![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ওভাবে আর কেউ বলবে না, "কোথায় যাচ্ছো, কেন যাচ্ছো, কী করতে যাচ্ছো, তাড়াতাড়ি ফিরে যেও কিন্তু"
ওভাবে কেউ পেছন থেকে কালো শার্টের কলার টেনে, ভ্রু কুঁচকে, কিঞ্চিৎ বাজখাই সুরে বলবে না, "শার্টটা আমি না ধুয়ে দিলে এমনিই পড়ে ফেলে, আশ্চর্য"
বলার দিন নেই, শোনার দিন ফুরিয়ে গেছে সেই ওভাবেই, বিলম্ব করে।
এখন আর কোনো বাধা নেই, নেই কোনো পিছু টান, ময়লা মাখা কালো শার্টের কলার দূরের কথা, একটি চুলও পেছন থেকে কেউ টেনে ধরবে নাহ্।
দিন যাচ্ছে, পার হচ্ছে রাত, যাচ্ছে অগুণিত অমাবস্যা-ভরা পূর্ণিমা, যৌবনও বাড়ছে সেসবের, হচ্ছে আকর্ষণীয় বেশ, জড়িয়ে ধরতে ইচ্ছেও করে।
কিন্তু স্মৃতিকে কী দুহাতে জড়িয়ে ধরা যায়, একদিন ধরেছিলাম, শক্ত করে, হাত-বুকের চাপে মূহুর্তেই গেল হতচ্ছাড়াটা।
কেউ তো বলল না, স্মৃতিকে কেন ওভাবে ধরলে, গলিয়ে দিলে ওভাবে চেপে ধরে।
"যৌবন যে বাড়ছে স্মৃতির, সে থেকেই তো জড়িয়ে ধরা"
কোথায়, কেউ তো জানতে চায়নি কিছু, তবুও উত্তর?
তবুও বলা, স্মৃতির যৌবনেই ভেসে।
©somewhere in net ltd.
১|
১৬ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:২১
বাকরুদ্ধ বহ্নিশিখা বলেছেন: চমৎকার স্মৃতিচারণ