![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার চোখ দুটো বলে, তুমি পথ চেয়ে রইতে জানো।
তোমার চোখের দুই প্রান্ত বলে, তুমি অবুঝের মতো হাসতে জানো।
তোমার ঘন কালো চোখের পাতা-ভ্রু যুগল বলে, তুমি মিষ্টি হয়ে ঘুমুতে জানো।
তোমার চাহনি বলে, তুমি কাছে টানতে জানো।
তোমার ঠোঁটদুটো বলে, তুমি হৃদয়টাকে ছুঁয়ে কথা বলতে জানো।
তোমার ঠোঁটের ক্ষুদে তিলকটা বলে, তুমি ভালবাসতে জানো।
তোমার মুখমণ্ডলে ভেসে থাকা লোমগুলো বলে, তুমি পরিমাণহীন আবেগি হয়ে কাশফুল ভালবাসতে জানো।
তোমার কেশগুলো বলে, তুমি নাকি রোদে গেলে, ওদের ঝিলমিল করে জ্বালতে জানো।
তোমার কণ্ঠস্বর বলে, তুমি কাছে ডাকতে জানো।
তোমার হাত দুটো বলেই দেয়, তুমি অনন্তকালের জন্যে জড়িয়ে ধরে রাখতে জানো।
তোমার নূপুর জোড়া বলে উঠে, তুমি নেচে ওদের ভৈরবীতে ভাসাতে জানো।
জানো, তুমি জানো?
তুমিই ভালবাসা পেতে জানো?
©somewhere in net ltd.