![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তবুও দুই দৃষ্টিই যায়।
কেন যায়, কত ভেতরে যায়, কেমন করে যায়, সবই জানা।
আছে দৃষ্টিদ্বয় ফেরানোর প্রতিজ্ঞাও।
তবুও দুই দৃষ্টিই যায়।
কখন যেতে চায়, কেন ছুটতে যায়- এসবও জানার সঙ্গে প্রতিজ্ঞা তো আছেই।
তবুও দুই দৃষ্টিই যায়।
কি-বা পেতে যায়, কি-বা শুনতে যায়, কি-বা দিতে যায়, কি-বা নিতেই আসে।
জানি না যে, তা নয়।
জানি।
ভুলিনি সেই প্রতিজ্ঞাও।
তবুও দুই দৃষ্টিই যায়।
©somewhere in net ltd.