony.
and those of us who knows history, lets not point a finger against india. If it was so bad a neighbor, then why millions of people from bangladesh came to it in 71. without contribution from india, independence of bangladesh would have been a distant dream.
also, since independence, if you check the percentage of minorities in all 3 countries of india, bangladesh and pakistan, then only in India the percentage of minorities has increased. Had it been a communal country this would have decreased as in case of Pakistan and also bangladesh.
Request you guys not to spread hatred in the forum.

০৯ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:২৬

বাংলার হাসান বলেছেন: যে বিষয়ে নিবন্ধনটি আশা করবো মূল বিষয়ে আলোচনা করবেন।

আর হ্যাঁ যেহেতু এটা একটি বাংলা ব্লগ তাই বাংলাতেই নিজ বক্তব্য উপস্থাপন করাটা শ্রেয়।

১১| ০৯ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪২

মো: খায়রুল বাসার বলেছেন: @রূপংকর আমি : স্বাধীনতার সময়ে ভারত আমাদের সাহায্য করেছে, সেজন্য ভারতকে ধন্যবাদ । কিন্তু বিনিময় হিসাবে ফারাক্কা মরন ফাদ উপহার দিয়ে গেছেন । দাদা ভারত আরো অনেক এরকম কিছু দিতে বসে আছে । তা না হলে আমাদের জনগনের মনভাব এত খারাপ হত না ।

০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৫৪

বাংলার হাসান বলেছেন: কিন্তু বিনিময় হিসাবে শুধু ফারাক্কার মরন ফাদ নয় আরো অনেক অনেক কিছুই উপহার দিয়ে গেছেন ।

@খায়রুল বাসার,

ভাই নিবন্ধনে যে বিষয় নিয়ে লেখা সে বিষয়ে আপনার মতামত আশা করছি।

ধন্যবাদ

১২| ০৯ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:০৯

কিরিটি রায় বলেছেন: সানড্যান্স বলেছেন: ভারত নিজেদের যতই সেক্যুলার দাবী করুক না কেন, এরা হিন্দু রাস্ট্র। নেপাল তবু স্বীকার করে নিছে বাট ভারত হইল ছুপা হিন্দু ছাগু প্রোডাকশন হাউজ। ইভেন মিডিয়া পার্সনেরাও এদের তেল দিয়ে চলে।
শিবসেনার বাল মরার পর ওর শবযাত্রায় অমিতাভ পর্যন্ত গেছে!!
আর কি বলব!!

উপ্রে দেখা যায় দুইখান মাল পাওয়া গেছে!!! পুরাই হাম্বা ষ্টাইল!!!!

১০ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:০৩

বাংলার হাসান বলেছেন: নিবন্ধনে যে বিষয় নিয়ে লেখা সে বিষয়ে আপনার মতামত আশা করছি।

আর হ্যাঁ কিছু মানুষ আছে যারা ভারত বলতেই অন্ধ। এরা চিরকালই এমন থাকবে।

১৩| ০৯ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:৪৮

আমি নি (?) বলেছেন: শুধু ভারত কেন- আমরা চাই আর না চাই গোটা দক্ষিন এশিয়া জুরে এখন ধর্মের জয় জয়াকার চলছে। ধর্মের কল এখন বাতাসে বেশ নড়াচড়া করতে শুরু করেছে।
ভারতে নরেন্দ্র মোদী ক্ষমতার বেশ কাছাকাছি চলে গেছেন। এদেশে শফি হুজুরের জিভে ক্ষমতার লালা জমতে শুরু করেছে। পাকিতে তালিবানদের প্রভাব বাড়ছে। তাদের নতুন নেতা ফজলুল্লাহ খুবই বিখ্যাত ব্যাক্তি। তিনি সোয়াতের সব বালিকা বিদ্যালয় বন্ধ করে দিয়েছে। তার নির্দেশে কিশরী মালালার উপর গুলি চালিয়েছে তালিবানরা।
গোটা দক্ষিন এশিয়া পুন্যস্তান হবার পথে!

১১ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:০২

বাংলার হাসান বলেছেন: গোটা দক্ষিন এশিয়ায় ভারতের মত এত সাম্প্রদায়িক দাঙ্গা আর কোন দেশে হয় একটু বলবেন কি?

১৪| ১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১:৪৩

যুবায়ের বলেছেন: শিরোনামটির সাথে ১০০% সহমত।
আসলেই ভারত পৃথিবীর একমাত্র কট্টর উগ্র হিন্দু মৌলবাদী সাম্প্রদায়ীক রাষ্ট্র সুপার লাইক।

১১ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১৭

বাংলার হাসান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

আপনাদের অনুপ্রেরনাই শক্তি।

১৫| ১১ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৩০

নিয়ামুল ইসলাম বলেছেন: লেখকের সাথে পুরোপুরি সহমত

১১ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৫

বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ।

আপনাদের অনুপ্রেরনাই শক্তি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.