নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মা কথাটি ছোট্ট আতি কিন্তু জানো ভাই ইহার চেয়ে নাম যে মধূর ত্রিভূবনে নাই

'মা কথাটি ছোট্ট আতি কিন্তু জেনো ইহার চেয়ে নাম যে মধুর ত্রিভূবনে আর যে নেই

বাহাদুর বাপ্পী

মা কথাটি ছোট্ট আতি কিন্তু জানো ভাই ইহার চেয়ে নাম যে মধূর ত্রিভূবনে নাই

বাহাদুর বাপ্পী › বিস্তারিত পোস্টঃ

আমাদের ১ লাখ ৩৩ হাজার বর্গমাইল ফেরৎ দে হারামজাদা!!!!!!!!

২০ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:০৮

ভারতের বিজেপি নেতা চরম কট্টরপন্থি ও বাংলাদেশ বিরোধী সুব্রামনিয়াম স্বামী নাকি বাংলাদেশের এক তৃতীয়াংশ এলাকা দাবী করেছে! কারন ১৯৭১ সালের সেখানে নাকি অনেক মুসলমান/বাংলাদেশী গেছে এখান থেকে!!

কি কয় ,,,,,,? তোদের ১১ লাখ অবৈধভাবে এখানে আয় উপার্যন করে ভারতকে মোটাতাজা করছে তার কি হিসাব তোদের জানা নাই।



অনেক হয়েছে , এবার আমরা দাবী করলাম তোরা আমাদের বিহার উড়িষ্যা ফেরত দে। বাংলা-বিহার-উড়িষ্যা ছিল ব্রিটিশপূর্ব আমাদের দেশ।



নবাব সিরাজদ্দৌলা যদি আমাদের শেষ স্বাধীন নবাব হয়, তবে তার রাজ্য কোথায়? আমরা কি জানি বাংলা-বিহার-উড়িষ্যা এখন কোথায়? বৃটিশরা চলে যাওয়ার পরে ওই রাজ্যই তো আমাদের পাওয়ার কথা ছিলো। কিন্তু পাইনি। নেহেরু-জিন্নাহর বাটপারিতে সে রাজ্য দুই দিকে ভাগ হয়ে যায়। এখনও আমরা আছি খন্ডিত বঙ্গ নিয়ে। সিরাজদ্দৌলার সেই রাজত্বের বিহার (৩৮ হাজার বর্গমাইল) ও উড়িষ্যা (৬০ হাজার বর্গমাইল) এখন ভারতের কয়েকটি প্রদেশ। আর যেটা ছিলো বেঙ্গল প্রদেশ তার ৩৪ হাজার বর্গমাইল নিয়ে এখন ভারতের পশ্চিম বঙ্গ। এর বাইরেও বিহারের কিছু এলাকা আছে ঝাড়খন্ড রাজ্যের মধ্যে। মোট কথা ১ লাখ ৩৩ হাজার বর্গমাইলেরও বেশী এলাকা ভারতের পেটের মধ্যে। তার মানে দাড়ায়, সিরাজদ্দৌলার রাজত্ব এখনও পরাধীন! বিরাট অংশ ভারত দখল করে রেখেছে





ম্যাপে লক্ষ করুন ১৮৩১ সালে বাঙলা-বিহার-উড়িষ্যার অবস্থান (লাল মার্কারে চিহ্নিত এলাকা), আর ১৭৮৫ সালে ওয়ারেন হেস্টিংসের আমলে বাঙলা (Bengal). আর আমাদের সেই বেঙ্গল এখন কোথায়?



আমরা এখন কি দাবী তুলতে পারি, আমাদের ভূমি ফেরত চাই? লাগলে আরেকটা যুদ্ধ করবো, যাতে আমাদের ভুমি আমরা ফের দখলে নিব এবং গঠন করবো সিরাজদ্দৌলার হৃত রাজত্ব “বাংলা-বিহার-উড়িষ্যা।”



[নেট থেকে সংগৃহীত এবং এডিটেড]

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২০ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:১৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: সিরাজদ্দৌলার রাজত্ব এখনও পরাধীন! বিরাট অংশ ভারত দখল করে রেখেছে ...


আমাদের ১ লাখ ৩৩ হাজার বর্গমাইল ফেরৎ দে হারামজাদা!!!!!!!!

++

যেমন বুনো ওল তেমন কাচাতেতুল ;)

২০ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:২২

বাহাদুর বাপ্পী বলেছেন: আবার এটাও বলা যায় "যেমন কুকুর তেমন মুগুর" । ছেড়ে কথা হবে না।

২| ২০ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:১২

কামরুল ইসলাম রুবেল বলেছেন: হারামজাদার কথাবার্তা শুনে গায়ের লোম দাড়িয়ে গিয়েছিল। জুতা মার কুত্তারবাচ্চারে।

৩| ২১ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৩৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: আমরা এখন কি দাবী তুলতে পারি, আমাদের ভূমি ফেরত চাই? লাগলে আরেকটা যুদ্ধ করবো, যাতে আমাদের ভুমি আমরা ফের দখলে নিব এবং গঠন করবো সিরাজদ্দৌলার হৃত রাজত্ব “বাংলা-বিহার-উড়িষ্যা।”

কেন নয়?

তারা যদি রামের রাজত্বের জন্য শত বছরের প্লান করে আগাতে পারে
জুইসরা যদি হাজার হাজার বছর ধরে সেই কাঙখিত ভূমির জন্য লড়তে পারে

আমরা আমাদের বাংলার জন্য কেন নয় ....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.