নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিকৃতবুদ্ধির অধিকারী

বর্ষন মোহাম্মদ

অস্থিতিশীলতা, নষ্টামি, আর যাবতীয় প্রতারণা-প্রবণতার বিরুদ্ধে খেলা চলবে

বর্ষন মোহাম্মদ › বিস্তারিত পোস্টঃ

২০১৭ সালে পালকিতে চড়ে একটি বিয়ে

২৮ শে মার্চ, ২০১৭ রাত ৮:৫৯

মুন্সীগঞ্জে সাংবাদিকতা বেশি দিন হবেনা ৫ বছর , তবে নামে ছদ্মনামে বহু ব্লগে লিখালিখি করতাম স্টপকোটা সিস্টেম ব্লগে প্রথম সারির একজন লেখক ছিলাম । মুন্সীগঞ্জের প্রায় ৫-৬ টি ও সাপ্তাহিক একটি পত্রিকার এডিটরিয়াল কাজ করি । ৫ বছরে সাপ্তাহিক ও অনলাইনে বহুবার পোস্ট ও ছাপিয়েছি হাড়িয়ে যাচ্ছে মুন্সীগঞ্জে পালকির প্রচলন । মুন্সীগঞ্জ নামে অনেকেই আমর এই জেলাকে চিনেনা তবে বিক্রমপুর নামে এর বেশ পরিচিতি রয়েছে । রাজ রাজাদের এলাকা ও সমভ্রান্ত এলাকা হিসেবে পরিচিত এক এলাকায় ,পালকিতে বিয়ের প্রচলন ছিল , দুর দুরান্ত থেকে কনে আসত পালকিতে চরে আর বর আসত ঘোড়ায় চড়ে সে প্রচলন বিলুপ্ত বললেই চলে । তবে সাংবাদিক ও লেখকদের লেখার মান পাল্টেছে ইতিহাস এনেছে বিলুপ্ত প্রায় পাকির ব্যবহার করেছে মুন্সীগঞ্জের মামুন মাদবর , সে মুন্সীগঞ্জ পৌর এলাকার বাবু মাদবরের ছেলে । পাত্রীর বাড়ী মুন্সীগঞ্জের চরকেওয়ার ইউনিয়নের সেহেরকান্দি গ্রামে।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৮ শে মার্চ, ২০১৭ রাত ৯:১২

চাঁদগাজী বলেছেন:

" স্টপকোটা সিস্টেম ব্লগে প্রথম সারির একজন লেখক ছিলাম । "

-এখন আরো উপরে, নাকি আগের লেভেলে?

২৮ শে মার্চ, ২০১৭ রাত ৯:১৮

বর্ষন মোহাম্মদ বলেছেন: বড় ভাই পারসোনাল কথা আছে

২| ২৯ শে মার্চ, ২০১৭ সকাল ১১:২৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: বিয়া তো একটা কইরা সারছি। পালকিতে চইড়া আর একটা বিয়া করলে কেমুন হয়?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.