![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবকিছু আকাশকেই বলব। আকাশ কাউকে কথাগুলো বলবে না। বড়জোর রোদে জ্বলবে, জ্ব্রালাবে; বৃষ্টি ফেলবে, ভিজিয়ে দেবে, নয়তো রং পাল্টাবে। স্বভাবের বাইরে একবিন্দুও যাবে না।
আকাশ পাল্টা প্রশ্নও ছুঁড়বে না, আপত্তির প্রশ্নই আসে না। শুধু বলে যাব একচেটিয়া, ও শুনবে একমনে।
আকাশ তোমার বিচার করবে না, অবশ্য অপরাধ হয়নি। তারপরও জেদের বশে কেউ যদি কিছু করতে চায়? যদি কুৎসায় ক্ষতবিক্ষত করে? তাই আকাশকেই সব বলে দেব।
তোমার প্রতিশ্রুতি রক্ষার শক্তি আকাশকেই দেব। আমার প্রতি বিশ্বাসও অটুট থাকবে তোমার
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:১৭
আমির হোসেন রিকু বলেছেন:
©somewhere in net ltd.
১|
০২ রা আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:০৩
মিন্টুর নগর সংবাদ বলেছেন: