![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্নের তুলি চোখ রাঙালে কাজল দিয়ে?
যে চোখ শুধুই, স্বপ্নের তুলিতে আবদ্ধ নয়
সে চোখ পথ চেয়ে রইতেও জানে।
কাজল দিয়ে স্বপ্নের তুলি চোখ রাঙালে?
রোদ পড়লে, যে চোখ থেকে বিচ্ছুরিত হয়, নাম না জানা রঙেরা।
কুয়াশার পরশ পেলে, যে চোখ থেকে ঠিকরে পড়ে হিমালয়ের চেহারা।
বসন্তের দখিনা হাওয়া পেলে, যে চোখ বের করতে জানে, কোমল-অফুরন্ত ও নতুন করে বাঁচিয়ে তোলার সম্ভবনা।
সে চোখকেই কাজলে রাঙলে।
এমন চোখ কাজল দিয়ে ছোঁয়ালে, যে চোখ কাজলের ছোঁয়া পেয়ে কি-না প্রবল অথচ কোমল, আদুরে হয়ে শক্তি পেল, আগুনকে শীতল করার।
যে চোখ কি-না শক্তি পেল জলকেও বরফ করার।
কাজল দিয়ে স্বপ্নের সে তুলি চোখকেই রাঙালে।
০৮ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪০
আমির হোসেন রিকু বলেছেন: কী হয়েছে জানি না, মন সায় দিল লেখতে, তাই লেখলাম, এই আরক থ্যাংকস আপনার মন্তব্যের জন্য
©somewhere in net ltd.
১|
০৮ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২৯
ধ্রুবক আলো বলেছেন: ভালো লাগলো...