নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সোজা কথা

আমির হোসেন রিকু

আমির হোসেন রিকু › বিস্তারিত পোস্টঃ

বিরল রোগাক্রান্ত বিথীর ডান স্তনে অপারেশন আগামী শনিবার

২৩ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:১৪

আমাদের সময়.কম : ২৩/০৭/২০১৬



সন্দেহভাজন বিরল রোগ উয়ের উল্ফ সিনড্রমে আক্রান্ত ১২ বছর বয়সী বিথীর ডান স্তনে অপারেশন হতে যাচ্ছে আগামী শনিবার। গত ২০ জুন বিথীর বাম স্তনে প্রথম অপারেশন হয়েছিল। সেসময় বাম স্তন থেকে নয় কেজি ৪০০ গ্রাম বাড়তি মাংস কেটে ফেলেছিলেন চিকিৎসকরা।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সার্জারি বিভাগের অধীনে আসন্ন অপারেশনটি বিথীর দ্বিতীয় অপারেশন বলে জানান বিথীর বাবা আবদুর রাজ্জাক।

বিথীকে নিয়ে গত ২৬ এপ্রিল আমাদের সময় ডটকমে ‘বিথীর বিরল রোগ, ওয়েরউল্ফ নাকি হার্সুটিজম’ শীর্ষক শিরোনামে সচিত্র প্রতিবেদন প্রকাশ করা হয়েছিল।

শনিবার দুপুরে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বিথীকে পাওয়া গেছে, বিএসএমএমইউর সার্জারি বিভাগের বিছানায়। তার পাশে ছিলেন বাবা আবদুর রাজ্জাক ও মা বিউটি আক্তার। আবদুর রাজ্জাক বলেন, ওর কী এমনে বইয়া থাকনের বয়স? স্কুল নিয়া চিন্তা করে। মাইঝে মইধ্যে আমাদের জিগায়, পরীক্ষা না দিতে পারলে আগামীতে ক্লাস সেভেনে কেমনে উঠবো? এমনে তো ভালই, খাইতাছে, ঘুমাইতাছে।

বিথীর মুুখম-ল, হাত ও পায়ে ঘন কালো বর্ণের অস্বাভাবিক বড় লোম। বুকে-পিঠেসহ দেহের অন্যত্রও একই অবস্থা। একইসঙ্গে ১১ বছর বয়স থেকে বিথীর স্তনের আকৃতি অস্বাভাবিক আকারে বাড়তে থাকে। তার সামনের উপরের দাঁতের রঙও বিবর্ণ। দেখতে মাংস পি-ের মতো।

৯৯দিন ধরে বিএসএমএমইউতে বিথীর চিকিৎসা চললেও চিকিৎসকরা এখনও রোগটি সম্পর্কে পরিষ্কার করে বলছেন না, রোগটি কী ওয়েরউল্ফ নাকি হার্সুটিজম। বিথীর ব্যাপারে চিকিৎসার সঙ্গে সরাসরি যুক্তরা সাংবাদিকদের সঙ্গে কথা বলতেও নারাজ।

জানা যায়, বাম স্তনে অপারেশন হওয়া ছাড়াও বিথীর মুখম-লে লেজার থেরাপি দিয়ে লোম অপসারণ করা হয়েছিল। বর্তমানে লোম আবার বৃদ্ধি পেয়েছে।

একমাত্র মেয়ে আরোগ্য লাভ করবেন- এমন আশা নিয়ে আজও দিন যাচ্ছে আবদুর রাজ্জাক-বিউটি আক্তার দম্পত্তির। রাজ্জাক বলেন, আমি ভাড়া করা মোটর সাইকেল দিয়া যাত্রী টানি। ওর চিকিৎসার জন্য অনেক টাকা দরকার। আমার ব্যর্থতা একটাই, টাকা নাই। ওয়াল্টন গ্রুপ ছাড়াও দেশ-বিদেশের অনেক মানুষ সাংবাদিক গো লেখার মাধ্যমে জাইন্না আমার মেয়ের চিকিৎসায় সাহায্য করছে। সবার সহযোগিতা লইয়াই বিথীর চিকিৎসা এহন পর্যন্ত চালাইতে পারতাছি। সাংবাদিকরা প্রথমে লেখনের পর যেমনে ফোন পাইতাম, সহযোগিতা পাইতাম, এখন সেইটা পাই না। আমার মেয়েরে জানি কেউ না ভুলে। সবার সাহায্য না পাইলে পারুম না মেয়ের চিকিৎসা করাইতে (বিথীকে কেউ সহযোগিতা করতে চাইলে যোগাযোগ করতে পারেন ০১৭১০৫২১৪৭৯। এটি বিকাশ নম্বর ও বিথীর বাবার ব্যক্তিগত মোবাইল নম্বর)।

বিরল রোগাক্রান্ত বিথীর ডান স্তনে অপারেশন আগামী শনিবার

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:২০

চাঁদগাজী বলেছেন:




মেয়েটার সুস্হতা কামনা করছি

২| ২৩ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৩১

ডঃ এম এ আলী বলেছেন: বিথীর সুস্থতা কামনা করছি । আল্লার কাছে দোয়া করছি তার অপারেশন যেন সফল হয় ।

৩| ২৩ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৩৭

আবুল হায়াত রকি বলেছেন: আল্লাহ যেন মেয়েটিকে সম্পূর্ন সুস্থ্য করে তুলেন পাশাপাশি তার খেদমতে নিয়োজিত ডাক্তারদের কেও সাহায্য করে।
দোয়া করি কোন সু-হৃদ ভাই বোন পরিষ্কার মন নিয়ে তাকে সাহায্য করতে এগিয়ে আসবেন।

৪| ২৩ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৪৩

ইন্দ্রনাথ বলেছেন: ভগবান এই বোন-কে সুস্থ্য করে তুলেন।

৫| ২৩ শে জুলাই, ২০১৬ রাত ৮:২১

সুমন কর বলেছেন: দুঃখজনক ঘটনা। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা থাকবে, ওকে যেন সুস্থ করে দেন।

৬| ২৩ শে জুলাই, ২০১৬ রাত ৯:৩৬

প্রামানিক বলেছেন: সবারই সাহায্য করা দরকার

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.