নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সোজা কথা

আমির হোসেন রিকু

আমির হোসেন রিকু › বিস্তারিত পোস্টঃ

ইন্দিরা রোডে স্যুয়ারেজের পানি

১০ ই জুলাই, ২০১৫ রাত ৮:৩৬



স্যুয়ারেজ লাইনের পানি মাড়িয়েই পথ চলতে হচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের রাজাবাজার ও ইন্দিরা রোড বাসিন্দাদের। অভিযোগÑ চলতি বর্ষায় এ সমস্যা প্রকট হলেও সিটি করপোরেশনের ঘুম ভাঙেনি।

সরেজমিনে দেখা গেছে, ২৭ নং ওয়ার্ডের রাজাবাজার ও ইন্দিরা রোডের কিছু অংশ (পান্থপথ দিয়ে মানিক মিয়া এভিনিউয়ে যাবার রাস্তা) একেবারে সয়লাব স্যুয়ারেজ লাইনের পানিতে। যান-চলাচলে যেমন-তেমন, পথচারীরা সবচেয়ে বেশি অস্বস্তিতে। চোখে দেখে, নাকে ঘ্রাণ পেয়েও দূষিত পানি মাড়িয়ে চলতে হচ্ছে। কিছু বাড়ি দেখা গেছে, যার আঙিনায় পায়ের গোড়ালি সমান পানি জমে আছে।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, বেশকিছু দিন আগের টানা বর্ষণের সময়ই স্যুয়ারেজ লাইন উপচে রাস্তায় পানি ওঠে। মাঝে বৃষ্টি ছাড়লেও পানি কমেনি একটুও। সিটি করপোরেশন কিছু ম্যানহোল পরিষ্কার করেছে নামকাওয়াস্তে। কার্যত কিছুই হয়নি। বরং উত্তোলিত আবর্জনা রাস্তাতেই স্তূপ করে রাখায় বৃহস্পতিবারের বর্ষণে সব মিশে যাচ্ছে।

সরেজমিনে দুটি স্তূপ দেখা গেছে, ইন্দিরা রোডের একটি লন্ড্রি দোকানের সামনে।

স্থানীয় বাসিন্দা মিন্টু ক্ষোভের সঙ্গে বলেন, এই সমস্যা প্রতিবছরের। আগে না হয় মেয়র বা কাউন্সিলর কেউ ছিল না। এখন তো সবই হয়েছে। তারা কী আমাদের খোঁজ রাখেন? ভোট চাওয়ার সময় তো ঠিকই এসেছিলেন।

বর্তমানে এই ওয়ার্ডের কাউন্সিলর ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফরিদুর রহমান খান ইরান।

এদিকে, সরেজমিনে আরও দেখা যায়, শুধু পান্থপথ দিয়ে মানিক মিয়া এভিনিউয়ে যাবার রাস্তার কিছু অংশই নয়, রাজাবাজার ও ইন্দিরা রোডের প্রায় পুরো রাস্তাই ভাঙাচোরা। ছোট-বড় গর্তে বৃষ্টির পানি জমে চলাচলে অনুপোযোগী হয়ে পড়ে।

২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের একজন নেতা বলেন, এই সমস্যা সমাধানে কয়েকবার কাউন্সিলরকে বলা হয়েছে। কিন্তু গরজ নেই।

লিংক : Click This Link

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.