নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলার পাই

বেঁচে থাকার জন্য রসদ চাই ; লেখালিখিকেই আমি সেই রসদ হিসেবে বেছে নিয়েছি।

বাংলার পাই

জীবনের জরাজীর্ণ অন্ধকারের ভেতর এক ঝলক আলো খুঁজে ফিরছি ; এই আলোটুকুর নামই জীবন, এই আলোটুকুর নামই প্রাণ।

বাংলার পাই › বিস্তারিত পোস্টঃ

আমার লেখা প্রথম পেজে আসবে কবে?

১২ ই মার্চ, ২০১৪ রাত ২:১২

কি ব্যাপার? প্রথম পাতায় আমার লেখা আসছে না কেন? অনুগ্রহকরে কেউ কি একটু সাহায্য করবেন?



সাহায্য চেয়েও লাভ নেই। যারা এই পোস্ট দেখে তারাও জানতে চাই না বা কিছু বলেও না যে আমি কি করতে পারি বা আমার কি করার আছে। আর আমার লেখা যারা পড়ে,তাদের বেশির ভাগই আমার মত ওয়াস এ রয়েছে। তারা পড়তে পারলেও কোন উপায় বলতে পারে না। এমনকি মন্তব্যও করতে পারে না। আর যারা বলতে পারে তারা তো আমার কোন পোস্ট পড়ে না।

এই ব্লগে বক্তিগত ভাবে আমার পরিচিত এমন কেউ নেই। তাই বলছি,অনুগ্রহকরে কেউ কি একটু সাহায্য করবেন? জানাবেন কি ভাবে বা কবে নাগাদ আমার লেখা প্রথম পেজে যাবে?

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১২ ই মার্চ, ২০১৪ রাত ৯:৩৭

এহসান সাবির বলেছেন: :( :(

১২ ই মার্চ, ২০১৪ রাত ১১:২০

বাংলার পাই বলেছেন: আমার ও মন খারাপ। তবে আপনাকে ধন্যবাদ।

২| ১৩ ই মার্চ, ২০১৪ রাত ১:০২

ইমরাজ কবির মুন বলেছেন:
আরো কিছু সময় লাগতে পারে হয়তোবা, অপেক্ষা করেন ||

১৩ ই মার্চ, ২০১৪ রাত ১:১১

বাংলার পাই বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই। শুভেচ্ছা নিবেন।

আর আমি অপেক্ষা করব, দেখি কত দিন পরে সেই কাঙ্ক্ষিত দিন আসে।

৩| ১৩ ই মার্চ, ২০১৪ সকাল ১১:৫৭

অস্পিসাস প্রেইস বলেছেন:
ব্লগে স্বাগতম। ভালো থাকুন সবসময়।

আমার সামু পিডিয়া থেকে একটি লিঙ্ক দিলাম। পড়ে দেখতে পারেন।

Click This Link

১৩ ই মার্চ, ২০১৪ দুপুর ১:৩৪

বাংলার পাই বলেছেন: ধন্যবাদ ভাই। আপনিও ভালো থাকবেন সব সময়।


লিঙ্ক দেওয়ার জন্য আবার ও ধন্যবাদ। আপনার লেখটা পড়েছি।

দেখি কাজে লাগাতে পারি কিনা।

৪| ১৩ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:২৯

বেকার সব ০০৭ বলেছেন: আপনি সামুতে কয়েকটা (৪-৫ ) ফিডব্যাক দিতে পারেন দেখেন মুডুরা কি বলে

১৩ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৩৩

বাংলার পাই বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।


দিয়ে দেখব।

৫| ১৪ ই মার্চ, ২০১৪ রাত ১২:৪৭

সচেতনহ্যাপী বলেছেন: ভাই আমাকে জেনারেল হতেই যে কতদিন লেগেছে তা আমি নিজেও বলতে পারবো না। মাস ছয়েকপর হঠাৎ করে লগইন করেই দেখি প্রোমোশন। সে তুলনায় আপনিতো অনেক ভাগ্যবান। লিখে যান, দেখবেন একদিন ঠিকই.....।

১৪ ই মার্চ, ২০১৪ রাত ১:৩৭

বাংলার পাই বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

আমার একটা দোষ আছে। সেটা হলো আমি যদি কোন কিছুর পেছনে লাগি, তো তার শেষ না দেখে ছেড়ে দি না। তাই তার জন্য আমার যত বড় ক্ষতিই হয়ে যাক না কেন।

আর তাই আমি আমার লেখা চালিয়ে যাব। তারপর দেখি সামু কত দিন পরে আমাকে জেনারেল করে।
আর আমার কাজ হলো লেখা। আমি লিখে যাব। তাই কারো ভালো লাগলেও লিখব, না লাগলেও লিখে যাব।
কেউ পড়লেও লিখব, আর না পড়লেও লিখব।
আমি লখে যাব।

৬| ২৮ শে মার্চ, ২০১৪ রাত ১:২৯

শুঁটকি মাছ বলেছেন: অপেক্ষা করেন।দেখেন কবে কি হয়। :(

২৮ শে মার্চ, ২০১৪ সকাল ৯:৪৪

বাংলার পাই বলেছেন: ধন্যবাদ।

আমি অপেক্ষা করেই আছি। আর যত দিন সামু আছে, আমি আছি, তত দিন পাগলের প্রলাপ যা মনে আসে লিখে যাব বলে আশা রাখি।
শুভ কামনা রইল। ভালো থাকুন।

৭| ২৮ শে মার্চ, ২০১৪ রাত ২:৫১

অদ্বিতীয়া আমি বলেছেন: জেনারেল হতে একটু টাইম লাগে :(

আশা করি লিখে যাবেন ।

২৮ শে মার্চ, ২০১৪ সকাল ৯:৪৫

বাংলার পাই বলেছেন: ধন্যবাদ।

আমি অপেক্ষা করেই আছি। আর যত দিন সামু আছে, আমি আছি, তত দিন পাগলের প্রলাপ যা মনে আসে লিখে যাব বলে আশা রাখি।

শুভ কামনা রইল। ভালো থাকুন।

৮| ২৮ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:০৭

প্রোফেসর শঙ্কু বলেছেন: আশা করি তাড়াতাড়িই বন্দিদশা থেকে মুক্তি পাবেন।

২৮ শে মার্চ, ২০১৪ রাত ৯:৫৫

বাংলার পাই বলেছেন: ধন্যবাদ।

আমি অপেক্ষা করেই আছি। আর যত দিন সামু আছে, আমি আছি, তত দিন পাগলের প্রলাপ যা মনে আসে লিখে যাব বলে আশা রাখি।
আর খুব তাড়াতাড়ি এই বন্দীদশা থেকে আমি মুক্তি পাব যদি আপনাদের ভালোবাসা পায়।

শুভ কামনা রইল। ভালো থাকুন।

৯| ২৯ শে মার্চ, ২০১৪ রাত ৯:৫৬

দালাল০০৭০০৭ বলেছেন: আমার ৩ মাস ১০ দিন সময় লেগে ছিল । দেখুন আপনার কই দিন লাগে ।

২৯ শে মার্চ, ২০১৪ রাত ১০:১৩

বাংলার পাই বলেছেন: ধন্যবাদ।

আমি অপেক্ষা করেই আছি। আর যত দিন সামু আছে, আমি আছি, তত দিন পাগলের প্রলাপ যা মনে আসে লিখে যাব বলে আশা রাখি।

শুভ কামনা রইল। ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.