নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অস্থিতিশীলতা, নষ্টামি, আর যাবতীয় প্রতারণা-প্রবণতার বিরুদ্ধে খেলা চলবে
ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলতে আজ মাঠে নামবে বাংলাদেশ টি-টোয়েন্টি ও ওয়ানডে দলের কাপ্তান মাশরাফি বিন মতুর্জা।
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে এবারই যে শেষবারের মত টি-টোয়েন্টি খেলতে নামবেন তিনি। আর সেই ম্যাচটা নি:সন্দেহে মাশরাফি বিন মর্তুজার ম্যাচ। মাশরাফির জন্য তাই ম্যাচটা জিততে মরিয়া বাংলাদেশ।
ম্যাচের আগেরদিন মোসাদ্দেক হোসেন সৈকত বলেন, ‘কালকে (আজ) জয়ের বিকল্প কিছু নেই। আমার মনে হয় দলের সবাই কালকে (আজকে) মাশরাফি ভাইয়ের জন্য খেলবে। আমি ব্যক্তিগত ভাবে বলতে পারি দ্বিতীয় টি-টোয়েন্টি খেলবো শুধু মাশরাফি ভাইয়ের জন্য। আমরা সবাই চাইবো ওই ম্যাচ জিতে তাকে বিদায়ী উপহার দিতে।’
অন্য সবার মতই মাশরাফির অবসরের ঘোষণা আবেগপ্রবণ করে দিয়েছিল সৈকতকে। তিনি বলেন, ‘ওই সময়ে আমি অনেক আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। উনি আমাকে বলছিলেন, তুই খুব ভালো ছন্দে আছিস। পরের প্রজন্মের মধ্যে তুই, মিরাজ, মুস্তাফিজ আছিস।’
মাশরাফি এই সৈকতের মাঝে ভবিষ্যৎ অধিনায়কও খুঁজে পেয়েছেন। সৈকত বলেন, ‘তিনি বলেছেন-নিজেকে এমনভাবে প্রস্তুত কর যেন পরবর্তী অধিনায়ক হতে পারিস। এটা শোনার পর থেকে আমার মধ্যে অন্যরকম একটা ব্যাপার কাজ করছে। হয়তো এখন থেকে নিজেকে সেভাবেই প্রস্তত করব।’
bd24live.com/bangla/article/125459/index.html
২| ০৬ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:২৩
বর্ষন হোমস বলেছেন:
এগিয়ে যাক বাংলাদেশ।
©somewhere in net ltd.
১| ০৬ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:১১
কে এম মাহাদী হাসান বলেছেন: you are great masrafi vai.i do not know that what it your own decission or pressar creating.to read more click here