নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সোজা কথা

আমির হোসেন রিকু

আমির হোসেন রিকু › বিস্তারিত পোস্টঃ

মন্ত্রীর নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি!

১০ ই জুলাই, ২০১৫ রাত ১০:০১



ইফতার পার্টির নামে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে একজন নার্স নেতার বির’দ্ধে বেপরোয়া চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে। না দিলে সাধারণ নার্সদের ‘বদলি’ নয়তো ‘কর্মক্ষেত্রে হয়রানি’র হুমকি দেয়া হচ্ছে।

জানা গেছে, ‘স্বাধীনতার নার্সেস পরিষদ’ নামের সংগঠনের পক্ষ থেকে এই পার্টি অনুষ্ঠিত হবার কথা আগামী রোববার। প্রচার করা হচ্ছেÑ এই পার্টিতে প্রধান অতিথি থাকবেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। আরও থাকবেনÑ স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্যসচিব সৈয়দ মঞ্জুর’ল ইসলাম ও কয়েকজন স্বাচিপ নেতা।

অনুসন্ধানে জানা গেছে, গত এক সপ্তাহ আগ থেকে অভিযুক্ত নেতা হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স আনিসুর রহমান চাঁদা উঠানো শুর’ করেন। ঢামেক হাসপাতালের প্রত্যেক নার্স ইনচার্জকে বলা হয়, তাদের একেক জনের অধীনে যতজন নার্স কাজ করেন, প্রত্যেকের কাছ থেকে কমপক্ষে এক হাজার টাকা করে আদায় করতে। না হলে পুরো ওয়ার্ডে যত নার্স আছে, ততজনের টাকা নার্স ইনচার্জকেই দিতে হবে। না হলে ইনচার্জের দায়িত্ব থেকে সরিয়ে দেয়ার পাশাপাশি অন্যত্র বদলি করা হবে।

অনুসন্ধানে পাওয়া সূত্র বলছেÑ আনিসুর রহমান এই কাজ করছেন তার অনুসারী হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স শিরিন আক্তার, নিজামুদ্দিন, দিপু, খাদিজা বেগমের মাধ্যমে। তারা সাধারণ নার্সদের কাছ থেকে চাঁদা আদায় করছেÑ স্বাস্থ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব ও কয়েকজন স্বাচিপ নেতা আসার কথা বলে। তবে এ পর্যন্ত এই অনুষ্ঠান সম্পর্কে কোনো নিমন্ত্রণপত্র ছাপানো হয়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন নার্স ইনচার্জ বলেন, আমরা অনেকেই খোঁজ নিয়ে নিশ্চিত হয়েছি, এই পার্টিতে মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব- কেউ-ই আসবেন না। কিন্তু তাদের কথা বলে চাঁদার জন্য চাপ দেয়া হচ্ছে। এর কী মানে আছে?

আরেক ইনচার্জ বলেন, কোনো অনুষ্ঠানের অর্থ দেয়া বা না দেয়া সম্পূর্ণভাবে ব্যক্তির নিজস্ব বিষয়। চাপাচাপি করা অনৈতিক। আমাদের রীতিমত হুমকিই দেয়া হচ্ছে, চাঁদা না দিলে নাকি ইনচার্জই থাকতে পারব না।

মুঠোফোনে শুক্রবার যোগাযোগ করা হলে আনিসুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এটা সংগঠনের ইফতার। নার্সদের কিছু না।’

লিংক : Click This Link

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.