নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অস্থিতিশীলতা, নষ্টামি, আর যাবতীয় প্রতারণা-প্রবণতার বিরুদ্ধে খেলা চলবে
বাংলদেশের টপ টেন অনলাইন পেপার গুলো যদি নিউজ করে"সালমন ও ও জানে জানাতে কেন জামা পরেনি আর এর কারন বললল সালমান খান। বিনোদন ক্যাটাগরিতে নিউজটা প্রচার বিনোদন এর মতই। আর তারা উনিশ শতকের এই গান নিয়ে হঠাত তাদের কোন প্রতি নিধি এই প্রশ্ন করল বা কেনই করলল খুব জানতে ইচ্ছে করে। কারন সে সালমান খানের বয়ান সহ রিপোর্ট করেছে। সালমান খান তাকে বলেছে।এই গানের জন্য তার জন্য তিন সাইজের জামা বাণাণো হয়েছিল তবে একটি জামাও তার গায়ে লাগেনি। তাই তাকে বাধ্য হয়ে আধা নগ্ন বডিতে প্রেমিক যুগলের সেই হৃদয় দোলানো গানটি করতে বাধ্য হয়েছে। এই যুক্তি আষাড়ের গপ্পকেও হার মানায়।
২| ০৩ রা এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৪৯
ধ্রুবক আলো বলেছেন: এই যুক্তি আষাড়ের গপ্পকেও হার মানায়।
ভাই ঐসব গাজাখুরদের কথা বাদ দেন।
৩| ০৩ রা এপ্রিল, ২০১৭ দুপুর ২:৪৩
মানবী বলেছেন: কি প্রসঙ্গে হঠাৎ এমন পোস্ট স্পষ্ট হলোনা। বাংলা পত্রিকায় কি লিখেছে জানা নেই তবে এই গান সম্পর্কে বক্তব্যটা নিচের ভিডিও দেখে আষাঢ়ে গল্প মনে হলোনা!
©somewhere in net ltd.
১| ০৩ রা এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৪২
সিনবাদ জাহাজি বলেছেন: বাংলাদেশের অনলাইন নিউজ পোর্টাল গুলোর বেশির ভাগের ই হাল এমনই
মাঝে মাঝে এমন নিউজ করে মনে হয়..................